| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রথম বাংলা
দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।
অভাবের দেশে জাগে অচেনা প্রসব ব্যথা
রক্তস্রোতের মত জন্মায় কবি দলেদলে,
হৃদয়ের সীমারেখা পাড়হয়ে দুঃখরা
ভেঙ্গেযাওয়া স্বপ্নের মরমর কথা শুধু বলে।
কবি কেনে জনমায়! কবি কেনে জনমায় এত?
কালো কালো কাকেদের মত--
বিশ্রী কুৎসিত কা কা কা।
সবাই জানিতে চায় কবি কেনো জনমায় তা;
চায়না জানিতে কেউ কবি আর কবিতার জন্মের কথা।
যখন কবিতা জন্ম হয়, কবির হৃদয়ে নয়-
প্রসবের ব্যথা চলে মগজের শিরায় শিরায়।
হৃদয়ের মাঝখানে ব্যথানয় জাগে শূণ্যতা
এই হলো মোটামুটি কবিতার জন্মের কথা।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৭
প্রথম বাংলা বলেছেন: আপনার ভাবনা সঠিক, এখনো ভাবেন। কবিতা আসলেই সতস্ফুর্ত, তবে যখন আসে সে একা আসেনা সাথে প্রসবের ব্যথা নিয়েই আসে। ব্যথাহীন পংতিমালা ছড়ার গন্ডি পাড় হতে পারেনা।
২|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০৩
বন্ধুমল্ল বলেছেন:
যখন কবিতা জন্ম হয়, কবির হৃদয়ে নয়-
প্রসবের ব্যথা চলে মগজের শিরায় শিরায়।
হাহা খুব ভালো লাগলো কবির ভূমিষ্ঠ হওয়ার কাহিনী,,,
০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫৮
প্রথম বাংলা বলেছেন: জিনা, এ দুটি লাইন কবিতার কথা বলছে, কবির না
৩|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৯
বিজন রয় বলেছেন: কঠিন প্রশ্ন..... কবির কেন জন্ম হয়?
কবি মানুষের কি কাজে লাগে?
অর্থবহ কবিতা।
++++
০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩২
প্রথম বাংলা বলেছেন: ধন্যবাদ
৪|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১২
যবড়জং বলেছেন: কবি মানুষের কি কাজে লাগে?
কবিতাওবা কি কাজে লাগে ?
তবু্ও যে কেন অভাবের দেশে জাগে অচেনা প্রসব ব্যাথা .....সেটাই আশার কথা ।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২৩
প্রথম বাংলা বলেছেন: এটা হলো আত্মিক আশ্রয়, অবশ্যই আশার কথা
৫|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৫
সজিব। বলেছেন: বাহ ! বেশ লিখেছেন।
©somewhere in net ltd.
১|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৫
চাঁদগাজী বলেছেন:
আমি ভেবেছিলাম, আষাঢ়ের বৃষ্টির মতো, স্রোতস্বিনীর প্রবাহের মতো, ঝর্নার উৎসরণের মতো, কবিতা নিজে পথ খুঁজে নেয়!