![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।
আমি এই ব্লগে আজ প্রায় দশ বছর। দশ বছর আমি এখান থেকে অনেক শিখেছি। অনেক লিখেছি, হয়তো নিয়মিত নয় কিন্তু এখানে এই ব্লগে মাঝে মাঝে না আসলে মনেহয় চিন্তাভাবনায় জঙ ধরে যাচ্ছে। জং ছাড়াতে আবার আসতে হয়।
কিন্তু বেশ কিছুদিন যাবত আমি ঢুকতে পারছিলামনা। আজ অনিয়ন নেটের মাধ্যমে ঢুকলাম । এবং ঢুকেই জানলাম যে এটি পর্নোগ্রাফির সাইট। আমি অত্যন্ত আশ্চর্য হলাম আমি এতদিন পর্নোগাফির ভুল অর্থ জান্তাম।
আমি এক সময় টিউশনি করতাম। আমার এক ছাত্রী তার আইসিটি বইয়ে প্রথম পর্নোগ্রাফি শব্দটা পায়। প্রতিদিন নতুন শব্দপেলেই তার লিখে রাখার ব্যতিক ছিল। অন্যান্য শব্দের সাথে সে আমার কাছে এর অর্থও জান্তে চায়। আমি সেদিন তাকে বলিনি এর অর্থ কি।
আমি বলেছিলাম আমি জানিনা এর অর্থ কি, জেনে তোমাকে জানাব। কিন্তু এখন মনে হচ্ছে এখন যদি তাকে পেতাম বলতাম যে “ পর্নোগ্রাফি অর্থ হলো উচিৎ কথা” । উচিত কথা বললে অনেক মানুষের চরিত্র উলঙ্গ হয়ে যায় তাই উচিৎ কথা মানে হলো পর্নোগ্রাফি।
মুদ্দাকথা হলো এখানে রাজনৈতিক দূবিত্তায়ন, পুজিবাদ, রাষ্ট্রীয় সন্ত্রান, গুম খুন ইত্যাদির বিরোদ্ধে লেখা হয়। এখান থেকেই বর হয় প্রতিবাদকারী। এটিই দখলকারদের মূল সমস্যা। এ কারণেই তারা এটিকে পর্নোগ্রাফির তালিকায় ফালাইয়া বন্ধ করতে চায়্ আসলে আমরা স্বাধীন নই। আমাদের কেবল অধীন বদল হয়েছে। ইংলেন্ডের দখল থেকে আমরা পাকিদের দখলে গিয়েছিলাম, পাকিদের থেকে এখণ কয়েকটি পরিবার আর গুষ্টির অধিনে এসেছি।
প্রথম আলো একটা ব্লগ খুলেছিল, সেটিও বন্ধ করতে বাধ্য করা হয়। কারণ এটি দেশ থেক পরিচালিত হতো। সামুকে বন্ধ করার চেষ্টা করা হচ্ছে ডিজিটাল ভাবে। এটি একধরনের ডিজিটাল সন্ত্রাস।
অন্যাযের প্রতিবাদ আর সত্যবলা যদি পর্নোগ্রাফি হয় তাহলে আমিও একজন পর্নোগ্রাফার।
২৯ শে মার্চ, ২০১৯ রাত ১২:২৭
প্রথম বাংলা বলেছেন: ঠিকইতো বল্লাম
২| ২৫ শে মার্চ, ২০১৯ রাত ১১:০১
আহমেদ জী এস বলেছেন: প্রথম বাংলা,
উচিৎ কথাই বলেছেন।
২৯ শে মার্চ, ২০১৯ রাত ১২:২৮
প্রথম বাংলা বলেছেন: ধন্যবাদ ভাই.। জী এস
৩| ২৫ শে মার্চ, ২০১৯ রাত ১১:১৬
সুমন কর বলেছেন: দশ বছর পূর্তির জন্য শুভেচ্ছা রইলো আর ঠিকই তো বলেছেন !!
২৯ শে মার্চ, ২০১৯ রাত ১২:২৮
প্রথম বাংলা বলেছেন: শুভেচ্ছার জন্য ধন্যবাদ
৪| ২৬ শে মার্চ, ২০১৯ রাত ১২:০২
ভুয়া মফিজ বলেছেন: আপনে একা না ভাই, গর্বিত পর্নোগ্রাফার তো আমরা সবাই।
২৯ শে মার্চ, ২০১৯ রাত ১২:২৯
প্রথম বাংলা বলেছেন: জি ভাই.. আমরা সবাই,,
৫| ২৬ শে মার্চ, ২০১৯ রাত ১:০৪
মা.হাসান বলেছেন: তাই বলেন। সামুর লেখা পড়ে সিরাম ফিলিংস আসছিল না , ভাবছিলাম ED তে ভুগছিলাম, এখন বুঝলাম সংজ্ঞা পাল্টে গেছে।
তবে পর্নস্টার হওয়ার অভিনন্দন কিন্তু আমিই প্রথম আমার একটা লেখায় জানাইছিলাম।
২৯ শে মার্চ, ২০১৯ রাত ১২:৩২
প্রথম বাংলা বলেছেন: ভাই, রাজাকারের সংজ্ঞা বদলায়, মুক্তিযোদ্ধার সংজ্ঞা বদলায় বিভিন্ন স্থাপনার নাম বদলায় পর্ণোগ্রাফির সংজ্ঞা বদলাইল সমসা কি
৬| ২৬ শে মার্চ, ২০১৯ রাত ১:১০
আরোগ্য বলেছেন: আমিও আমার এক পোস্টে পর্ণস্টার হওয়ার জন্য সামুরসমস্ত ব্লগারদের অভিনন্দন জানিয়েছিলাম ।
২৯ শে মার্চ, ২০১৯ রাত ১২:৪৩
প্রথম বাংলা বলেছেন: অভিনন্দন অভিনন্দন
৭| ২৬ শে মার্চ, ২০১৯ রাত ২:১৯
মাহমুদুর রহমান বলেছেন: হা হা হা
২৯ শে মার্চ, ২০১৯ রাত ১২:৪৩
প্রথম বাংলা বলেছেন: ধন্যবাদ
৮| ২৬ শে মার্চ, ২০১৯ সকাল ৮:১১
নীল আকাশ বলেছেন: ১০০% স হ ম ত।
২৯ শে মার্চ, ২০১৯ রাত ১২:৪৪
প্রথম বাংলা বলেছেন: সহমতের জন্য ধন্যবাদ
৯| ২৬ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:১১
রাজীব নুর বলেছেন: কত বড় নির্বোধ হলে তারা সামুকে এই ধরনের কথা বলতে পারে!!!
ওদের মগজে এই বুদ্ধি দিয়ে দেশের জন্য কাজ করবে কিভাবে?
২৯ শে মার্চ, ২০১৯ রাত ১২:২৪
প্রথম বাংলা বলেছেন: নির্বোধ না রাজীব ভাই, এরা শয়তান। এখানে কিছু উচিৎ কথা বলা হয় তাই এই শয়তানিটা করছে।
©somewhere in net ltd.
১|
২৫ শে মার্চ, ২০১৯ রাত ১০:০৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বলেন কি!