![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দশম জাতীয় সংসদের নির্বাচন আজ। এ নির্বাচন প্রতিহতের ঘোষণা দিয়েছে ১৮ দলীয় জোট। এ নিয়ে আজ যেসব এলাকায় ভোট গ্রহণ করা হবে সেসব স্থানে টানটান উত্তেজনা বিরাজ করছে। নির্বাচন প্রতিহতের ঘোষণা দিয়ে বিরোধী দল বিভিন্ন স্থানে দেড় শতাধিক ভোটকেন্দ্রে আগুন দিয়েছে। এ ছাড়া কয়েকটি স্থানে নির্বাচনী সামগ্রী ছিনিয়ে নিয়ে ভস্মীভূত করা হয়েছে। এ দিকে লালমনিরহাটের পাটগ্রামে ভোটকেন্দ্র দখলে নিতে গিয়ে বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিহত হয়েছেন। চট্টগ্রামের সীতাকুণ্ডে বেশ কয়েকটি ভোটকেন্দ্রে দফায় দফায় সংঘর্ষ চলছে। একই সাথে বিভিন্ন স্থানে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
©somewhere in net ltd.
১|
০৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:১২
েফরারী এই মনটা আমার বলেছেন: Click This Link
কবি বলেছেন,
পাগলের সুখ মনে মনে ,
রাইত হইলে তারা গুনে ।।
কবি উপরোক্ত কবিতায় একটি বিশেষ শ্রেনীর পাগলের বৈশিষ্ট্য বর্ননা করেছেন।
কি সেই বৈশিষ্ট্য?
এদের কথাবার্তা মোটামুটি স্বাভাবিকই থাকে।শুধু তারা কল্পনার জগতে বাস করে ,আর যা দেখে মুলতঃ সবই তার দাবী করে।ভাবটা এমন গোটা দুনিয়ারই বাদশাহ্ সে।রাস্তায় রাস্তায় ঘুরে বেরায়। রাস্তায় ছদ্মবেশে বেড়াছ্ছে প্রজাদের অবস্হা দেখার জন্যে। এ ভাবের জগতে থাকার কারনে সারাদিন সে খুব সুখে থাকে।ভাবতে থাকে রাতের বেলা সে তার রাজপ্রসাদে ফিরে যাবে।
কিন্তু যখন রাতের বেলা হয় তখন ফুটপাতে শুয়ে আকাশের তারা গুনে।
এই হইলো Mango peaple....। আমরা ৫ বছরে একবার কোন একটা মার্কায় সীল মারার সুযোগ পেয়ে ঐ পাগলের মতো নিজেকে দেশের মালিক মনে করি।বাকি ৫ বছর রাস্তায় রাস্তায় ঘুরি।