![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।
তুমিতো তুমি নও ছবির ভূমি যেন
যেমন মন করে আঁকা যায়..।
লাকেরও রেখা সবি’ তোমার অবয়বী-
হয়ে’ তা প্রণয়ের রূপ পায়।
তুমিতো দেশ মোর
শুরুও শেষ মোর
তোমার জলমাটি সমীরণ,
আমারে টানে হায়
সুরে ও গানে’তাই-
প্রেমীছি কারণেও অকারণ।
©somewhere in net ltd.