![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।
একশত ২০ পার হয়ে গেছে দিন
এখন আর কোন কবিতা হয়না লেখা।
একশ ২০ টি মাস চলে গেলো পিছে---
তোমার সাথে হয়েছিলো শেষ দেখা।
এখন সময় বদলে গিয়েছে বহুত
রাষ্ট্র, সমাজ, এই জনগণ-- সব,
পালটেনি কিছু আমার পৃথিবী, ব্যথা।
তোমার এখানে জীবন মানেই উৎসব।
দশটি বছর পেছনে তাকালে দেখি্
ঘাসের শিশিরে তোমার পায়ের ছাপ
দশটি বছর পেরিয়ে সেখানে আজ
ফাটামাটি, বালি, সূর্যের উত্তাপ।
একশত ২০ পার হয়ে দেছে দিন
কবিতা এসেছে, তোমারে এনেছে সাথে,
সাকার সরূপে কেবলি নিঃস্ব কবি
তুমি বসে আছো ব্যথার কল্পনাতে
১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:১৯
প্রথম বাংলা বলেছেন: মানে দশ বছর
২| ১৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৩৩
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
৩| ১৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৮
কিরমানী লিটন বলেছেন: ছুঁয়ে গেলো ....
©somewhere in net ltd.
১|
১৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৩
গগণ আলো বলেছেন: একশ ২০ মাস তো অনেক সময়!
দিনের হিসাব তালগোল পাকিয়ে গেছে তো কিন্তু 'একশ ২০' এর ব্যবহারটি জোশ হয়েছে।