![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।
কয়দিন আগে মন্ত্রী নাহিদ সাহে বলেছিলেন : আপনারা ঘুষ খাবেন তবে সহনিয় মাত্রায় খাবেন। আমিও চুর, মন্ত্রিরাও চুর”। ওনার বক্তব্যে ঘোষ খাওয়া বৈধতা পেয়েছিলো। একটি প্রচ্ছন্ন ইংগিত ছিলো যাচ্ছেতাই করার।
ইদানিং সরকার ডিজিটাল নিরাপত্তা আইন নামে একটি আইন করেছে যর মাধ্যমে এখন ঘোষ খাওয়া নিরাপদ হলো ১০০ ভাগ।
ওনার সেই বিখ্যাত বিজ্ঞত্তিটি ইন্টারনেটে চলে আসে মিডিয়ার কল্যানে। ওনার মান হানি হয়।
বাংলাদেশের সব মন্ত্রীরাই বেফাস কথা বলেন এটি এখন রেওয়াজ।
আর সব সময় এই সব বে ফাস কথাগুলো নেটে চলে আসে, স্মার্ট
ফোন আর মিডিয়ার কল্যানে।
মিডিয়া বা কোন ব্যক্তি যাতে আর এমন কাজ না করতে পারে সেই কারনে এবার একটি নতুন আইন করেছে সরকার । এই আইনটিকে আমি নাম দিয়েছি গলাচিপা আইন। নিচের দিকে আইনটি সংক্ষেপ আলোচনা করা হয়েছে।
এবারও এস এস সি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে, যথারিতি কতৃপক্ষ পলেছে এই সব ভুয়া খরব। এর কোন ভিত্তি নাই।
অথছ ফেইসবুকের কয়েকটি গ্রুপথেকে সামনের পরীক্ষার প্রশ্ন সংগ্রহের বিজ্ঞপ্তি দেয়া হচেছ রীতিমত।
সরকার তাদের খুঁজে বের করছেনা ইচ্ছে করে । ইচ্ছে করলেই তাদের বিচার করতে পারে। অথচ এটি অনেক বড় একটি অপরাধ।
বরং এটিকে ডিজিটাল অপরাধ না বলে সরকারি একটি বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে
বলা হয়, ‘কোনো সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ঢুকে কেউ কোনো কিছু রেকর্ড করলে, তা গুপ্তচরবৃত্তির অপরাধ হবে। এর জন্য ১৪ বছরের জেল এবং ২০ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। অনুসন্ধানী সাংবাদিকের কলম, সামাজিক মাধ্যমে সচেতন নাগরিকের প্রতিক্রিয়াকে বন্ধ করতে এর চেয়ে নির্লজ্জ প্রচেষ্টা আর কী হতে পারে! আপনার চোখের সামনে ঘুষ আদান-প্রদান হবে, জনগণের টাকা মেরে দেওয়া হবে, আপনি প্রতিবাদ করতে পারবেন না। আপনি ভিডিও করলেই ১৪ বছরের জেল, ২০ লাখ টাকা জরিমানা!’
ধরেন আপনি গুপনে একটি ঘুষ গ্রহণের ভিডিও করে নিয়ে আসলেন অথবা আপনার সাথে কেউ প্রতাড়না করতে পারে এই ভয়ে আপনি কোন একটি ঘটনা ভিডিও করে রাখলেন।
বর্তমান আইনে এটি গুপ্তচরবৃত্তির অপরাধ। সাথে সাথে নিজ দায়ীত্বে ২০ লাখ মানে ২ মিলিয়ন টাকা জরিমানা দিয়ে এক যুগ আরো ২ বছর জেল খানা ভড়া করে সেখানে চলেযান। পাগলের দেশে বাস করি আমরা।
আসলে মন্ত্রী ঠিকি বলেছেন, আপনারা ঘুষ খাবেন তবে সহনিয় মাত্রায়। এই সহনীয় মাত্রাটাকে এখন নিরাপদ করার আইন পাশ করা হয়েছে।
সাবাস বাংলাদেশ।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৩৬
প্রথম বাংলা বলেছেন: চোখ খুলতে দিলো কখন বাংলাদেশের নেতারা, আমাদেরতো চোখ থাকিতে অন্ধ দশা
২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:০৩
গালিব আফসারৗ বলেছেন: লিলিপুটের দেশ। সহনীয় মাত্রায় দুর্নীতি করতে করতেই তাহারা আজ দেশটায় রাত্রি নামাইছে।
৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৯
করুণাধারা বলেছেন: পোস্ট ভাল। কিন্তু প্রতিবাক্যে এত ভুল বানান যে অর্থ বুঝতে অসুবিধা হয়। অন্তত শিরোনামের ঘোষ না লিখে ঘুষ লিখে দিতে পারতেন।
©somewhere in net ltd.
১|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:০১
শাহিন বিন রফিক বলেছেন: চোখ বন্ধ করে রাখেন, নিরাপদে পথ চলেন।