নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শান্তি, সম্প্রীতি, বন্ধুত্ব, সৌহার্দ্য, সহমর্মিতা, সহযোগিতা

মিলে মিশে করি কাজ, হারি জিতি নাহি লাজ!

নাজনীন১

আমি বাংলাদেশি নারী। রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন- নিশ্চয়ই মহান আল্লাহ বলেন, “আমি তো কোন বিচক্ষণ ব্যক্তির কথাই কবূল করি না; বরং আমি তার উদ্দেশ্য ও বাসনাই কবুল করে থাকি। অতঃপর তার ইচ্ছা ও প্রত্যাশা যদি আল্লাহ যা ভালবাসেন ও পছন্দ করেন তাই হয়; তবে তার উদ্দেশ্যকে আমি আমার প্রশংসা ও মর্যাদায় পরিবর্তিত করে দেই, যদিও সে কথা সে নাও বলে থাকে।”

নাজনীন১ › বিস্তারিত পোস্টঃ

পিখিসিবি কিরিরিবি রিতি পিহিলি!

১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:২৫

গত শনিবার আমাদের ডিপার্টমেন্টের ছাত্ররা দূর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে! প্রায় তিন চার ঘন্টা ধরে তাদের সাংস্কৃতিক উপস্থাপনা রীতিমত বিস্ময় জাগিয়েছে আমার মাঝে, আমাদের ছেলে-মেয়েরা এতো ক্রিয়েটিভ! সাধারণত ইঞ্জিনিয়ারিং পড়া ছাত্ররা একটু আঁতেল ক্যাটাগরীতে পড়ে কিনা! :)

তো এক দুষ্ট ছাত্র, ধ্রুব। তার সৃজনশীল কবিতাপাঠে আমি রীতিমত মুগ্ধ! এ যাবতকালে আমি যত দুষ্ট ব্লগারদের ব্লগপোস্ট পড়েছি, সব ছাড়িয়ে গেছে তার ক্রিয়েটিভিটি! এই অসাধারণ কবিতাটি আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না!

কবিতার ধরণটা এরকম...

ধ্রুবর ক্লাস টুয়ের বাংলা ক্লাস। স্যার বললেন, আসো তো ধ্রুব, একটা কবিতা আবৃত্তি কর তো!
ধ্রুব শুরু করলো, পাখি সব করে রব রাতি পোহাইলো, কাননে কুসুম কলি সকলি ফুটিল!
স্যার বললেন, চমৎকার! তো, তুমি কাল এই কবিতাটি কোন আ-কার , ই-কার ছাড়া শিখে এসো তো!
আচ্ছা স্যার।
পরেরদিন স্যার ধ্রুবরে শুধাইলো, বাবা শিখেছ?
ধ্রুব বলল, জ্বী স্যার।
তো, বলতো দেখি!
পখসব কর রব রত পহল, কনন কসম কল সকল ফটল!
বাহ্‌, বেশ বেশ!
ধ্রুব জিজ্ঞ্যেস করল, স্যার, কমন হল? কমন হল?
স্যার বেশ খুশি হয়ে বলল, চমতকর হল, চমতকর হল!
তো, তুমি কালকে এই কবিতাটি শুধু আ-কার দিয়ে পড়ে এসো।
যথাচ্ছা!
পরেরদিন, পাখসাবা কারারাবা রাতা পাহালা, কানানা কাসামা কালা সাকালা ফাটালা!
ধ্রুবঃ কামানা হালা, কামানা হালা?
স্যারের বেশ উৎসাহ! চামাতাকারা হালা, চামাতাকারা হালা!
পরেরদিন ই-কার চর্চা!
ধ্রুবঃ পিখিসিবি কিরিরিবি রিতি পিহিলি, কিনিনি কিসিমি কিলি সিকিলি ফিটিলি!
স্যার, কিমিনি হিলি? কিমিনি হিলি?
স্যার দন্তবিকশিত প্রশংসা! চিমিতিকিরি হিলি! চিমিতিকিরি হিলি!
তো, বাবা তুই তো প্রায় পাশই করে গেলি! আর একটু কষ্ট কর বাবা! এবারই শেষ! কাল একটু উ-কার দিয়ে পড়ে আয় তো বাবা!
তথাস্তু!
পুখুসুবু কুরুরুবু রুতু পুহুলু, কুনুনু কুসুমু কুলু সুকুলু ফুটুলু!
কুমুনু হুলু? কুমুনু হুলু স্যার?
চুমুতুকুরু হুলু! চুমুতুকুরু হুলু!
এইবার পাক্কা, আর নেই! এ-কার দিয়েই শেষ!
পেখেসেবে কেরে রেবে রেতে পেহেলে, কেনেনে কেসেমে কেলে সেকেলে ফেটেলে!
কেমেনে হেলে, কেমেনে হেলে?
চেমেতেকেরে হেলে, চেমেতেকেরে হেলে!

আপনারাই বলুন, কেমন হলো এই আবৃত্তি!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.