নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শান্তি, সম্প্রীতি, বন্ধুত্ব, সৌহার্দ্য, সহমর্মিতা, সহযোগিতা

মিলে মিশে করি কাজ, হারি জিতি নাহি লাজ!

নাজনীন১

আমি বাংলাদেশি নারী। রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন- নিশ্চয়ই মহান আল্লাহ বলেন, “আমি তো কোন বিচক্ষণ ব্যক্তির কথাই কবূল করি না; বরং আমি তার উদ্দেশ্য ও বাসনাই কবুল করে থাকি। অতঃপর তার ইচ্ছা ও প্রত্যাশা যদি আল্লাহ যা ভালবাসেন ও পছন্দ করেন তাই হয়; তবে তার উদ্দেশ্যকে আমি আমার প্রশংসা ও মর্যাদায় পরিবর্তিত করে দেই, যদিও সে কথা সে নাও বলে থাকে।”

নাজনীন১ › বিস্তারিত পোস্টঃ

আসছে বর্ষায় জলাবদ্ধতায়, বন্যায় কিছু কি করতে পারি?

১৯ শে মে, ২০১৯ সন্ধ্যা ৭:৩১

আর কিছুদিন পরেই বর্ষা শুরু হবে। এই বর্ষায় ঢাকা শহরের কিছু প্রধান সড়ক, যেমন রোকেয়া সরণী, ধানমন্ডি ২৭, রামপুরাসহ বেশ কিছু নিচু এলাকা একটু বৃষ্টি হলেই পানিতে ডুবে যায়। তাই আগে থাকতেই যদি ম্যানহোলগুলো পরিষ্কার করা যেত, তাহলে খুবই ভাল হতো!

আমার এলাকা নোয়াখালী, সেখানেও একদিন ঝমঝম বৃষ্টি হলেই হাঁটু সমান পানি উঠে যায়। এর জন্য ম্যানহোলের ব্যবস্থা, নোয়াখালী খালের অবৈধ দখলমুক্ত করেও খুব একটা সুবিধা পাওয়া যাচ্ছে না, তবুও আরো কি কি পদক্ষেপ নেয়া যেতে পারে, সেটা নিয়েও কর্তৃপক্ষ, ভাবতে পারে। নোয়াখালীতে কোন ভাল পার্ক বা ব্যায়াম করার জায়গা নেই, একটু ঘুরে বেড়াবার জায়গা নেই, নেই কোন এমিউজিং পার্ক, শিশুদের হৈ হুল্লোড় করার জায়গা নেই। আছে একটু পৌর পার্ক, যেটা শুধু ফুচকা আর চটপটি খাবার জন্য বিখ্যাত, ওখানে কোন রাইড নেই, হাঁটবার জন্য রাস্তাটা খুবই সরু এবং অপ্রতুল! এসব নিয়ে যদি শহরের প্রতিষ্ঠিত ব্যক্তিরা এবং নেতারা মানে যারা পলিসি মেকার, তারা যদি ভাবতেন!



চট্টগ্রামের জলাবদ্ধতা আর পাহাড় ধসের ঘটনা ফিবছরের ঘটনা হয়ে দাঁড়িয়েছে! নতুন যোগ হয়েছে হাওড় অঞ্চলের হঠাত বন্যা! এটার সাথে টপাইমুখ বাঁধের কোন সম্পর্ক আছে কিনা জানি না।আর উত্তরাঞ্চলের বন্যা এতো আবহমান বাংলার প্রতিবছরেরই ঘটনা। এসব থেকে উত্তরণের অন্যতম উপায় হচ্ছে ড্রেজিং, নদীশাসন ইত্যাদি। পাহাড় ধস বন্ধের উপায় অবশ্য জানি না।

লবাণক্ত পানির জোয়ারে দ্বীপাঞ্চলে চাষাবাদ ভাল হয় না। এটাও বর্ষা মৌসুমে বেশি হয়। এরকম নানাবিধ সমস্যা রয়েছে সারাদেশ জুড়ে বর্ষা মৌসুমে। এগুলো নিয়ে আমাদের সবার ভাবতে হবে, কাজ করতে হবে। স্থানীয় সরকার এবং স্থানীয় রাজনৈতিক দলগুলো, এবং বিভিন্ন সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে জনসচেতনতা বাড়াতে। জনগণের মাঝে পূর্ব প্রস্তুতি, প্রতিরোধমূলক এবং দুর্যোগ প্রবর্তী ব্যবস্থা - ইত্যাদি করণিয় বুঝিয়ে দিতে হবে।

