![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।
কবে শেষ হবে এ বিষণ্ণ কাল
কাটবে কি খরা? কামের আকাল..?
থমকানো এই জীবনের শেষে
কী জানি কী হয় ভাবি..।
সবকিছু যেন পরিমিত এক
নরকের মহা চাবি।.
কেউ জনতার সাথে লুকোচুরি খেলে
গদিটা টিকিয়ে রাখতে
কেউ জীবনের নামে লুকোচুরি খেলে
কোনমতে বেঁচে থাকতে।
কেউ তালাদিয়ে ঘরে পুড়ে পুড়ে মারে.
লাশের মিছিলে শ্রমিকেরা বাড়ে
মালিকেরা ক্লাবে মত্ত।
তবুও আবার দুমুটো খাবার
দুটো ডালভাত করিতে যোগার
কেউ. গুলামির কিনে স্বত্ব।
এখন জীবনে শুধু সংশয়
বুলেটের ভয়, করোনার ভয়,
শাটার ডাউনে কাজ-হারানোর ভয়..-
সবকিছু যেন পরিমিত এক
নরকের মহা চাবি।.
আবারও সে কথা ভাবি..
কবে শেষ হবে এ বিষণ্ণ কাল
কাটবেকি খরা? কামের আকাল..?
থমকানো এই জীবনের শেষে
কী জানি কী হয় ভাবি..।
কেউ জনতার সাথে লুকোচুরি খেলে
গদিটা টিকিয়ে রাখতে
কেউ জীবনের নামে লুকোচুরি খেলে
কোনমতে বেঁচে থাকতে।
২| ১৬ ই জুলাই, ২০২১ রাত ১১:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+
বিষন্ন সময়ের প্রতিচ্ছবি যেন ।
©somewhere in net ltd.
১|
১৬ ই জুলাই, ২০২১ রাত ১১:২৭
খায়রুল আহসান বলেছেন: করোনা কালের বিষণ্ণতা এবং কিছু অসাধু মানুষের কপটতা কবিতায় ফুটে উঠেছে।
বিষণ্ণতা অতিক্রম করে মানুষের শুভশক্তির উপর বিশ্বাস রাখতে হবে, যা দিয়ে অপশক্তিকে পরাভূত করা যাবে।