নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয় মানুষেরা

জীবনের এই গতিপথ...পূর্ব-পশ্চিমে যেন এক নিছক অন্বেষণ

আরাফাত৫২৯

দূর থেকে দূরে, আরো বহুদূর......... চলে যেতে হয়, কত স্মৃতির ছায়ায়, এই রোদ্দুরের নীচে, নীল সবুজের খেলাঘরে জীবন মেতে থাকে কত নিয়মের প্রতীক্ষায়...

আরাফাত৫২৯ › বিস্তারিত পোস্টঃ

প্রসংগঃ মাল্টিনিক

০২ রা জানুয়ারি, ২০২৫ রাত ১২:৩৪

ব্লগ নিয়ে একটা প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছিল।

মাঝে মাঝে ব্লগে দেখি যে বিভিন্ন নিকের যে মাল্টিনিক আছে সেটা নিয়ে কথা বলা হচ্ছে। আমার প্রশ্ন হল, কোন আইডি যে মাল্টি নিক এটা কি ব্লগ কর্তৃপক্ষ কোনভাবে আইডেন্টিফাই করতে পারে আইপি এড্রেস বা অন্য কোন কিছু ট্র্যাক করে? যদি ব্লগার নিজে থেকে কিছু না বলে বা নিজের ভুলে পরিচয় প্রকাশ না পায়, তাহলে কি কোনভাবে বোঝার সম্ভাবনা আছে যে কোন আইডি মাল্টিনিক কি না? অথবা সিঙ্গেল নিক হলে আইডির পিছনের মানুষটা কে সেটা কি ট্র্যাক করা সম্ভব?

বর্তমান এই যুগে যেহেতু নিজের মত বা বিশ্বাস প্রকাশ করলেও অনেকের রোষের শিকার হবার সম্ভাবনা অনেক অনেক বেশি, মানুষ যেহেতু বিপরীত মত ও পথ সহ্য করতে পারে না, তাই মাল্টিনিকের এই প্রশ্নটা বর্তমান জামানায় খুবই যৌক্তিক।

কেউ আমার প্রশ্নের উওর দিলে বাধিত হব। জাস্ট জানার জন্য এই পোস্ট।

ধন্যবাদ।

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০২৫ রাত ১:০২

কামাল১৮ বলেছেন: কর্তৃপক্ষ কখনো কারো পরিচয় প্রকাশ করবে না।মাস্টিনিক নিষিদ্ধ না।

০২ রা জানুয়ারি, ২০২৫ রাত ৩:০৪

আরাফাত৫২৯ বলেছেন: তারমানে ব্লগ আপনার পরিচয় জানবে? মাল্টিনিক নিষিদ্ধ না, সেটা জানি।

২| ০২ রা জানুয়ারি, ২০২৫ রাত ১:২৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মাস্টিনিক নিয়ে আমার ও কৌতুহল আছে
একটা নিকে সময় দিতে পারিনা,
বাঙ্গালের এত সময় কোথায় ???

...........................................................
নিশ্চয়ই তাদের বুদ্ধিমত্তার লেভেল অনেক উচুঁতে
বেশী কিছু না বলাই ভালো,
ভূত কর্তৃক আছাড় খেতে পারেন ।

০২ রা জানুয়ারি, ২০২৫ রাত ৩:০৭

আরাফাত৫২৯ বলেছেন: ভূত কর্তৃক আছাড় খেতে পারেন - এই কথাটার মানে বুঝি নাই। মাল্টিনিক থাকলেই যে সবাই চুলকানি মার্কা পোস্ট দিবে এমন না কিন্তু। ধরেন, আপনি বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন এবং জিনিসগুলো বিষয়ভিত্তিকভাবে আলাদা করতে চান। কিন্তু এটাও চান না যে আপনার পরিচয় কেউ জানুক।

৩| ০২ রা জানুয়ারি, ২০২৫ রাত ১:৩৫

সৈয়দ কুতুব বলেছেন: আমাকে সবাই শুরুতে মাল্টি নিক ভাবতো! ;)

০২ রা জানুয়ারি, ২০২৫ রাত ৩:০৭

আরাফাত৫২৯ বলেছেন: এখন কি ভাবে ভাই?

