নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বুগিচুগি ব্লগার :পি

চুপ করে থাকতে চাই।কিন্তু মুখ বন্ধ থাকলেও কলম ও কম্পিউটারে টাইপ করা তো আর থামাতে পারিনা।লেখালেখি করে আনন্দ পাই।তাই যা বুঝি তা লেখার মাধ্যমে সবার কাছে ছড়িয়ে দিতে চাই।আরো জানতে চাইলে ফেসবুকে আসেন।আড্ডা হবে…… adD / follow mE - https://www.facebook.com/ar.rayh

এ.আর.রায়হান

খুবই সাধারন জীবন যাপন করি। কবিতা লিখা আমার সখ,মাঝে মাঝে লিখিও। পাশাপাশি নাটক ও লিখছি, কিন্তু পরিচিত কোনো পরিচালক/প্রযোজক নেই বিধায় নাটক কাগজের মধ্যেই সীমাবদ্ধ হয়ে আছে । তাই নাটক লেখার আগ্রহ দিন দিন কমে যাচ্ছে ..........

এ.আর.রায়হান › বিস্তারিত পোস্টঃ

জেনে রাখা উচিৎ :-)

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

* কোকাকোলা প্রথমে ছিল সবুজ।

* সকল মহাদেশের নাম যে অক্ষর দিয়ে শুরু হয় সেই অক্ষর দিয়ে শেষ হয়।

* USA-র সব লোকের কমপক্ষে ২টি করে credit card আছে।

* মহিলারা পুরুষদের তুলনায় একদিনে প্রায় দ্বিগুণ চোখের পাতা ফেলে।

* কেঊ নিজের শ্বাস রোধ করে নিজেকে হত্যা করতে পারে না।

* যখন কেউ হাঁচি দেয় তখন অন্যরা তাকে বেঁচে থাকো বলে আশীর্বাদ করে।কারণ যখনকেউ হাঁচি দেয় তখন তার হার্ট এক মিলি সেকেন্ডের জন্য থেমে যায়।

* শারীরিক কারণে শুকররা আকাশের দিকে তাকাতে পারে না।

* এক বক্স তাসের ৪টি রাজা ইতিহাসের ৪জন বিখ্যাত রাজার প্রতীক। তারা হলেনঃ রাজা দাউদ, আলেকজান্ডার, জুলিয়াস সিজার এবং শার্লিম্যান।

* কুমির তার জিহ্বা বের করতে বা উঁচিয়ে ধরতে পারে না।

* শামুক একটানা তিন বছর ঘুমাতে পারে।

* প্রথম শ্রেণীর প্রত্যেক যাত্রির সালাদে একটি করে জলপাই কম দিয়ে আমেরিকান এয়ারলাইন ১৯৮৭ সালে ৪০০০০ ডলার বাঁচায়।

* প্রজাপতি তাদের পা দিয়ে স্বাদ গ্রহন করে।

* হাতি একমাত্র প্রানী যারা লাফাতে পারে না।

* গত ৪০০০ বছরে নতুন কোন প্রাণী গৃহপালিত করা হয়নি।

* এক ঘন্টার জন্য হেডফোন লাগালে কানে ব্যাকটেরিয়ার পরিমাণ ৭০০ গুন বৃদ্ধি পায়।

* হাতের ছাপের মত সকলের জিহ্বার ছাপও ভিন্ন।

* মানুষের হার্ট এমন চাপ সৃষ্টি করে যে মানুষের বুকের রক্ত ৩০ ফুট দূরে পর্যন্ত যেতে পারে।

মন্তব্য ১১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

ইয়ার শরীফ বলেছেন: হাতের ছাপের মত সকলের জিহ্বার ছাপও ভিন্ন

জানার কোনো সীমা নাই

ধন্যবাদ ভাই

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

বাংলিক বলেছেন: খাপোদের আতে ঘা লাগছে

যুক্তিতে পারে না তাই আমারে ব্যান মারছে....।

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

িট.িমম বলেছেন: ভাই উত্তর আমেরিকা, আর দক্ষিণ আমেরিকা, এই মহাদেশগুলির নামের প্রথম আর শেষ মিলনাই।

৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

এ.আর.রায়হান বলেছেন: স্বাগতম শরীফ ভাই .......

আর উত্তর আমেরিকা ও দক্ষিন আমেরিকা হচ্ছে আমেরিকার দুইটি অংশ..... প্রধান হচ্ছে আমেরিকা যার শুরু এবং শেষ একই বর্ন দিয়ে......

৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১০

জ্ঞাতিবৈর বলেছেন: নিজেকে USA-র লোক মনে হচ্ছে :!> :!> :#> =p~

৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৩

এ.আর.রায়হান বলেছেন: :-P :-P হঠাৎ এমন মনে হল কেন ????.......@ জ্ঞাতিবৈর ভাই

৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৫

ব্লগ ৪১৬ বলেছেন: * এক বক্স তাসের ৪টি রাজা ইতিহাসের ৪জন বিখ্যাত রাজার প্রতীক। তারা হলেনঃ রাজা দাউদ, আলেকজান্ডার, জুলিয়াস সিজার এবং শার্লিম্যান

বিবির কাহিনী জানতে মুন্চায়........।

৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৬

এ.আর.রায়হান বলেছেন: @ ৪১৬ ভাই, ঐ কাহিনি পরে পোস্ট করতেছি..... Follow করেন .....

৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪২

ম্যাংগো পিপল বলেছেন: দারুন পোস্ট ++++++++

১০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৩

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
কেঊ নিজের শ্বাস রোধ করে নিজেকে হত্যা করতে পারে না। B:-/ B:-/

১১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৩

এ.আর.রায়হান বলেছেন: ধন্যবাদ ম্যাংগু পিপল....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.