![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।
তোমাকে চাইছি, কারণ-
মনের গহিনে প্রেমের মিছিল করছেযে আকুপাকু।
তোমাকে চাইনা, কারন-
কমে যদি যায় ভালোবাসি যতটুকু।
মনের আকাশে তোমার প্রেমের সৌরজগৎ ঘুরে-
তাই প্রেমেতে চাইছি তোরে।
সৌরজগৎ ঘিরে আছে দূর অন্ধকারটা জানি-
তাই প্রেমেতে বিরহ টানি।
নয়নে আমার আলোকের নেশা তাই-
আবার ফিরিয়া আসি,
বার বার তুকে ভুলে যেতে চেয়ে
বার বার ভালোবাসি।
১১ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৪৩
প্রথম বাংলা বলেছেন: সঠিক কথা ,
ভালোবাসার মাঝখানে খিটখিটানি এনে কি লাভ বলেন। কিন্তু দূরে যাওযাওতো মুশকিল।
২| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৪৪
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে +
১১ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৫৫
প্রথম বাংলা বলেছেন: সুন্দর সবটুকু কবিতারই থাকে,
প্রসবের বিবর্ণ ব্যথাগুলো থেকে যাক কবির মানসে।
কবিতার বেদনার ছবি শুধু আঁকে
আমরা আবেগে করি দূঃখ বিলাশ,
প্রতিবেশী শত্রুর মত কবি আর কবিতার বাস।
=====
ধন্যবাদ শাহরিয়ার কবীর
৩| ১২ ই আগস্ট, ২০১৭ রাত ১২:১১
কেন্দ্রবিমুখ সঞ্জয় বলেছেন: অনেক সুন্দর লিখছেন
১২ ই আগস্ট, ২০১৭ রাত ১২:১৪
প্রথম বাংলা বলেছেন: অনেক ধন্যবাদ বহির্মুখী দাদা।
৪| ১২ ই আগস্ট, ২০১৭ রাত ১২:২৩
কেন্দ্রবিমুখ সঞ্জয় বলেছেন: Wc bro
০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:০৩
প্রথম বাংলা বলেছেন: ধন্যবাদ ছো???
৫| ১২ ই আগস্ট, ২০১৭ রাত ১:১২
ব্লগ সার্চম্যান বলেছেন: কবিতা ভালো লাগ।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:০৫
প্রথম বাংলা বলেছেন: খুশি হলাম
৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২০
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +++
০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৩৯
প্রথম বাংলা বলেছেন: আনন্দ +++
৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৪২
মনিরা সুলতানা বলেছেন: ভালোলাগা রেখে গেলাম !
০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:০০
প্রথম বাংলা বলেছেন: পেলাম
©somewhere in net ltd.
১|
১১ ই আগস্ট, ২০১৭ রাত ১১:২৬
রানার ব্লগ বলেছেন: অনেকেই বলে ভালবাসার পূর্ণতা বিয়েতে আমি খুবই কম দেখেছি এমন জুটি। যাকে ভালবাসা যায় তাকে সামাজিক বাধনে বাধা যায় না, তেল নুনের হিসেবে সেই ভালোবাসা ঘরের অতি ব্যাবহারিত গ্যাসের চুলাটার মত হয়ে যায়।