নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বুগিচুগি ব্লগার :পি

চুপ করে থাকতে চাই।কিন্তু মুখ বন্ধ থাকলেও কলম ও কম্পিউটারে টাইপ করা তো আর থামাতে পারিনা।লেখালেখি করে আনন্দ পাই।তাই যা বুঝি তা লেখার মাধ্যমে সবার কাছে ছড়িয়ে দিতে চাই।আরো জানতে চাইলে ফেসবুকে আসেন।আড্ডা হবে…… adD / follow mE - https://www.facebook.com/ar.rayh

এ.আর.রায়হান

খুবই সাধারন জীবন যাপন করি। কবিতা লিখা আমার সখ,মাঝে মাঝে লিখিও। পাশাপাশি নাটক ও লিখছি, কিন্তু পরিচিত কোনো পরিচালক/প্রযোজক নেই বিধায় নাটক কাগজের মধ্যেই সীমাবদ্ধ হয়ে আছে । তাই নাটক লেখার আগ্রহ দিন দিন কমে যাচ্ছে ..........

এ.আর.রায়হান › বিস্তারিত পোস্টঃ

হাসতে চাইলে পড়েন :-D

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৫০



প্রবাসী স্বামীর নিকট স্ত্রীর লেখা চিঠিতে দাড়ি-কমার ভুল প্রয়োগ।পড়ে দেখুন

ভালো লাগবেই।



‘ওগো আর কতদিন বিদেশে থাকবে?এইকি ছিল তোমার কপালে আমার পা?আরওফুলে গেছে উঠান,জলে ডুবে গেছে খোকা।স্কুলএ যেতে চায় না ছাগল ছানাটা।ঘাস খেয়ে ঘুমাচ্ছেতোমার বাবা।অসুখে ভুগিতেছে মুরগিটা।ছোট ছোট ডিম দিচ্ছে বিড়ালটা।খাওয়া দাওয়া ঠিক

মতো করছে না।তোমার প্রিয় কবুতর।কোথায় যেন হারিয়ে গেছে কুকুরটা।পাগল হয়ে গেছে তোমার বড় বোন,আমাদের বাড়িতে এসে উঠেছে একটা চোর।১৪ইঞ্চি টেলিভিশনটা নিয়ে গেছে ইন্দুরে,কাঁথা বালিশ কেটে ফেলেছে টিয়া পাখিটা ।২ দিন আগে মরে গেছে তোমার বড় খালা।চাঁপাইনবাব ­গঞ্জে চলে গেছে বাগানটা।আমে ভরে গেছে ঘরের চাল।স্থানে স্থানে ফেটে গেছে গাভীর পেট।দেখে মনে হচ্ছে বাচ্চা দেবে নুরুরবাপ।রোজ আধ সের দুধ দেয় রাখাল।রান্না করতে গিয়ে হাত পুড়িয়েছে ছাগল

ছানাটি। সারাদিন লেজ নেড়ে খেলা করে বড় খোকা।দাঁড়ি কাটতে গিয়ে গালকেটে ফেলেছে নুরুর বোন।প্রসব বেদনায় ছটফট করছে সবুজের ছোট দুলাভাই।বার

বার অজ্ঞান হয়ে যাচ্ছে ডাক্তার।সাহেব এসে দেখে গেছেন।তুমি শিগগিরই বাড়িআসিবে না।আসিলে অত্যন্ত

দুঃখিত হইব...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.