| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এ.আর.রায়হান
খুবই সাধারন জীবন যাপন করি। কবিতা লিখা আমার সখ,মাঝে মাঝে লিখিও। পাশাপাশি নাটক ও লিখছি, কিন্তু পরিচিত কোনো পরিচালক/প্রযোজক নেই বিধায় নাটক কাগজের মধ্যেই সীমাবদ্ধ হয়ে আছে । তাই নাটক লেখার আগ্রহ দিন দিন কমে যাচ্ছে ..........
মনটারে যদি রাখি খাঁচায় ভরে
কি করে বিলিয়ে দিব মানুষের তরে ? সৃষ্টি আমরা সবার সেরা
এ কথা কেন ভুলে যাই,
সৃষ্টিই করবে সৃষ্টির সেবা
এ কথা কানে নাহি যায়।
প্রয়োজনে ভুলে যাই নিজের ধর্ম
এই কি তবে আমাদের কর্ম ?
অর্থ ! অর্থ ! অর্থ !
অর্থ সাধন করিতে,অপদার্থ কর্ম জড়াইয়া ধরিতে,
দ্বিধা নাহি হয়,
হাইরে মানুষ !
তবুও এই অর্থের পিছনে পরে রয় ।
©somewhere in net ltd.