![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।
তুমি আসো অনুভূ চাঁদের মত, তাই-
নীল পূর্ণিমা লেগে মনে- আমি চন্দ্রাহত হয়ে যাই।
ওহে নীলমণি চাঁদ
কখনো ভাঙ্গেনা বাঁধ তোমার রূপের।
এযে কিশোর আগুন
আসে জোয়ার দ্বিগুণ
করে উদাস হৃদয়- “ আমি ঘাস ফরিং” এর।
সেইসব দিন গুলিতে, যখন-
ছিলো আকাশে সোনালি রোদ, আধখানা চাঁদ,
ছিলো চৈত্র দুপুর, নিশিত নদীর গায়ে রূপা রূপা রং,
ধানে’ সবুজ আবেগে ছিলো কিশোরীর ঢং
তব সরোবর চোখে ছিলে রূপের প্রপাত।
তুমি রূপের প্রপাত নিয়ে এসেছিলে নারী।
সেইসব দিন গুলি শেষ।
আজ দেখি আকাশেতে লুনাটিক চাঁদ
এই প্যারিজি চাঁদের আলো সূর্যের ঋণ।
তবু তোমার দেহের রূপ ছিলোনাকো ধার--
আজও জাগায় প্রেমের তৃষা অসীম অপার।
আমার চোখের মাঝে তোমার মুখের মায়া আজও অমলিন।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৮
প্রথম বাংলা বলেছেন: অশেষ প্রতি ভালবাসা জানিবেন
২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪০
নজসু বলেছেন: হৃদয়াস্পর্শী।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩১
প্রথম বাংলা বলেছেন: ধন্যবাদ নজসু...।
৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০০
সনেট কবি বলেছেন: সুন্দর
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৩
প্রথম বাংলা বলেছেন: ধন্যবাদ সনেট কবি। অনেক সুন্দর মন নিয়ে সে অনেক দূর চলে গেছে। তাই আমি কবি। অথচ কবি হওয়ার কোন ইচছা আমার ছিলোনা।
৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩০
স্রাঞ্জি সে বলেছেন:
দারুণ, মনোমুগ্ধকর কাব্য+++
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৮
প্রথম বাংলা বলেছেন: : হাহাহা..... স্রাঞ্জি সে......, কবিদের মর্মবেদনা যখন লিখিত রূপ পায় তখন সেটা পাঠকদের মনকে মুগ্ধ করে বৈকি। ধন্যবাদ আপনার সুন্দর মনোমুগ্ধকর মন্তব্য করার জন্য।
৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৯
খায়রুল আহসান বলেছেন: অত্যন্ত চমৎকার একটি কবিতা পড়লাম। এক কথায় অসাধারণ!
কবিতায় ভাল লাগা + +। ভাল লাগার মাত্রাটা একটার পর একটা স্তবকে ক্রমান্বয়ে বেড়েছে।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৯
প্রথম বাংলা বলেছেন: বেদনা দিন দিন প্রবল হচেছ, তাই কবিতাগুলোও হয়ে উঠছে অনুভূতি প্রবন।
অশেষ ধন্যবাদ সুন্দর চমৎকার মন্তব্য করার জন্য।
৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৩
রাজীব নুর বলেছেন: সুন্দর আবেগ থেকে সুন্দর কবিতার জন্ম হয়।
©somewhere in net ltd.
১|
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮
হাবিব ইমরান বলেছেন: বাহ, কবির কবিতা কবির মতোই অসাধারণ।
ভালোবাসা রইলো কবি।