![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।
=============
বলছি কথা, শুনবে নাকি রূপ?
শুনতে হলে কান পাতো চুপ চুপ।
অবশ্য আর সেথায় কোন দিন
যায়না যাওয়া, মানুষের যে নেইকো টাইম মেশিন।
তবে- মনের কিন্তু গতির সীমানা
অন্তহীন, তার চলতে নাই মানা।
ঘুরে এলাম সুদূর অতিত পানে,
দেখেছি সেথা সবুজ মাঠের পর
মেঘের ছায়ায় নিত্য জমে সুখের খেলাঘর।
আনন্দের এক হাট বসেছে সেথা,
কেনা বেচার পসরাতে কোন নাইকো দুঃখ ব্যথা।
আকাশ থেকে নীল এনে তার
মেঘের দামে বেচাকেনার হাট।
ফুলের সুবাস বিক্রী হচেছ
বিক্রী হচ্ছে সোনারোদের মাঠ।
একটি ভ্রমর ইচেছ বেচে
একটি ফুলের অনুভূতির দামে
নিত্য সেথায় প্রেমের বাজি
ধরছে সবাই’ সুখের ধরা ধামে।
হাওয়ার সাথে হৃদয়ের প্রেম
অমূল্য এক বেচাকেনার খেলা,
কত দূপুর হচেছ বিকি---
ঘুড়ির নামে চিঠি লেখার বেলা।
তার পরে এক অবাক-বুড়ো এসে
ঝুলি ভরা স্বপ্ন নিয়ে অবাক করে হেসে
বললে, ”খোকা”!! স্বপ্ন নেব?, লাগবেনাকো দাম!!
হরেক রকম স্বপ্ন বেচি হরেক রকম কাম।
কত রঙ্গের স্বপ্ন ছিলো কত রকম আশার
হরেক ছিলো ভূবন জয়ের কতক ভালোবাসার।
কত স্বপ্নে সবুজ ছিলো অবুঝ ছিলো মন
ছিলো স্বপ্ন মাখা সুনীল আকাশ ডানা মেলার ক্ষণ।
তখন থেকে স্বপ্ন নিতে অবাক বুড়োর পিছে
আমি তুমি সবাই আজও হাঁটছি মিছি মিছে।
অনেকটা পথ হেঁটে এলাম, আর যাবেনা ফেরা।
স্বপ্ন নিয়ে অবাক বুড়োর চলছেযে হেরফেরা।
রূপকথা শেষ, ভাবতে বসো, হিসেব কষো এবার
আর কত চাও হেরাফেরি, স্বপ্ন কিনে নেবার?
১০ ই এপ্রিল, ২০১৮ ভোর ৬:২৫
প্রথম বাংলা বলেছেন: ধন্যবাদ নুর
২| ০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১৬
নীল মনি বলেছেন: আমি আবৃত্তি করে পড়ছিলাম। সুন্দর লিখেছেন ☺
১০ ই এপ্রিল, ২০১৮ ভোর ৬:২৭
প্রথম বাংলা বলেছেন: তাই?, অনেক ধন্যবাদ।
কবিতা আবৃত্তি শুন্তে আমি অনেক ভালোবাসি
৩| ১০ ই এপ্রিল, ২০১৮ ভোর ৬:৩৪
খায়রুল আহসান বলেছেন: "তখন থেকে স্বপ্ন নিতে অবাক বুড়োর পিছে
আমি তুমি সবাই আজো হাঁটছি মিছি মিছে" - ভাল বলেছেন। রূপকথার গল্প ভাল লেগেছে।
©somewhere in net ltd.
১|
০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩৮
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।