![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।
তুমি আমায় ভালোবাসতে জানি,
রূপে তুমি বায়ুসখা
আমা’ত- কি আর যাবে রাখা?
আমি যে ছাইদানী।
তাই তোমার নামে পদ্য লিখে যাই,
তুমি কোথাও আঁধার করো আলো-
আমি এখন সইতে পারি কালো,
থাকোক আমার পাত্র জুড়ে ছাঁই।
তুমি আমার ভুল সময়ের ঘড়ি
ভুলে আমার মন জাগালে প্রেমে,
এএম পিএম সকলি তালগোল
জীবন বৃত্তে তুমিও যাও থেমে।
মাঝে মাঝেই এখন তোমার কাল
আমার ঘড়ির বাইরে দিয়ে চলে,
তোমার মত মনের ব্যথাও যদি
নিভে গিয়ে মাথার মাঝে জ্বলে?
তখন কি আর পদ্য হবে লেখা!
হয়তো তখন মেটো পথের শেষে-
ভুল সময়ে আবার হবে দেখা,
হয়তো তুমি একটু খানি হেসে,
চলেই যাবে অসীম করে ব্যথা
দেখবে তুমি, দেখবে চেয়েলোক,
একলা পথে একলা বলি কথা
আমি উদাস, লোকগুলো উৎসুক।
২| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:২৩
মাহবুবুল আজাদ বলেছেন: সুন্দর ।
তবে বানানের ব্যাপারে একটু সচেতন হওয়া দরকার।
৩| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৭
কবি হাফেজ আহমেদ বলেছেন: চলুক সাধনা।
৪| ২২ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:১৭
সেলিম আনোয়ার বলেছেন: চলেই যাবে অসীম করে ব্যথা
দেখবে তুমি, দেখবে চেয়েলোক,
একলা পথে একলা বলি কথা
আমি উদাস, লোকগুলো উৎসুক।
নিদারুন বেদনা ।
©somewhere in net ltd.
১|
২১ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৪
অনিক_আহমেদ বলেছেন: ভাল লিখেছেন!