![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নিজেই confused............
কেউ কি আমাকে কোন ঔষুধ দিতে পারেন ?
স্বপ্ন দেখার ঔষুধ ।
অনেকদিন স্বপ্ন দেখি না,
আমি স্বপ্ন দেখতে চাই ।
রঙিন রঙিন স্বপ্ন ।
আমি নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে চাই,
আমি ভালবাসার স্বপ্ন দেখতে চাই ।
রঙিন রঙিন স্বপ্ন ।
আছে কোন ঔষুধ ?
যেটা কাজ করবে টনিকের মত ।
দিন না কোন ঔষুধ ।
আমি স্বপ্ন দেখব ,
সাদাকালো হলেও চলবে ।
তবুও আমি স্বপ্ন দেখতে চাই ।
অনেকদিন স্বপ্ন দেখিনা ,
অনেকদিন.........।
০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৮
নুরুল আফছার অপু বলেছেন: স্বপ্ন দেখবো তো ?????????
তাহলে আমি রাজি ।
২| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৬
জনাব মাহাবুব বলেছেন: আমি স্বপ্ন দেখব ,
সাদাকালো হলেও চলবে ।
তবুও আমি স্বপ্ন দেখতে চাই
+++++++++++++++++++
০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০০
নুরুল আফছার অপু বলেছেন: ধন্যবাদ..............
৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৯
নষ্ট কাক বলেছেন: ঔষুধ পাইলে খবর দিয়েন। আমারও দরকার
০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০২
নুরুল আফছার অপু বলেছেন: অবশ্যই..................।
৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১০
সাদা মনের মানুষ বলেছেন: সত্বর এইখানে যোগাযোগ করেন
জ্যোতিষী গো জ্যোতিষী, হাত গুইনা করবা কি .................
©somewhere in net ltd.
১|
০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৩
হেডস্যার বলেছেন:
প্যারাসিটামল দুই বেলা....