![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।
কী আর দেবো তোকে? আমার আছে কত!
ভালোবাসার প্রতিদানে তোকে দেবার মতো?
কিছুই নেই দেবার মতো তবুও নিবেদন-
গ্রহণ করিস এই মনে তোর প্রেমের প্রজনন।
দৃষ্টি দিলাম কৃষ্টি দিলাম দিলাম সারা ক্ষণ
বৃষ্টি দিলাম রুদ্র দিলাম দিলাম পোড়া মন।
মন পুড়িয়ে কাজল করে চোখ রাঙ্গাবো তোর,
পোড়া মনের ‘গন্ধে কি তুই বিভোর হবে’ মোর?
চিন্তা দিলাম ভাবনা দিলাম দিলাম কবিয়ালা
কল্পনা আর স্বপ্ন মেখে দিলাম গানের মালা।
গানের মালা কন্ঠে পড়ে সুরের মায়া জালে
জাগিয়ে দিবি আমার হৃদয় বিষন্নতার কালে?
শিশির ভেজা সবুজে তোর গাল রাঙাবো মেয়ে
যখন হাসিস ভরসা ভরা অবাক চোখে চেয়ে।
তোর সবি এক অরন্যেরই মতন লাগে নারী
তোর প্রেম আর নিজেই তুই অরণ্য বিস্তারী।
একশ বছর অরণ্যে তোর ‘কদম ফেলে’ মনে--
নাপাই- তবু হটতে রবো গভীর নির্জনে।
((নরক যদি দুয়ার খুলে একশ বছর পরে
আমার লাগি অনন্তকাল পরজগৎ গড়ে!
তোমায় আমি চাইনা সেথা, একলা আমার প্রেম-
অসীম তপে পুড়িয়ে নিয়ে করবো নিকষ হেম।
একশত সন পড়ের জীবন ইডেন যদি হয়
সোনারোদের শিশির দিয়ে তোমাকে নিশ্চয়
বানিয়ে দেব ধানসবুজের স্বর্ণতলার মাঠ
আবার সেথায় শিখবো দুজন ভালোবাসার পাঠ। ))
©somewhere in net ltd.
১|
৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:২২
জগতারন বলেছেন:
উহ! কী কবিতা (প্রেমের)!
কবিতা পড়ে মুগ্ধতা, কবির প্রতি অভিন্দন ও সুভকামনা জ্ঞাপন করা হলো।