![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।
লক্ষ মানুষ চলিতেছে পথে সব এক মুখি।
লক্ষ মানুষ পিছে হয়ে গেছে পোড়া কাটা লাশ।
ফিরে তাকানোর নেইকো পিছন’ মরনের ঝুকি,
নাফের বুকেতে রক্তজোয়ার ব্যথা নিঃশ্বাস।
আরাকান যেনো এযুগের কারবালা
একা নাফ নদী দজলা ফুরাত আজ
ওপারে চলছে মানুষ পোড়ানো খেলা
মানুষের মাঝে দাজ্জাল করে কাজ।
রেহিং মিছিল চলেছে বাংলাদেশে
এ পথের শেষে নরকের পরিত্রাণ,
স্বপ্নেরা সব ফিকে হলো অবশেষে
রিফিউজি হওক তবু যদি বাঁচে প্রাণ।
ভাবছি উপরে শূণ্য আকাশে ঈশ্বর কী’যে করে।
করোনা কিছুকি রাখেনাই কোন রোহিঙ্গাদের তরে?
==== আর লিখতে মন চায়না।
©somewhere in net ltd.