নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

((((এক দিন আমি চলে গেলে- ছেড়ে এ গ্রহ,যদি আর কোন দিন কোন খানে নাহয় জনম, কেমনে ভাবিব আমি এইখানে শতেক বছর, একশত কোটিবার নিয়েছিনু দম!! ছিলো ঝিনুকের মত গোল নদীটার তিরে মোর ঘর।)))) **ধর্ম বিশ্বাস মানুষকে সুখ দেয়, কারণ ধর্ম মানুষকে আশাবাদী করে, মানুষ বুঝতে পারে

প্রথম বাংলা

দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।

প্রথম বাংলা › বিস্তারিত পোস্টঃ

মতবাদ

২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:২৮

শুরু থেকে মানুষের মনের অপরাধ
দূরকরে দিতে গিয়ে যত মতবাদ
যুগে যুগে পৃথিবীতে এসেছিল, সব---
জীর্ন গিয়েছে হয়ে,
আজ সব ধর্মের শব।
এর থেকে ভালোবাসা ভালো;
সব থেকে প্রাচীনের প্রাচীনতম
তবুও আজও দিয়ে যায় নতুনের আলো।
মানবের সমাজের সকল ”অসুখ”
মুছে দিয়ে যেতে পারে মানবিক প্রেম।

সেই সব কথা গুলো আজ ইতিহাস..
মতবাদ বিষ হয়ে আমাদের ঘাড়ে
নিতে আছে বিষাক্ত শ্বাস।
আমরা গিয়েছি ভুলে, ভুলেনি বিধাতা
প্রেম দিয়ে এখনো সে কিট থেকে মানবের ত্রাতা।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩৫

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
মতবাদ থাকবেই, যতদিন পৃথিবী আছে।

২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩৯

প্রথম বাংলা বলেছেন: সঠিক

২| ২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫২

রাফা বলেছেন: সমস্ত পৃথিবির মতবাদটা যদি ভালোবাসার হতো ।
থলে পৃথিবিটাই হতে পারতো ,স্বর্গসম।

বিধাতা আছে বলেই আমরাও আছি।

ধন্যবাদ,প্র.বাংলা।

৩| ২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫৪

রাফা বলেছেন: থলে নয় ওটা “তাহলে” হবে ভুলের জন্য দুঃখিত।

১০ ই অক্টোবর, ২০২০ রাত ১২:০৭

প্রথম বাংলা বলেছেন: এটা টাইপিং মিসটেক। এটা আমি বুঝে নিয়েছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.