নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চুপ থাকা, নির্লিপ্ততা! আপাততঃ ধ্যান করছি।

নাজনীন১

আমি বাংলাদেশি নারী।

নাজনীন১ › বিস্তারিত পোস্টঃ

পালকি চলে দুলকি তালে.........।

২২ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৩০









আপনারা কি কেউ পাল্কিতে চড়েছিলেন? কার কার হয়েছিল সে অভিজ্ঞতা?



আমার হয়েছিল.........একবার নয়, দুইবার, তিনবার......। =p~



প্রথমবার আমাদের গ্রামের বাড়িতে। বাড়িতে আমার দাদুর ঘরের পাশে বিশাল এক পুকুর। পুকুরের ওই পাড়ে অন্যদের বাড়ি, তারা আমাদের রক্তের সম্পর্কের আত্মীয় নন, কিন্তু আত্মার সম্পর্কের আত্মীয় এবং অনেক গভীরই ছিল সে আত্মীয়তা। সবসময়ই এ বাড়ী ও বাড়ী আসা যাওয়া......। সে বাড়ির দাদু আর আমার দাদু বলতে গেলে প্রায় প্রতিবেশী বান্ধবীই বলা চলে। তো সে বাড়ীর বড় ছেলের বিয়ে, আমি চাচা ডাকি।



আমার তো তখন রমরমা অবস্থা। আমার আব্বা বাড়ির সব ভাইদের মধ্যে মোটামুটি প্রথম সারির। তাই বেশীর ভাগ চাচা-ফুফুরাই স্কুল অথবা কলেজ ছাত্র। আমি তাদের একমাত্র ভাতিজি। খালি আদ.........র আর আদ...র, আবদা.........র আর আবদা......র। :) আমার তখন বয়স কত?? তিন কি চার? কিন্তু সে স্মৃতি এখনো জ্বলজ্বল......। তখনকার গ্রামের বিয়েতে পাল্কির চল। তো, খোদ বরের পাল্কিতে বরচাচার কোলেই আমার আসন...:)। পালকি মাটি থেকে তোলার সময় একটু ভয় ভয় লাগে, তারপরই বেহারাদের বিভিন্ন ছন্দ আর গানের তালে তালে যখন পালকি চলতে থাকে...............সে যে কি আনন্দ!!!!!! এটা ভাষায় প্রকাশ করা খুবই কঠিন।







দ্বিতীয়বার, তখন নব্বই-এর দশক। স্থান আমার মায়ের নানার বাড়ি। সেটাও গ্রাম। যথারীতি এক মামার বিয়ে......।সে বাড়ির চলই হলো বিয়েতে বর-কনে পাল্কিতে চড়বে। বাকীদের জন্য যান্ত্রিক গাড়ির ব্যবস্থা। কিন্তু আমি কি আর পালকি সামনে দেখে গাড়িতে চড়ি?? মামাদেরও আদরের ভাগ্নী বলে কথা......ভিআইপি............হুমমমম......আবারো নানা রঙ-বেরঙে সাজানো খোদ বরের পালকিতে .........। =p~ রসিক জোয়ান(ব্যাচেলর) নানাদের নানা রঙ্গ.........এক সুযোগে দুটো বিয়ে হয়ে যাক......বারবার পালকি ভাড়া করতে হবে না.........কি বলো তুমি??? আমি তো রেগে মেগে.........হ্যাঁ, আমার বিয়ে? আমি কি বড় হয়েছি? আর, আপনাদের কেন বিয়ে করতে যাব??? আমার কি পাত্রের অভাব হবে নাকি?????..................... যত্তসব!!!!!!!!!!!!!!!X(X(X(





তৃতীয়বারও সেই একই বাড়িতে আরেক মামার বিয়েতে ঐতিহ্যবাহী পালকিতে চড়া.........। দোলটা সত্যিই খু-ব ভাল লাগে।









আজ শহুরে যান্ত্রিক সভ্যতার দাবড়ানিতে প্রায় হারিয়েই যেতে বসেছে আমাদের সেই ঐতিহ্য......।:(













































সেদিন কোরিয়ান ভাষাশিক্ষা ক্লাসে এক লেসনে কোরিয়ার বিখ্যাত কিছু জায়গার নাম এসেছিল। কোন জায়গা থেকে সূর্যোদয় দেখা যায়, কোন জায়গা থেকে সূর্যাস্ত দেখা যায়। আলোচনাপ্রসংগে প্রফেসর আমাদের কাছে জানতে চান আমাদের নিজ নিজ দেশের বিখ্যাত জায়গাগুলোর নাম।



আমরা বাংলাদেশীরা যথারীতি বলতে লাগলাম কক্সবাজার, সুন্দরবন, কুয়াকাটা.........।



এক পর্যায়ে প্রফেসর প্রস্তাব দিলেন পরবর্তী একেক ক্লাশে একেক দেশের ছাত্ররা তাদের নিজেদের দেশের দর্শনীয় স্থান, কৃষ্টি-কালচার--এগুলোর উপরে প্রেজেন্টেশন রেডি করে নিয়ে আসবে , বর্ণনা করবে সবার সামনে। প্রথম দিনেই বাংলাদেশ.........।



