![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।
প্রতিদিন ভাবি কাল নিশ্চয়
সুখবর পাবো, কেটে যাবে ভয়-
হবে আবার স্বপ্ন দেখা।
প্রতিদিন ভাবি আবার আশারা
দূর থেকে মনে দিয়ে যাবে সাড়া
কপাল হইতে মুছে কাল দূঃস্বপ্নের রেখা।
প্রতিদিন দেখি আলেয়ার পিছে
ঘুরিয়া মরেছি কাল শুধু মিছে
ফিরেনি স্বপ্ন আশা।
খবর কাগছে সুইসাইড নোট
প্রদিন ছাপে, হৃদয়ের চোট
আজ মগজে বেঁধেছে বাসা।
তাই প্রতিদিন সময়ের ঋণ
চোকানোর দায় ফেলে
সুইসাইড নোট লিখে দিয়ে ভাবি
একেবারে যাবো চলে।
প্রতিদিন ভাবি সুখের কী রং?
এত বের্থতা এত যে বেরং-
এর মাঝে খুঁজি আশার মতন
রং যদি কিছু জাগে।
বার বার খুঁজে বেদনা পেয়েছি
সময়ের মোটা দাগে।
তবু প্রতিদিন সামনে সুদিন ভাবি,
আজের বেদনা হয়তোবা সে
আগামী সুখের চাবি।
না, দূঃস্বপ্নের প্রতি রাত,
শেষে নতুন সূর্যোদয়;
আশার স্বপন মিছে করে হয়
নতুন বেদনাময়।
তাই প্রতিদিন সময়ের ঋণ
চোকানোর দায় ফেলে
সুইসাইড নোট লিখে দিয়ে ভাবি
একেবারে যাবো চলে।
©somewhere in net ltd.
১|
৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:০০
ত্রি-মাত্রিক চিন্তা বলেছেন: তবুও যাওয়া হলো না।
এ্যানিওয়ে
পড়ায় আরাম পেলাম।