নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শান্তি, সম্প্রীতি, বন্ধুত্ব, সৌহার্দ্য, সহমর্মিতা, সহযোগিতা

মিলে মিশে করি কাজ, হারি জিতি নাহি লাজ!

নাজনীন১

আমি বাংলাদেশি নারী। রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন- নিশ্চয়ই মহান আল্লাহ বলেন, “আমি তো কোন বিচক্ষণ ব্যক্তির কথাই কবূল করি না; বরং আমি তার উদ্দেশ্য ও বাসনাই কবুল করে থাকি। অতঃপর তার ইচ্ছা ও প্রত্যাশা যদি আল্লাহ যা ভালবাসেন ও পছন্দ করেন তাই হয়; তবে তার উদ্দেশ্যকে আমি আমার প্রশংসা ও মর্যাদায় পরিবর্তিত করে দেই, যদিও সে কথা সে নাও বলে থাকে।”

নাজনীন১ › বিস্তারিত পোস্টঃ

আমরা আর তোমরা!!

১৮ ই মার্চ, ২০২৪ দুপুর ১২:১৪

আজো কেন এই বিভেদ?
সাংবিধানিক সমাজতন্ত্র কোথায়?
সাম্য কোথায়?
আশির দশক, নব্বই-এর দশকে জন্ম নেয়া তরুণ প্রজন্ম
কেন আজো আমরা , তোমরা মাঝে বিভক্ত?
কেন সবাই বাংলাদেশী প্রজন্ম নই?
কেন আজকের তরুণেরা আজো পাকিস্তানের সুরে কথা বলবে?
কেন বাংলদেশকে আপন ভাবতে পারছে না?
অনেক ‘কেন’ জমে আছে এই বুকে?
কোথায় পাই এর জবাব?
রাসূল (সঃ) ২৩ বছরে পুরো সমাজ বদলে দিতে পেরেছিলেন।
আমরা ৫০ বছরে এখনো পারিনি একাট্টা হতে!
আরেক দিকে,
আমরা সেকুলার, তোমরা প্রো জামাতী, হিজাব পর!
সেই ফেরকা, সেই আমরা-তোমরা!
ধার্মিক যেন বাঙালী নয়! পাকিস্তানী!
এই বাংলা যেন মুসলিমের নয়! কেবলি হিন্দু, বৌদ্ধ সেকুলারদের!
এই বিভাজন সমাজের অনেক অংশে!
গরিব-ধনী তো চিরন্তন বিভেদ!, আবহমান কালের দ্বন্দ্ব!
আমরা ক্রোড়ম্যান, তোমরা মধ্যবিত্ত!
আমরা মেয়ে, তোমরা ছেলে
আমরা নারী, তোমরা পুরুষ!
আমরা রাজনীতিবিদ, তোমরা হাভাতে জনগণ!
আমরা প্রশাসন, তোমরা জনগণ।
আমরা মালিক, তোমরা অধিভুক্ত!
আমরা দাতা সংস্থা, দাতা দেশ, তোমরা হাত পেতে আছ!
আমরা প্রভু, তোমরা দাস!
আমরা পাহাড়ী, তোমরা সমতলী!
আমরা আদিবাসী, তোমরা বাঙালী!
আমরা পশ্চিমা, তোমরা এশীয়!
আমরা সাদা - লম্বা, তোমরা কালো, বেঁটে!
আমরা আর্য, তোমরা অসুর! – এই তর্ক আজকাল অনুহ্য
এককালে ছিল!
আমরা ব্রাক্ষ্মণ, তোমরা ক্ষত্রিয়, নমশূদ্র, দলিত!
আজো শুনতে হয়!
এই বিভেদ আর কত?

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০২৪ দুপুর ১২:২৬

আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ বাস্তবতার সাথে মিল আছে সত্যকথা--------

২| ১৮ ই মার্চ, ২০২৪ দুপুর ১২:৩৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



রেগে গেলেন তো হেরে গেলেন।
রাগ করা যাবে না।

৩| ১৮ ই মার্চ, ২০২৪ দুপুর ১:৫৮

রশিদ মোঃ হারুন বলেছেন: ধার্মিক যেন বাঙালী নয়! পাকিস্তানী!
এই বাংলা যেন মুসলিমের নয়! কেবলি হিন্দু, বৌদ্ধ সেকুলারদের!
আপনার এই লাইন দু’টো বর্তমান বাস্তবতার বাস্তব চিত্র। আপনি হৃদয়ের কথা বলেছেন।

৪| ১৮ ই মার্চ, ২০২৪ বিকাল ৩:০৪

রাজীব নুর বলেছেন: দেশভাগ এর কারনে একদল লোক খুব খুশি, আরেক দল লোক অখুশি।
মূলত পৃথিবীবাসীর সব খারাপ কিছুর মূলে আছে ধর্ম। ধর্ম'ই দেশটারে খাইলো।

৫| ১৮ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:২৫

এম ডি মুসা বলেছেন: সুন্দর হয়েছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.