![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।
জানি সে হারিয়ে যাবে;
সাগরে সোনামুখী সুইয়ের মতন
এ গহীন জনতার বনে।
তার পরও, অথবা তবুও
চোখ বুঝে ঠোঁট মেলে দিয়ে
সুখ খোঁজা ছোটপাখিটির কথা,
রয়ে যাবে মনে।
------
ভুলে যেও ছোট পাখি খুলে দিও ডানা;
রাধ কিবা অপরাধ হিসেবের কয়েকটা আনা-
সেতো আর আসবেনা কাজে,
এসকল পরে থাক নোনা ধরা খাতাটার ভাজে,
সব পিছে ফেলে....
শান্তি খুঁজিয়া নিও অন্য কোন ‘বুকে’ কি’বা ’নীড়ে’
সব কিছু দায় নিয়ে আমিই রাখিব মনে,
তুমি সব ভুলে যেও, খুব দ্রুত, অথবা খু..ব ধীরে ধীরে।
ভুলচুক করে দিও ক্ষমা,
হে আমার ছোট পাখি,,,
সব দিক থেকে তুমি’ সব কালে থেকো-নিরুপমা।
০৯ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:৪৫
প্রথম বাংলা বলেছেন: হুম
২| ০৯ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:২৮
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ভালোবাসা ভালো থাকুক।
০৯ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:৪৯
প্রথম বাংলা বলেছেন: সময়ের শেষ সীমাতক
৩| ০৯ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:৪৯
জুল ভার্ন বলেছেন: চমৎকার!!! +
০৯ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৫:০৩
প্রথম বাংলা বলেছেন: রচনা নাকি বেদনা,কোনটা চমৎকার স্যার?
৪| ০৯ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৫:০৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে কবিতা
০৯ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৫:২৮
প্রথম বাংলা বলেছেন: জীবনে সব কিছু যখন অসুন্দর হয়ে যায় তখন ভেতরের কথা গুলো সুন্দর সুন্দর রূপ নিয়ে বেরহতে থাকে। আর ভেতরটা তখন আস্তে আস্তে আরো শুন্য হযে যায়।
৫| ০৯ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৩০
কালো যাদুকর বলেছেন: ভাল লেগেছে কবিতা ৷
০৯ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:১৭
প্রথম বাংলা বলেছেন: কালো যাদুর ছোয়া আছে এই কবিতায়
৬| ১০ ই জানুয়ারি, ২০২২ ভোর ৪:৫৪
নেওয়াজ আলি বলেছেন: চমৎকার কবিতা
১১ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:৩৭
প্রথম বাংলা বলেছেন: এটাই নিয়ম, আনন্দ কখনো চমতকার হয়না।
৭| ১৩ ই জানুয়ারি, ২০২২ রাত ১:০৩
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
১৩ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:১১
প্রথম বাংলা বলেছেন: ধন্যবাদ রাজিব নূর ভাই
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:১৯
আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ ভাবনাময়