| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এ.আর.রায়হান
খুবই সাধারন জীবন যাপন করি। কবিতা লিখা আমার সখ,মাঝে মাঝে লিখিও। পাশাপাশি নাটক ও লিখছি, কিন্তু পরিচিত কোনো পরিচালক/প্রযোজক নেই বিধায় নাটক কাগজের মধ্যেই সীমাবদ্ধ হয়ে আছে । তাই নাটক লেখার আগ্রহ দিন দিন কমে যাচ্ছে ..........
ছোটবেলা ক্লাসে সামনের বেন্ঞ্চে বসার জন্য কত যে ধাক্কাধাক্কি করতাম !! যতই বড় হতে থাকি আমার পিছনের বেন্ঞ্চে বসার ইচ্ছাও সেই হারে বাড়তে থাকে।ব্যাপারটা অনেকটা এরকম হয়েছিল যে, বড় ক্লাসে উঠা সমানুপাতিক আমার পিছনের বেন্ঞ্চে বসা। ৫ম শ্রেণী পর্যন্ত সামনের বেন্ঞ্চেই বসতাম,৬ষ্ঠ-৮ম শ্রেণীতে মাঝামাঝি বেন্ঞ্চগুলাতে আর ৯ম ও ১০ম শ্রেণীতে একদম শেষ বেন্ঞ্চগুলোতে বসতাম।সেই ধারা অনুসারেই এখন ১১তম শ্রেণীতে ক্লাসের বাইরে অবস্থান করি।আশা করি,১২তম শ্রেণীও এইভাবেই কাটিয়ে দিব।কিন্তু ভার্সিটিতে ভর্তি হলে....
.
.
.
.
.
.
.
.থাক !!! তখন কোথায় থাকব তা নিয়া এখন ভেবে মাথা নষ্ট করার কোনো ইচ্ছা আমার নাই ![]()
©somewhere in net ltd.