৪| ০২ রা জানুয়ারি, ২০২৫ ভোর ৬:১১

সৈয়দ কুতুব বলেছেন: ল্যাঞ্জা ইজ ভেরি ডিফিকাল্ট টু হাইড ভাবে। 8-|

০৫ ই জানুয়ারি, ২০২৫ রাত ৩:৪২

আরাফাত৫২৯ বলেছেন: ধন্যবাদ

৫| ০২ রা জানুয়ারি, ২০২৫ সকাল ১১:১৪

রাজীব নুর বলেছেন: ব্লগে সাধারনত মাল্টি নিক গুলোই ক্যাচাল করে।

০৫ ই জানুয়ারি, ২০২৫ রাত ৩:৪৩

আরাফাত৫২৯ বলেছেন: কথা হয়ত সত্য। তবে যেই মাল্টি নিক ক্যাচাল করে না তাকে হয়ত আমরা চিনি না, কারণ সে ক্যাচালে নাই।

৬| ০২ রা জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৫৭

নতুন বলেছেন: আমার অবাক লাগে।

এই জামানায় একজন মানুষ নিজের সময়, রিসোর্স ব্যয় করে আরেক জনের পেছনে লাগার জন্য ব্লগে মাল্টি নিক বানায়। অনেকে নাকি অনেক গুলি বানায় এবং সেইগুলি ম্যান্টেন করে B-)

খাইয়া দাইয়া কাজ না থাকলেই এমনটা করতে পারে।

এদের জন্য খারাপ লাগে, এরা ব্যক্তি জীবনে কতটা অসুখী সেটাই চিন্তা করি।

০৫ ই জানুয়ারি, ২০২৫ রাত ৩:৪৪

আরাফাত৫২৯ বলেছেন: মাল্টি নিক করার উদ্দেশ্য অন্যের পিছনে লাগার জন্য কেন হবে? হয়ত কেউ একটা নিকে রাজনীতি নিয়ে লিখেন আরেকটা নিকে সাইন্স নিয়ে লিখেন।

৭| ০২ রা জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:২৬

দি এমপেরর বলেছেন: ব্লগে অনেক মাল্টিনিক বিশেষজ্ঞ আছেন। তারা বুঝতে পারেন মাল্টিনিকের আড়ালের মানুষগুলো আসলে কে? তবে বিশেষজ্ঞের কাতারে কাদের নাম আসবে তা কিন্তু আমি জানি না।

০৫ ই জানুয়ারি, ২০২৫ রাত ৩:৪৫

আরাফাত৫২৯ বলেছেন: ধন্যবাদ

৮| ০২ রা জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:২৮

অপু তানভীর বলেছেন: কর্তপক্ষ একটা নিকের পেছনে থাকা আইপি এড্রেস ট্রাক করতে পারে। তবে আপনি এটা নিশ্চিত থাকতে পারেন যে আপনি যদি নিজ থেকে আপনার পরিচয় না দেন তাহলে ব্লগ কর্তৃপক্ষ কখনই আপনার পরিচয় প্রকাশ করবে না।
একই পিসি থেকে দুই নিক যখন লগিন হয় তখন খুব সহজেই কর্তপক্ষ জানতে পারে যে কোনটা কার মাল্টনিক। কিন্তু কর্তপক্ষের আসলে এতো সময় নেই। কিন্তু মাঝে মাঝে দেখা যায় কিছু নিক ব্লগে খুব ঝামেলা সৃষ্টি করে তখন কর্তৃপক্ষ সেদিকে নজর দেয়।

ব্লগে মাল্টিনিক নিষিদ্ধ নয় । অনেকে নিজের পরিচয় লুকিয়ে লেখালেখি করতে চায় তাদের বেলাতে মাল্টিনিক এলাউড। কিন্তু যদি আপনি কাউকে ব্যক্তি আক্রমনের জন্য কোন মাল্টিনিক খুলে থাকেন, বা অন্য কোন ঝামেলা সৃষ্টির উদ্দেশ্য নিক খুলে থাকেন তাহলে সেই মাল্টিনিক কর্তৃপক্ষ বন্ধ করে দিবে। যেমন আমাদের উপরের কামাল মিয়ার কথাই যদি ধরেন, আগে এই লোক শুধু ধর্মের পেছনে খোঁচাখুচি করতো বিনা কারণে। তখন তাকে ব্যান করে করা হয়েছিল।

এছাড়া আপনাকে যদি চুড়ান্ত ব্লগ থেকে ব্যান করা হয় তাহলে নতুন নিক খুললেও কর্তপক্ষে সেটা ব্যান করে দিতে পারে। এটা বলতে পারেন কর্তৃপক্ষের মনভাব আরও ভাল করে বললে দয়ার উপর নির্ভর করে।

০৫ ই জানুয়ারি, ২০২৫ রাত ৩:৪৬

আরাফাত৫২৯ বলেছেন: আমি এটাই জানতে চাচ্ছিলাম। এর অর্থ ব্লগ চাইলে আপনার উপর নজরদারি করতে পারে। উপযুক্ত চাপ প্রয়োগে আপনার পরিচয় প্রকাশ হবার সম্ভাবনা থাকতেছে তাহলে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.