নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উদয়ের পথে শুনি কার বাণী, নিঃশেষে প্রাণ যে করিবে দান,ক্ষয় নাই, তার ক্ষয় নাই!
মিরপুর ১ নং বুদ্ধিজীবি শহীদ মিনারে গিয়ে কেন জানি এই লেখাটা দেখতে পেলাম না! মনে দুঃখ পেলাম।
গণকবর বলে যেটুকু জায়গা চিহ্নিত আছে, সেখানে তেমন কারো নাম লেখা নেই, সেই কবরে জিয়ারত হয় কিনা জানি, নিতান্ত অপ্রতুল ব্যবস্থাপনা মনে হলো আমার কাছে।
এবার দুপুর ১২ঃ৩০ র দিকেই সব ফুল সরিয়ে ফেলেছে! কিছুই পাওয়া যায়নি!
কেমন জানি একটা হাহাকার লাগলো, বুকের ভিতর!
এর আগে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ধংসস্তুপ দেখে এসেছিলাম! আমরা জাতীয় পতাকা হাতে হিন্দী গানও শুনেছি!
তাই অজানা আশংকা সবার মনে! দেশ স্বাধীন হলো নাকি ব্যাক টু দ্য পাস্ট ( অতীত ) হচ্ছে?
আমরা কি এই নতুন তরুণদের নেতৃত্বে নতুন বাংলাদেশ আশা করতে পারি? নাকি পাকিস্তান, ভারত এইসব সাম্রাজ্যবাদের ছায়া দেখা দিবে? পারবে তো এক নতুন উন্নত বাংলাদেশ উপহার দিতে এই প্রজন্ম?
আমরা কি তাদের সঠিকভাবে বড় করেছি? আচ্ছা, সঠিকের সংজ্ঞা কি?
১৫ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৫
নাজনীন১ বলেছেন: ঠিক আছে, তবে সবাই এগিয়ে যাই!
২| ১৫ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:১৬
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: এখন শুধু ২৪ কেন্দ্রিক অনুষ্ঠান হবে। আর সব বাদ।
৩| ১৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৪৬
জটিল ভাই বলেছেন:
কে জানে শেষ হাসি কে হাসবে?
আমরা কেবল আশা করতে পারি.....
৪| ১৬ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৪৯
রাজীব নুর বলেছেন: হুম।
©somewhere in net ltd.
১| ১৫ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:৫৭
ক্লোন রাফা বলেছেন: অনেক প্রশ্নের ঊদয় হোচ্ছে প্রতিদিন। উত্তরের কর্তৃপক্ষকে জানানো উচিত। আর কয়েকটা দিন অপেক্ষা করুন । অমরা এগিয়ে যাচ্ছি নাকি পিছিয়ে যাচ্ছি জানতে পারবো আশা করি।