যথারীতি শুরু হলো ইন্টারনেটে দেশের বিভিন্ন ছবি খোঁজা......। খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম এই পাল্কির ছবি......।আর কি, হয়ে গেলাম নষ্টালজিক.........।।

মন্তব্য ৩৪ টি রেটিং +৬/-১

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৩৪

শাওন৩৫০৪ বলেছেন: কি কপাল!! আমি পাল্কি জীবনে চউক্ষেও দেখিনাই...কুরিয়ান ভাষা পুরাই শিক্ষালাইছেন্নি?

২২ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৫৮

নাজনীন১ বলেছেন: না, আপু। খুব কমই পারি। বাধ্যতামূলকভাবে কোর্সটা করতে হচ্ছে। ফাঁকিবাজি করে যদি একটু উৎরে যাই আর কি, এটা ছাড়া আবার ডিগ্রী হবে না। বোঝেন হ্যাপা!!

২২ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১:০০

নাজনীন১ বলেছেন: আপনি কি কোরিয়াতেই নাকি?

২২ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:১৩

নাজনীন১ বলেছেন: দুঃখিত, আপনি মনে হয় ভাইয়া।

২| ২২ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৩৫

সত্যের মত বদমাশ বলেছেন: পাল্কিতে চড়তাম মন্চায়!

২২ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৫৯

নাজনীন১ বলেছেন: =p~

৩| ২২ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৩৫

পারভেজ বলেছেন: পাল্কির বেহারারা এখন পেশাই বদলে ফেলেছে মনে হয়। আমি পাল্কি দেখেছিলাম আশির দশকে। এটার আরেকটা স্থানীয় নাম আছে চট্টগ্রামে, এই মুহুর্তে মনে পড়ছে না।

২২ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১:০২

নাজনীন১ বলেছেন: অন্য অনেক হারিয়ে যাওয়া পেশার মতোই এটি আরেকটি হারিয়ে যাওয়া পেশা।

৪| ২২ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৪৪

আন্ধার রাত বলেছেন:
পালকি কী? এটার কি পালক আছে :(

২২ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৫৬

নাজনীন১ বলেছেন: ভাল কি তবে আপনারই লাগেনি?

পালকি কী? আপনি কি ডিজুস বাঙালী?

যাই হোক, পালকি একটা অযান্ত্রিক বাহন। আগে পিছে সাধারণতঃ দুইজন করে মানুষ এটাকে কাঁধে বহন করে চলে, সেই সাথে বিভিন্ন রকম ছন্দে ছন্দে গান গায়, যাতে করে শারীরিক কষ্টটা বেশী টের পাওয়া না যায়। আর পাল্কির ভিতরে মানুষ মানে যাত্রী বসে থাকে, ভাড়ার বিনিময়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। উপরে ছবি দেয়া আছে।

রিকশার প্রচলন হবার আগে এদেশে গ্রামে-গঞ্জে আগে পাল্কির চল ছিল। বিশেষ করে বিয়ে-শাদী, গ্রাম্য বধুর বাপের বাড়ি যাওয়ার সময়, যেটাকে অনেক জায়গায় "নায়ওর" যাওয়াও বলে, অথবা বয়স্ক মানুষদের চলাচলের জন্য পালকি ব্যবহার হতো। আর শক্তিমান পুরুষরা পায়ে হেঁটে চলতেন।

আপনি ঊনবিংশ-বিংশ শতকের বিভিন্ন বাংলা সাহিত্য-উপন্যাসে পাল্কির আরো ভাল বর্ণনা পাবেন। রবীন্দ্রনাথের একটি শিশুতোষ কবিতা আছে, যেখানে পালকি, মা, বর্গী, ছোট্ট ছেলের মাকে ডাকাতের হাত থেকে বাঁচানোর সুন্দর বর্ণনা আছে।

ধন্যবাদ।

৫| ২২ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৫৩

জেমসবন্ড বলেছেন:

....জীবনে খালি নাম-ই শুনে গেলাম কিন্তু কোনদিন চোখে দেখলাম না । হায় রে ......

পাল্কি আসলে খুব রোমান্টিক এবং ঐতিহ্যবাহী বিষয় । আমাদের এটা সংরক্ষণ করা উচিত । সবাইতো মূর্তি মূর্তি নিয়ে ব্যস্ত । আমাদের সংস্কৃতির আর কিছু কারো চোখে পড়েনা । তেমন একটা হল পাল্কি । খুজলে এরকম আরও অনেক কিছু পাওয়া যাবে । যা আমাদের ইতিহাস ও ঐতিহ্যকে লালন করে ।

২২ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১:০০

নাজনীন১ বলেছেন: ধন্যবাদ।

৬| ২২ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৫৫

সাদী বলেছেন: হমম......++++
Click This Link

২২ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১:০৪

নাজনীন১ বলেছেন: আপনাকেও প্লাস। লিঙ্ক দেখছি......

