![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।
==============
পিছনে মরণ, সামনে জীবন -
দেয়ালে ঠেকেছে এসে;
মরা সময়ের আধাঁর মারিয়ে
চলেছে বাংলাদশে।
এখানেও বাধা, এখানে জীবন
দেয়ালে ঠেকেছে এসে।
আজ
রক্তে ভেজানো মানুষের স্রোত
রিফিউজি আরাকান,
লাখে লাখে চলে। নাফ নদী জলে
অগুন্তি ডুবে প্রাণ।
রক্তে ভেজানো মানুষের স্রোত
রিফিউজি আরাকান।।
কোথায় থামবে শেষে?
সেপ্টেম্বর দুহাজার সতের'
হায় কেন এত নির্মম হলে তুমি!!
নিজ দেশে আজ রিফুজি রোহিঙ্গা
সেখানে তাদের জীবন রক্ত ভূমি।
পুড়ে যাওয়া বাড়ি ধরষিতা নারী
যুবকের কাটা লাশ।
শিশুও বৃদ্ধ আগুনে সিদ্ধ
বারোদের পোড়া শ্বাস-
পৃথিবী দেখেনা দেখেনা রাজন
মরেগেছে মানবতা,
এখানে খোদাও ধারণ করেছে
রহস্য নিরবতা।
মহাকাল তুমি এইখানে কেনো মরা?
যেখানে শক্তি অত্যাচারের খর্গো উচায়ে ধরে
ঐশী চারনে তুমি কেন বিধি ইহাদের সহচরা?
মহাকাল তুমি নর্যাতিতের আকাশে কেনহে মরা!!
০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২৪
প্রথম বাংলা বলেছেন: ধন্যবাদ
২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:২১
নাসরীন খান বলেছেন: কবে যে শেষ হবে এসব।সুন্দর লিখেছেন।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৩৬
প্রথম বাংলা বলেছেন: একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে
৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:০৬
এম আর তালুকদার বলেছেন: উহ! আল্লাহ রোহিঙ্গাদের রক্ষা করুন। কবিতায় খুব ভালভাবে তুলে ধরেছেন, ধন৽বাদ।
৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:০৬
প্রথম বাংলা বলেছেন: আপনাকেও ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪৫
সুফি ইবনুসসাবিল বলেছেন: রক্তে লেখা সেপ্টেম্বর