নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বুগিচুগি ব্লগার :পি

চুপ করে থাকতে চাই।কিন্তু মুখ বন্ধ থাকলেও কলম ও কম্পিউটারে টাইপ করা তো আর থামাতে পারিনা।লেখালেখি করে আনন্দ পাই।তাই যা বুঝি তা লেখার মাধ্যমে সবার কাছে ছড়িয়ে দিতে চাই।আরো জানতে চাইলে ফেসবুকে আসেন।আড্ডা হবে…… adD / follow mE - https://www.facebook.com/ar.rayh

এ.আর.রায়হান

খুবই সাধারন জীবন যাপন করি। কবিতা লিখা আমার সখ,মাঝে মাঝে লিখিও। পাশাপাশি নাটক ও লিখছি, কিন্তু পরিচিত কোনো পরিচালক/প্রযোজক নেই বিধায় নাটক কাগজের মধ্যেই সীমাবদ্ধ হয়ে আছে । তাই নাটক লেখার আগ্রহ দিন দিন কমে যাচ্ছে ..........

এ.আর.রায়হান › বিস্তারিত পোস্টঃ

১৪ই ফেব্রুয়ারি সারা দেশে সকাল-সন্ধা হরতাল ডাকা হচ্চে ;)

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৬

১৪ই ফেব্রুয়ারিতে একটা হরতাল দিলে কত যে খুশি হতাম ;)।এই প্রথম লাইন পড়েই হয়ত আপনাদের অনেকেই পোস্টটি কে অপছন্দ করবেন।কিন্তু আমার কিছু করার নাই।১৪ই ফেব্রুয়ারির অপেক্ষায় আমার অনেক ভাই-বোনদের ঘুম হয়ত ইতিমধ্যে হারাম হয়ে গেছে।ভালবাসার মানুষের সাথে ভালবাসা আদান-প্রদানের বৈধ-অবৈধ সব জল্পনা-কল্পনা হয়ত বা ভেবে ফেলেছেন অনেকেই।কিন্তু প্রিয় ভাই ও বোনেরা আপনাদের অবগতির জন্য বলছি,প্রতি বছরই ভালবাসা দিবসে আমাদের বোনেরা লান্চনার শিকার হচ্ছে।একদল হায়না আছে যারা এইসকল দিবসের জন্য অপেক্ষা করে আর সময় এলেই তাদের নির্মম লীলা শুরু করে।তখন ভাইজানদের আর কিছু করার থাকেনা,মেয়েটি তখন কুচক্রী লোকদের সম্পদে পরিনত হয়।

আশা করি লেখাটির অন্তর্নিহিত তাৎপর্য বুঝবেন।সকলের কাছে ছড়িয়ে দিবেন......

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৮

পরিবেশ বন্ধু বলেছেন: গুরুত্তের সাথে বিবেচনা রইল সবার মগজে
একমত

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪০

মাইক্রনিায়া বলেছেন: দিলে খুশি হইতাম

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪০

এ.আর.রায়হান বলেছেন: ঠিক বলেছেন ...।

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪২

টোকাই সিকদার বলেছেন: এই হরতালে সর্মথন দিলাম. হরতাল হরররররররররররররর তাল

৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৫

বিডি আমিনুর বলেছেন: ১৪ই ফেব্রুয়ারি কঠিন ভাবে হরতাল পালন করা হোক , এবং রিক্সা চলাচল ও বন্ধ রাখা হোক B-)) B-))

৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৫

শাকিল ১৭০৫ বলেছেন: আমি এই হরতালের সমর্থন করলাম

৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৬

রাফা বলেছেন: আপনিই হর.............তাল ডাইকা ফেলান।জাতি আপনাকে সমর্থন দিবে।

৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৮

বোকা_ছেলে বলেছেন: হরতার হরতাল হরতাল .......

৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৯

রুদ্ধদ্বার বলেছেন: কারা হরতাল দিয়ছে?

১০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৮

রুদ্ধদ্বার বলেছেন: দুঃখিত আমি ভেবেছিলাম জামায়েত-শিবির হরতাল ডেকেছে,তাই কনফ্রাম হতে মন্তব্য করেছিলাম।পুরো পোস্ট না পড়ে।

যাই হোক আপনার সাথে একমত পোষণ করলাম।

১১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৯

এ.আর.রায়হান বলেছেন: প্রতিবছরই এই দিবসে সারাদেশের বিভিন্ন স্থান থেকে মেয়েদের লান্চনার খবর শোনা যায়।এইদিন আইন তীব্রতর কঠিন করা উচিৎ....

১২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪২

প্যারাসিটামল বলেছেন: Hartal , hartal, hartal.
+++...

১৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৪

পেন্সিল চোর বলেছেন: Hortale somorthon roilo pencil chorer

১৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪০

ট্যামময বলেছেন: সর্মথন দিলাম।

+++

১৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪২

মুহাই বলেছেন: ভাবছিলাম এদিন বালদীর রায় হবে ।

১৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৪

এ.আর.রায়হান বলেছেন: কেমন আছেন আপনারা ??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.