![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা যারা বাংলাদেশে লেখালেখি করি, তারা মনে হয় পৃথিবীর সবচেয়ে নিরীহ মানুষ, যারা নিজের আনন্দে লেখালেখি করেন, নিজস্ব মতামত, ধ্যান ধারণা একে অন্যের সাথে শেয়ার করেন। রাস্ট্রর নিয়ম-নীতি বদলে দেয়া, মানচিত্র
বদলে দেয়া কিংবা ক্ষমতায় যাওয়ার রাজনীতি করেন না লেখকরা।
আমরা কারোর ধর্মচর্চায় বাধা দেইনা। বরং নিজের জ্ঞান-বুদ্ধি, লেখাপড়া ও চিন্তাশক্তির সমন্বয়ে করি এই লেখার মাঝে , যা কখনও কখনও রাষ্ট্র, সমাজ ও ধর্মের নামে লোক দেখানো মানুষদের দোষত্রুটি তুলে ধরে মাত্র।এই দেশের সাধারন মানুষের সুখ দুংখ সব কিছুই কিন্তু আমাদের লেখনীর খাতায় তুলে ধরা হয়।কেউ পত্রিকায়, কেউ ব্লগে কেউ ফেসবুকে লেখে কিন্তু সব লেখকরাই দেশের সাধারন মানুষের উন্নিতির দিক লক্ষ্যে রেখে লেখেন।
কিন্তু তাই বলে কি লেখকদের চাপাটি দিয়ে কুপিয়ে খুন করা হবে?
এই দেশে সন্তাসের জীবনে নিরাপত্তা আছে কিন্তু যারা সমাজ ও দেশে নিয়ে সারা জীবন লেখে যান তাদের জীবনের কোন নিরাপত্তা নেই।তাদেরকে রাস্তায় ফেলে কুপিয়ে মারলেও কেউ এগিয়ে আসে না।
বাহ সোনার বাংলাদেশে!!
এই দেশে বুদ্ধি জীবি দরকার নেই, বিবেকহীন জাতি আমরা।এই জাতি এর মাঝে বুদ্ধি জীবি দিয়ে কি হবে? যে জাতি এর কলমের থেকে চাপাটির জোর বেশি।
রাজনীতিকদের নেতাদের কে নিয়ে কিছুই লেখলে তাকে বানিয়ে দেওয়া হয় নাস্তিক। বাহ কত সুন্দর এই দেশের নিয়ম-নীতি!
যে কলম হাতে কিছু লেখবে তাকে রাস্তে ফেলে কুপিয়ে খুন করা হবে এই টাই আমাদের দেশের নিয়ম ।
একে একে আমরাই দেশকে মেধাশুন্য করছি।
আমাদের চাপাটির কত জোর বিবেকবান মানুষ গুলোকে দীপালোকে সবার সামনে মারতে একটুও দিধাবোধ করিনা ।।
বাহ বাহ........ মাঝে মাঝে গর্ব হয় এই দেশের মানুষ গুলো কে নিয়ে।
ইসলাম ধর্ম শান্তির ধর্ম কিন্তু আমার এই ধর্মের মানুষ গুলোর ভিতরে এত হিংসা কেন? এত দিধা কেন? কেন আমরা পারি না মানুষ হয়ে মানুষ কে ভালবাসতে?
কেউ ধর্ম না মানলে যুক্তি দিয়ে তাকে বুঝানোর দায়ত্বি আমাদের। তাছাড়া ইসলাম ধর্ম যে সত্য তা প্রমান সরুপ অনেক কিছুই আল্লাহপাক আমাদের মাঝে প্রেরন করছেন।কিন্তু কোথাও কি লেখা আছে কেউ ধর্ম না পালন করলে তাকে খুন করা হবে?
এবার আসুন পবিত্র কুরআনুল কারীম ও হাদিস শরীফ থেকে জীব হত্যা নিয়ে কিছু হাদিস জেনে আসি...
** নরহত্যার শাস্তি সম্পর্কে আল্লাহ
তাআলা পবিত্র কোরআনে স্পষ্টভাবে ঘোষণা করেছেন,
"নরহত্যা বা পৃথিবীতে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের অপরাধে অভিযুক্ত ব্যক্তি ছাড়া কেউ কাউকে হত্যা করলে সে যেন দুনিয়ার সমগ্র মানবগোষ্ঠীকে হত্যা করল।" (সূরা আল-
মায়িদা, আয়াত: ৩২)**
*রাসূল (স.) বলেছেন যে
"দুনিয়া ধ্বংস করে দেওয়ার চেয়েও আল্লাহর
কাছে ঘৃণিত কাজ হলো মানুষ হত্যা করা।" (তিরমিযি)*
* "কিয়ামতের দিন মানুষের
মধ্যে সর্বপ্রথম যে মোকদ্দমার
ফয়সালা হবে, তাহলো রক্তপাত (হত্যা)
সম্পর্কিত।" (বুখারি ও মুসলিম)*
* "একজন প্রকৃত মুমিন তার দ্বীনের
ব্যাপারে পূর্ণ প্রশান্ত থাকে,
যে পর্যন্ত সে অবৈধ হত্যায় লিপ্ত
না হয়।" (বুখারি)*
এমন হাদিস আরো অনেক আছে কিন্তু কোথাও লেখা নেই কেউ ধর্ম পালন না করবে তাকে হত্যা করা হবে?
তাহলে কেন ব্লগার #অভিজিৎ কেন খুন করা হল?
দেশের আইন কি সন্তাসের হাতে?
২| ০৬ ই মার্চ, ২০১৫ ভোর ৫:৪১
নাসরিন চৌধুরী বলেছেন: হুম----প্রশ্নের উত্তর খুব কঠিন
কেউ দেবেনা।
শুভ কামনা আপনার প্রথম পোষ্টের জন্য ।
©somewhere in net ltd.
১|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭
চাঁদগাজী বলেছেন:
ভালো লাগেনি।
ব্লগিং এর চেয়ে বেশী কিছু।