'ডকডো' একটা দ্বীপের নাম। কোরিয়া দাবি করে কোরিয়ার, জাপান বলে তাদের। অনেকটা আমাদের দক্ষিণ তালপট্টির মতো। আমি যেহেতু কোরিয়ায় থাকি, আমি কোরিয়ার পক্ষে, তারা বিভিন্ন ডকুমেন্টস দেখায় প্রমাণ হিসেবে। এটা একটা রাজনৈতিক দাবী। কিন্তু এতে ছাত্রদের বা নতুন প্রজন্মকে সচেতন করার নিমিত্তে নানা আয়োজন করা হয়। এ যেমন রচনা প্রতিযোগিতা। এই তো কয়েকদিন আগেই
বিশ্ববিদ্যালয় থেকে ই-মেইল পেলাম, বাকী সবার মতো ডকডো নিয়ে রচনা লিখে জমা দিতে। অন্যান্য কোরিয়ান ছাত্রদের মতো আমিও পারি এই প্রতিযোগিতায় অংশ নিতে।

একইভাবে জলাবদ্ধতা নিরসনে কি করণীয়, এটা নিয়েও ছাত্রদের মাঝে ক্যাম্পেইন হতে পারে, হতে পারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা শাবিপ্রবি বা হাজী দীনেশ বিজ্ঞান ও প্রযুক্তি বা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মশালা, স্কুল ছাত্রদের সৃজনশীল প্যারাগ্রাফ লেখানো। অনেক ভাবেই সচেতন করা সম্ভব!


পত্রিকার কিছু আলোচনাঃ

১। https://bit.ly/2VNSYEt
২। Click This Link

মন্তব্য ১৭ টি রেটিং +১/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০১৯ সন্ধ্যা ৭:৪৫

চাঁদগাজী বলেছেন:


আপনি যেহেতু কোরিয়ায় আছেন, ডকডো অবশ্যই কোরিয়ার; আমরা আপনার পক্ষে আছি!

২০ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:১৯

নাজনীন১ বলেছেন: ধন্যবাদ!

২| ১৯ শে মে, ২০১৯ রাত ৮:০৩

ভুয়া মফিজ বলেছেন: সরকার আছে স্যাটেলাইট নিয়ে। এদিকে জনগনের যে হালুয়া টাইট, সেদিকে কোন নজর নাই। সব সমস্যারই সমাধান আছে.....কিন্তু সরকারের সময় কোথায় এসব দিকে নজর দেয়ার??

২০ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:১৯

নাজনীন১ বলেছেন: সবাই মিলে বলেন, নিশ্চয়ই দিবে।

৩| ১৯ শে মে, ২০১৯ রাত ৮:১১

রাজীব নুর বলেছেন: সরকারের সদ্বিচ্ছা থাকলে বন্যা হবে না।
কিন্তু প্রতি বছরই বন্যা হয়। আমাদের দূর্ভোগ চরমে গিয়ে পৌছায়।

২০ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:২০

নাজনীন১ বলেছেন: জ্বী। মন্তব্যের জন্য ধন্যবাদ।

৪| ১৯ শে মে, ২০১৯ রাত ৮:৩৯

শরীফ বিন ঈসমাইল বলেছেন: এই বৃষ্টির মেীসুমে বাংলাদেশ জয় করবে আরো একটা মিরপুর নামক সমুদ্র সৈকত এ এ জয়ে বাড়বে না দেশের আয়তন

২০ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:২১

নাজনীন১ বলেছেন: হ্যাঁ, মিরপুরে যানজট আর জলাবদ্ধতা, দুটোই সমস্যা!

৫| ১৯ শে মে, ২০১৯ রাত ১০:৪৮

পথিক প্রত্যয় বলেছেন: জলাবদ্ধতা কেয়ামত পর্যন্ত বাংলাদেশের পিছু ছাড়বে না।

২০ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:২৬

নাজনীন১ বলেছেন: সমুদ্র পৃষ্ঠের কাছাকাছি হওয়ায় বোধ হয় জলাবদ্ধতা, নাকি অন্য কারনে কি জানি!

৬| ১৯ শে মে, ২০১৯ রাত ১১:৫০

মাহমুদুর রহমান বলেছেন: এদেশের মূল সমস্যাগুলো কারো চোখে পড়ে না।

৭| ১৯ শে মে, ২০১৯ রাত ১১:৫৩

মেঘ প্রিয় বালক বলেছেন: এ সমস্যার সমাধানে সরকার বারবারয়ি ব্যর্থ,কারন সরকার চিরস্হায়ী মেয়াদী পরিকল্পনা করছেনা।

২০ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:২৮

নাজনীন১ বলেছেন: হয়তো বারে বারে প্রজেক্ট, বারে বারে ইনকাম!

৮| ২০ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:২০

আর্কিওপটেরিক্স বলেছেন: জলাবদ্ধতার ব্যাপারটার আজো কোনো সুরাহা হলো না....

২০ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:২৭

নাজনীন১ বলেছেন: হ্যাঁ, এটা প্রতিবছরেরই সমস্যা, এর কোন স্থায়ী প্রতিকার পাওয়া গেল না।

৯| ২৭ শে আগস্ট, ২০২০ দুপুর ২:৩২

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: হ্যালো নাজনীন, ভালো আছেন ?

১১ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৫

নাজনীন১ বলেছেন: জ্বী ভাল। আপনি কেমন আছেন? ঘুরে এসেছিলাম আপনার ব্লগে। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.