![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।
জন্ম থেকেই মানুষ ভাবে
মরার আগে একটা কিছু করতে হবে,
জন্ম থেকেই মরার কথা জীবন জুড়ে
আসন গেড়ে বসে আছে, ভাবনা কী’রে?
মরনে কেউ ভয় করেনা, বাঁচতেই ভয়,
মরন সোজা, বাঁচতে গেলে লড়তেযে হয়।
কয়েকটা যুগ বেঁচে আছি, বাঁচার মানে-
কী! আর জীবন কী-যে তাও বুঝিনে।
বুঝব বলে দিন প্রতিদিন নানান লোকের ,
সঙ্গে চলি, কথা বলি- দুক্ষ সুখের।
দুক্ষ গুলো ভালই যখন হৃদয় পোড়ায়
বিপত্তি হয় যখন দুখে মন ভেঙ্গে যায়।
আজকাল আর কর্মেতে নয়, ভাগ্য মানি,
জিততে নয়কো, সাপলুডুতে হারতে জানি;
নিত্য হারি, রাতের শেষে, বিধিই জিতে-
আবার নতুন দিন কাটে সেই সাপলুডুতে।
আবার চলে জীবন চেনার খেলামেলা
আবার হারা, সাপ লডুতে সন্ধ্যাবেলা।
১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৬
প্রথম বাংলা বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৮
তারেক ফাহিম বলেছেন: মরনে কেউ ভয় করেনা, বাঁচতেই ভয়,
মরন সোজা, বাঁচতে গেলে লড়তেযে হয়।
ভালো বলেছেন।
কবিতায় +