নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয় মানুষেরা

জীবনের এই গতিপথ...পূর্ব-পশ্চিমে যেন এক নিছক অন্বেষণ

আরাফাত৫২৯

দূর থেকে দূরে, আরো বহুদূর......... চলে যেতে হয়, কত স্মৃতির ছায়ায়, এই রোদ্দুরের নীচে, নীল সবুজের খেলাঘরে জীবন মেতে থাকে কত নিয়মের প্রতীক্ষায়...

আরাফাত৫২৯ › বিস্তারিত পোস্টঃ

গিটারে একটা ইন্সট্রুমেন্টাল বানালাম

১০ ই জানুয়ারি, ২০২৫ রাত ২:২৩

বাহিরে খুব ঠান্ডা ছিল আজকে। বরফ পড়ছিল। তাই ফায়ারপ্লেসের সামনে বসে বসে গিটার বাজাই।

যথারীতি এইটা পুরা সুর না, মাঝখান থেকে বাজাইছি। বেসিক্যালি অর্নব ভাইয়ের সে যে বসে আছে - এর একটা নিজের ভার্সনের instrumental তৈরি করছিলাম যার একটা অংশে আমার নিজের বানানো লিড ছিল। পুরা জিনিসটাতেই মূল গানের কর্ড ইউজ করা হয় নাই। তাই শুনতে আলাদা লাগবে। শেষের দিকে আবার গিটার ডিসটিউনড হয়ে গেছে। সেটা আবার আরেক রকমের বাজে ফ্লেভার দিবে।

সময় থাকলে শুনে কেমন লাগল সেটার ফিডব্যাক দিয়েন। আমি প্রফেশনাল গিটারিস্ট না, কিন্তু এইসব করতে পছন্দ করি

ইউটিউব লিঙ্কঃ Thinking of Autumn in Winter

ধন্যবাদ।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০২৫ রাত ৩:০৪

মিরোরডডল বলেছেন:
প্রফেশনাল গিটারিস্ট না বললেও যা দেখলাম, সেটা প্রফেশনালের চেয়ে কম না।
দুর্দান্ত হয়েছে আরাফাত, কিপ ইট আপ।

১০ ই জানুয়ারি, ২০২৫ ভোর ৪:১৫

আরাফাত৫২৯ বলেছেন: অনেক ধন্যবাদ উতসাহমূলক মন্তব্যের জন্য।

২| ১০ ই জানুয়ারি, ২০২৫ ভোর ৪:২৬

এইচ এন নার্গিস বলেছেন: চমৎকার বক্তব্য ।

৩| ১০ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৭:০৫

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালোই হয়েছে।

৪| ১০ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:২২

শায়মা বলেছেন: বাহ ভাইয়া!!!


তুমি তো অনেক পুরান গিটারিস্ট মনে হয় । আগেও না গিটার পোস্ট দিয়েছিলে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.