৭| ২২ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৫৭

~স্বপ্নজয়~ বলেছেন: সুন্দর লিখেছেন :)

২২ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১:০৪

নাজনীন১ বলেছেন: সুন্দর বলেছেন।:)

৮| ২২ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১:৪৫

বুলবুল আহমেদ পান্না বলেছেন: আহারে
আপ্নেরে দেইখ্যা হিংসা লাগ্তেছে.....
আমার বউরে একবারও পাল্কিত চড়াইতে পার্লাম না........:(

২২ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১:৫৫

নাজনীন১ বলেছেন: আমার তো আরো একটু দুঃখ রয়ে গেছে............বৌ হিসেবে পালকি চড়তে পারি নাই।

৯| ২২ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:২০

শাওন৩৫০৪ বলেছেন: আপনে তো একবার "আপু" ডাইকা "পাক্নাজয়(স্বপ্নজয়)" রে দিছেন ফুসলাইয়া...আহারে!!ইজ্জতের ফালুডা করতারে লোকটা:(
যাউক,ব্যাপারনা, দুষ্টু লুকের কথায় কান দিয়া লাভ নাই:)

আমি কোরিয়ার চুংজু ইউন. তে ..ভাষা লাগেনা,তাই শিখিনাই, তাই পারিনা....
আরো লেখার অপেক্ষায় থাকলাম।

২৩ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:০৫

নাজনীন১ বলেছেন: হা হা......। স্বপ্নজয় আবার কি করতে চায়??? বা কিছু বলেছে কি???

১০| ২২ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:৫০

নিরক্ষর বলেছেন: আমি একবার চড়ছিলাম :)

২৩ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:০৬

নাজনীন১ বলেছেন: হুমমম। কেমন লেগেছিল??

১১| ০৭ ই মে, ২০০৯ বিকাল ৩:৫৪

মোহাম্মদ ওমর ফারুক বলেছেন: ভাই আপনি কোন আমলের মানুষ ?

০৯ ই মে, ২০০৯ বিকাল ৫:৩২

নাজনীন১ বলেছেন: হা হা.........

আশির দশকের.........

১২| ০৯ ই মে, ২০০৯ বিকাল ৫:৪১

আমড়া কাঠের ঢেকি বলেছেন: বাহ! খুব মজার স্মৃতিতো আপনার! পোস্টে প্লাস.......+ :)

১১ ই মে, ২০০৯ সকাল ৯:০৮

নাজনীন১ বলেছেন: আপনাকেও প্লাস।

১৩| ০৯ ই মে, ২০০৯ বিকাল ৫:৫৪

~স্বপ্নজয়~ বলেছেন: হি হি হি ... শাওন আপুর কথা তো ভুইলাই গেছিলাম ;)

১১ ই মে, ২০০৯ সকাল ৯:০৯

নাজনীন১ বলেছেন: যাক, এখানে এসে আবার মনে পড়ল। থাক, বেচারার ইজ্জতের ফালুডা আর নাইবা করলেন।

১৪| ১৬ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৫৩

অপ্‌সরা বলেছেন: তৃতীয়বারও সেই একই বাড়িতে আরেক মামার বিয়েতে ঐতিহ্যবাহী পালকিতে চড়া.........। দোলটা সত্যিই খু-ব ভাল লাগে।

তোমার ভালো লাগে আর আমার তো ভয়ে হাত পা কাঁপাকাঁপি অবস্থা!!!

২১ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:৩৬

নাজনীন১ বলেছেন: প্রথম দিকে একটু ভয় ভয় লাগে, কতক্ষণ চলার পর মজাটা টের পাওয়া যায়। আপনি আসলে খুব অল্প পথ চলেছেন, তাই ভয় কাটিয়ে উঠার সময় পাননি। :)

১৫| ২১ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:৪৭

মে ঘ দূ ত বলেছেন: দ্বিতীয় ঘটনাটা পড়ছিলাম আর ভাবছিলাম পরেরটা নিশ্চই আপনার বিয়েতে হবে :)

আশাহত হতে হতেও হয়নি। কারণ লেখাটা যে ভালো লেগেছে :)

২৫ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৫৬

নাজনীন১ বলেছেন: :) :)। পড়ার জন্য ধন্যবাদ।

১৬| ১৩ ই জুন, ২০১০ দুপুর ২:৪৫

সুরঞ্জনা বলেছেন: সত্তেন্দ্রনাত দত্তের পালকির ছড়াটা মনে পড়ে গেলো।

১৪ ই জুন, ২০১০ রাত ১০:৩৪

নাজনীন১ বলেছেন: কোন ছড়াটা? আমার তো মনে নাই। /:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.