![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।
চলে গিয়ে ছিলো শিশু
বিধাতার কাছে,
বলেছিলো মরে গিয়ে বলে দিবে সব
বিধাতার কাছে।
তার পর হয়েছে সে সিরিয়ার শব।
হায় বেদুইন শিশু- কী কথা বলিতে চায়
আকাশের বসতীর কাছে?
যে-জন নির্বিকার, সব কিছু দেখেশুনে
তারপরও চুপে বসে আছে?
আরো এক শিশু, চেয়ে আকাশের দিকে
চেয়ে দেখে জীবনের রং আজ ফিকে।
হায় শিশু! বলে “বোমাবাজ”
তুমি আমায় নিশানা কর আজ।
মরে যাই, বিধাতার কাছে তবু খাবারতো আছে।
ধূসর মরুর বুকে বোমার বৃষ্টি ঝরে
আরবের ঘরে ঘরে লক্ষ শিশুরা মরে
ইয়েমেন সিরিয়া ইরাক ফিলিস্তিন
তিউনিশ লিবিয়া, ইরানেও হতে পারে-
বেদুইন শিশুদের নালিশের ফরদ নামা।
অয়লান জাফরিন আরো কত নামা বেনামা।
চলেযাও শিশু,
আমাদেরই যে ধরায় বসতযুগিতা নেই
এই খানে বেঁচে আর তোমাদের কাজ নেই,
বোমা দিয়ে গ্যাস দিয়ে দিয়ে দূরভিক্ষ
তোমাদের মেরে দিতে আমাদের জুড়ি নেই,
চলে যাও চলে যাও বেদুইন শিশু।
আমাদের সব কিছু তেল আর মতবাদ
তোমদের তরে সব সব দুঃসম্বাদ
আমাদের কাছে আজ ক্ষমতাই ধর্ম
ধর্মই ক্ষমতার দাবাগুটি মর্ম ।
চলে যাও চলে যাও বেদুইন শিশু।
শব হয়ে বিধাতার কাছে গিয়ে স--ব---
বলে দাও, আরবেতে মৃত্যুর রব--
চলিতেছে, চলিতেছে রক্তের হোলি,
বিধাতা, তোমার ভাঙ্গেনি ঘুম আজো?
চলে গেলো এতসব বোমা আর গোলি!
চলে যাও বেদুইন শিশু।
©somewhere in net ltd.
১|
০২ রা মার্চ, ২০১৮ বিকাল ৪:১৯
রাজীব নুর বলেছেন: সুন্দর।