![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।
নতুন ব্লগে কী লিখবো আর নতুন কথায়!
উপলক্ষ সেইতো আগের পুরান তুমি,
বেঁচে থাকার আনন্দ আর দুঃখ ব্যাথায়
ছিলেম- তুমি আমি পরষ্পরের জন্ম ভূমি।
দিনের বেলায় খুজলে কালো- তোমার অলক
আলো খুঁজলে রাতের চোখে তোমার পলক,
পেয়ে যাই, আর জখন আমি জীবন খুঁজি-
জীবন তুমি, তোমার মাঝেই মরণ বুঝি।
নতুন ব্লগে লিখবো কী আর ছন্দ কলায়
বদলে যাওয়া তোমার কিছু নাই জানা মোর
আমার গান আর পায়না শোভা তোমার গলায়
তোমার কন্ঠে হয়তো এখন অজানা সুর।
এখনো রোজ ভাবনা করি দিনে রাতে
নিরা তোমার ‘অলক পলক’ কল্পনাতে,
চঞ্চু কাঁপা অসীম আবেগ হঠাত জাগা
জাগলে মনে মন পুড়ে দেয় নতুন দাগা।
মাঝে মাঝেই শিশির ঝরা তারার রাতে
ইচ্ছে করে একটু খানি তোমায় দেখি
তুমি আমি আবার দুজন আগের মতো
ছেলে বেলার ইসকুলেতে প্রণয় শিখি।
২| ২৭ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৯
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
৩| ২৮ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:২৬
খাঁজা বাবা বলেছেন: সুন্দর
©somewhere in net ltd.
১|
২৬ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫১
রুরু বলেছেন: ভালো হয়েছে।