নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে উপস্থাপন করার মতো আমার কিছুই নেই, তবে চেষ্টা করছি।

আতিকুর রহমান অপু

এইতো আমার দেশ, যার রূপের নাই কোন শেষ

আতিকুর রহমান অপু › বিস্তারিত পোস্টঃ

ব্লগে লেখার মানুষ গুলো যেমন হয়।

২৮ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১১

যারা সাধারণত ব্লগ লিখেন, তারা অন্য মানুষ গুলো থেকে একটু আলাদা।
এরা সাধারণত সৃজনশীল হয়। এদের রুচি অন্যদের থেকে আলাদা। এরা নিজেরা সাহিত্য রচনা করতে না পারলেও ওরা বরাবরই সাহিত্যের প্রতি দুর্বল। এদের ভিতরে এক ধরনের আধ্যাত্মিক শক্তি কাজ যেটা শুধু একজন ব্লগার অন্য ব্লগারকেই বুঝতে পারেন।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১৭

মানিজার বলেছেন: সইত্য নাকি ? :-B

২৮ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২৪

আতিকুর রহমান অপু বলেছেন: আমি যতজনকে দেখেছি তাদের মধ্যে ৯০ শতাংশ মানুষের মধ্যে এই গুণ গুলো পেয়েছি। তাই নিজের মনের ভাষা ব্যাক্ত করেছি। আবার এমনও হতে পারে আমি যা দেখেছি জেনেছি সব ভুল।

২| ২৮ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২৪

ভুয়া মফিজ বলেছেন: এরা নিজেরা সাহিত্য রচনা করতে না পারলেও ওরা বরাবরই সাহিত্যের প্রতি দুর্বল ভাইজান, এইটা কি বললেন, বুঝি নাই..... :)। ব্লগে একটু-আধটু সাহিত্য রচনা তো হয়, নাকি?

২৮ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২৬

আতিকুর রহমান অপু বলেছেন: আসলে কথাটা হবে এমন- এরা সাহিত্য ভালোবাসেন। আমি কথাটা গুছিয়ে লিখতে পারি নাই।

৩| ২৮ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২৭

তারেক ফাহিম বলেছেন: তাই না কষ্ট করে ক্লিক করে দেখেনিন।

২৮ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩০

আতিকুর রহমান অপু বলেছেন: :)

৪| ২৮ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯

আবরার নাঈম বলেছেন: ভাই আমার লেখাগুলো প্রথম পাতায় যাচ্ছে না। ব্যাপার কি একটু বলতে পারবেন?

৫| ২৮ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪০

চাঁদগাজী বলেছেন:



"এরা নিজেরা সাহিত্য রচনা করতে না পারলেও ওরা বরাবরই সাহিত্যের প্রতি দুর্বল। "

-ব্লগে সঠিক সাহিত্য জন্ম নিচ্ছে; সাহিত্যে সময়ের স্বাক্ষর ও মানুষের কথা থাকতে হয়, সেটা ব্লগের সাহিত্যে হচ্ছে; বাহিরে এখনো শাহনামা ও আরব্য উপন্যাস রচনা হচ্ছে।

২৯ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৫০

আতিকুর রহমান অপু বলেছেন: :)

৬| ২৮ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪

সুমন কর বলেছেন: ছোট হলেও ভালো বলেছেন। সহমত।

৭| ২৮ শে আগস্ট, ২০১৭ রাত ৯:০৬

আহমেদ জী এস বলেছেন: আতিকুর রহমান অপু ,




আপনার পর্যবেক্ষন অনেকাংশে সত্য । ব্যতিক্রম বাদে ব্লগাররা সবাই-ই অন্য মানুষ গুলো থেকে একটু আলাদা ।
আপনি দেখবেন সহব্লগার চাঁদগাজী প্রায়ই বলেন , ব্লগাররা সবার চেয়ে আলাদা । একটা আলাদা প্রজন্ম । ব্লগারদের উনি ভূয়সী প্রশংসা করেন সব সময় । এটা ব্লগের জন্যে একটা পজিটিভ লক্ষন । যেমন আপনি করলেন ।
উপরে চাঁদগাজী তেমন ধাঁচের মন্তব্যই করে ফেলেছেন ইতিমধ্যেই ।

মানুষের ভেতরে একটা সুকোমল দিক আছে । কেউ তা ফুটিয়ে তুলতে পারেন , কেউ তা পারেন না ।
নিজেকে নিয়ত উপস্থাপন করুন , দেখবেন দিনটি ভালো গেছে !

শুভেচ্ছান্তে ।

৮| ২৯ শে আগস্ট, ২০১৭ রাত ১:২২

জাহিদ অনিক বলেছেন: চাঁদগাজী বলেছেন:


-ব্লগে সঠিক সাহিত্য জন্ম নিচ্ছে; সাহিত্যে সময়ের স্বাক্ষর ও মানুষের কথা থাকতে হয়, সেটা ব্লগের সাহিত্যে হচ্ছে; বাহিরে এখনো শাহনামা ও আরব্য উপন্যাস রচনা হচ্ছে।
- সহমত।

ব্লগে দিনে বিশজন কবি সাহিত্যিকদের লেখা পড়া যায় তাদের সাথে মতামত বিনিময় করা যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.