![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।
প্রথম পৃথিবী সকলেরই ছিলো,
মানুষ, বৃক্ষ, পক্ষী, মিন-
জল মাটি হাওয়া সকলের চাওয়া
সকলি তখন ছিলো স্বাধীন
দলিল পত্র ছিলোনা কিছুই
ভূমি জরিপের ছিলোনা বালাই
ছিলোনা সীমানা দেশ জাতি সেনা
ছিলো সকলি শুভ্র, সব রঙ্গীন।
আজ কেনো তবে রক্ত বিবেধ
দেশে দেশে আর ভূমিতে ভূমিতে।
আজ কেনো তবে মরণ সীমানা
জাতেতে জাতেতে আমাতে তুমিতে?
আজ কেনো তবে আমি রোহিঙ্গা
তুমি তুমি তুমি মানুষের বেশ,
আমি ভাসি কেনো রক্ত নাফেতে
তোমরা সবার আছে স্বদেশ।
আমি কি তাহলে পৃথিবীর নয়
আমিকি তাহলে এলিয়েন?
তোমরা সবার বসতি থাকলে
আমি রিফিউজি হইবো কেন?
১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৩৭
প্রথম বাংলা বলেছেন: আপনাকেও ধন্যবা, সুন্দর মন্তব্য করার জন্য
২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৫৯
সাইফুর রহমান খান বলেছেন: ভাল লিখেছেন
©somewhere in net ltd.
১|
১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৩০
কানিজ রিনা বলেছেন: সবার উপর মানুষ সত্য, বিবেক হাড়িয়ে
মানবতার চেতনা হাড়ায় স্বার্থের নৃত্য
ঝঙ্কার তোলে। মানুষের দীর্ঘশাস সাগর
নদী বাতাসে ভাসে লাশের গন্ধ ভারী।
সুন্দর কবিতা অনেক ধন্যবাদ।