নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বুগিচুগি ব্লগার :পি

চুপ করে থাকতে চাই।কিন্তু মুখ বন্ধ থাকলেও কলম ও কম্পিউটারে টাইপ করা তো আর থামাতে পারিনা।লেখালেখি করে আনন্দ পাই।তাই যা বুঝি তা লেখার মাধ্যমে সবার কাছে ছড়িয়ে দিতে চাই।আরো জানতে চাইলে ফেসবুকে আসেন।আড্ডা হবে…… adD / follow mE - https://www.facebook.com/ar.rayh

এ.আর.রায়হান

খুবই সাধারন জীবন যাপন করি। কবিতা লিখা আমার সখ,মাঝে মাঝে লিখিও। পাশাপাশি নাটক ও লিখছি, কিন্তু পরিচিত কোনো পরিচালক/প্রযোজক নেই বিধায় নাটক কাগজের মধ্যেই সীমাবদ্ধ হয়ে আছে । তাই নাটক লেখার আগ্রহ দিন দিন কমে যাচ্ছে ..........

এ.আর.রায়হান › বিস্তারিত পোস্টঃ

কাজটা কি ঠিক করলাম ?? ;)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

কাজটা কি ঠিক করলাম ?? ;)

জামাতের ডাকা দুইদিনের হরতালের /:) পর রাজধানীর পরবর্তী দুই দিনের ভয়াবহ জ্যামের কথা সবাই কম বেশি জানি।সেই জ্যামের মধ্যেই একটা কাজে নিউমার্কেট যাচ্ছিলাম।হঠাৎ দেখি এক রিকসায় এক ছেলে এক মেয়ের পিছনের দিক দিয়ে হাত দিয়ে মেয়ের কোমরের দিকে অশালিন ভাবে হাত নাড়াচ্ছে X(।মেয়েটি বার বার ছেলেটির হাত সরাচ্ছে কিন্তু ছেলেটি বারে বারে একই আচরন করছে...বুঝতে পারলাম,ব্যাপারটা মেয়েটার ইচ্ছার বিরুদ্ধে করা হচ্ছে।খুব অল্প সময় নিয়ে ভাবলাম কি করা যায় :-*।তারপর,রিকসার কাছে গেলাম এবং রিকসার পিছনের ফাঁক দিয়ে সজোরে ছেলেটির হাতে চিমটি দিলাম ;)।ছেলেটি সাথে সাথে রিকসার ফুটটা ফেলে দিয়ে আমাকে খুজঁতে লাগল।কিন্তু ঐ বেটা তো জানেনা,"ঐ বেটা যেই স্কুলের ছাত্র আমি ঐ স্কুলের প্রধান শিক্ষককে প্রশিক্ষন দেই।" ;)

তারপর চোখ যতদুর পর্যন্ত যায় তাকিয়ে থাকলাম.....শালার বেটা আর অশালিন কাজ করার দুঃসাহস করেনি B-)..........

মন্তব্য ৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১০

সাদা রং- বলেছেন: খুব ভালো কাজ করছেন। প্রেম ভালোবাসার একটা লিমিট থাকা দরকার।

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১১

খান মেহেদী ইমাম বলেছেন: অব্যশই ঠিক করেছেন। ধন্যবাদ আপনাকে।

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

এ.আর.রায়হান বলেছেন: জি ভাই .... আমার ও তাই মনে হ্য় ...। ধন্যবাদ ভাইরা

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

বিপুল কুমার বিশ্বাস বলেছেন: যা করার ভিতরে কর বাহিরে পরিবেশ নষ্ট করতে গেলে এরকম করাই উচিত ।

৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

বিপুল কুমার বিশ্বাস বলেছেন: রাজাকারের ফাসির দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজ সন্ধ্যায় মশাল মিছিল হচ্ছে সকল ছাত্রছাত্রীর অংশগ্রহনের মধ্যে দিয়ে ।

৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

এ.আর.রায়হান বলেছেন: ঠিক বলছেন....

৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৩

হেডস্যার বলেছেন: :D =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.