![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তির এক মাসের মধ্যেই বক্স অফিসে পাঁচশ’ কোটির ব্যবসা করে ফেলেছে ‘কৃষ থ্রি’। তাই এখন নিশ্চিন্তে আমেরিকায় ছুটি কাটাচ্ছেন হৃতিক রোশন। কিন্তু একা! সাথে নেই সুজান। তবে কি সবকিছু ঠিকঠাক চলছে না?
শুধু তাই নয়, সম্প্রতি সুজানের নতুন লাক্সারি কনসেপ্ট বুটিকের উদ্বোধনে দেখা যায়নি হৃতিককে। তবে কি সত্যিই ভাঙ্গন ধরেছে হৃতিক-সুজানের সম্পর্কে? ছোটবেলা থেকেই গভীর বন্ধুত্ব ছিল দু’জনের। সেই সম্পর্কই গড়ায় কৈশোরের প্রেমে। ১৩ বছর আগে বলিউডে এসেই সুজানেকে বিয়ে করেন হৃতিক। এক দশকের বেশি দীর্ঘ বিবাহিত জীবনে হৃতিক-সুজান ছিলেন ‘লাভ বার্ডস’। সেই রসায়ন এখন কোথায় গেল?
২| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৩
গুগলরকস বলেছেন: আপনার এত মাথা ব্যাথা কেন? নিজের দেশ নিয়ে ভাবেন।
©somewhere in net ltd.
১|
৩১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩১
স্বপনচারিণী বলেছেন: একসময় সবই হয়তো ঠিক হয়ে যাবে। সাময়িক ভুল বোঝাবোঝি।