![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অ্যাপবাজার - একটি সার্বজনীন ও সামাজিক নেটওয়ার্কিং বৈশিষ্ট্য সম্পন্ন বহুভাষী অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোর! স্থানীয় বিষয়বস্তু এবং সহজ পেমেন্ট গেটওয়ে! মেড ইন বাংলাদেশ!
ভুলে যায়
মানুষ কত সহজেই দুঃখ ভুলে যায় সুখের সময়,
যেন কোন দুঃখ বা দুঃখের ছায়া দহন করেনি দাহনকালে!
মানুষ কত সহজেই সুখ ভুলে যায় দুঃখের সময়,
যেন সুখ বলে কোন শব্দই নেই বা ছিলোনা কোনকালে!
অথচ সুখ দুঃখ আমার কাছে বাতাসে ভেসে বেড়ানো ধুলোর মত মনে হয়,
না চাইলেও আঁকড়ে ধরে,
চাইলেও ঝড়ে পড়ে
বাতাসে বাতাসেই স্থান কাল পাত্র বদলায়।
আঁকড়ে ধরার ক্ষত
অথবা ঝড়ে পড়ার শুন্যতা
অনন্তকালের অসহনীয় অমোচনীয় মনে হয় তবুও
মানুষ কত সহজেই দুঃখ ভুলে যায় সুখের সময়
মানুষ কত সহজেই সুখ ভুলে যায় দুঃখের সময়!
২.৩২, ২৯ ডিসেম্বর, ২০১৭
২| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫৭
রাজীব নুর বলেছেন: এই ভুলে যাওয়াটা দরকার আছে।
©somewhere in net ltd.
১|
৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৩:০২
নূর-ই-হাফসা বলেছেন: এটাই চিরন্তন সত্য । তবে পুরোপুরি হয়তো ভুলে না ।
ভালো লাগলো লেখা ।