![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বই পড়া ও লেখালেখি ছোট থেকেই অনেক পছন্দ তাই লেখালেখি করি...
অনেক দিন যাবত ব্যস্ততার জন্য ব্লগে তেমন লেখা হয় না । আর লিখলেই বা কি ব্লগিং এ আগের মত আনন্দ পাওয়া যায় না । যাইহোক, অনেক দিন পর একটা নিউজ দেখে না লিখে আর পারলাম না ।
ঈদ মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব । ঈদ মানে হাসি ঈদ মানে খুশি ঈদ মানে সকলকে নিয়ে আনন্দ উপভোগ করা । ঈদের দিন ধনী-গরীব একে অপরের সাথে নিজেদের বেধাবেদ ভুলে আনন্দকে ভাগাভাগি করে নেয় ।
ছোটকাল থেকে দেখে আসছি ঈদের দিন মুরব্বীগণ বাচ্চাদেরকে অথবা আত্মীয়স্বজনকে ঈদের সালামী হিসেবে টাকা-পয়সা দিয়ে থাকেন । শুধু মুরব্বী কেন ছোটরাও বড়দেরকে দেয় আর এর মাধ্যমে ঈদের আনন্দটা আরও বৃদ্ধি পায় ।
গতকাল আমার ফেইসবুক টাইমলাইনে দেখলাম আমার ফ্রেন্ডলিস্টে থাকা একজন সিনিয়র সাংবাদিক একটি পোস্ট দিলেন “রূপালী ফিতার জগৎটাই অদ্ভুদ.....!! মাহি-পরীমনিরা লাখে লাখে সেলামী পায় .....! আর হ্যাপী’রা সেলামীর জন্য হাহাকার করে .......!!” তাৎক্ষনিক এই কি-ওয়ার্ডটা দিয়ে গুগলে সার্চ দিয়ে “চ্যানেল আই অনলাইনে” একটা নিউজ পেয়ে যাই । শিরোনামে লেখা "পরীমনির ঈদ সেলামি পৌনে দুই লাখ টাকা" চিত্রনায়িকা পরিমনি একহাজার টাকার বান্ডেল নিয়ে সেলফি তুলেছে । নিউজ লিংকঃ http://bit.ly/1IiSkjz
বাহ…ভালো তো ভালো না…ঈদের দিন টিভিতে দেখলাম ঢাকায় কত মানুষ সেমাই চাল-ডাল বা ভাত কেনার মত টাকা পাচ্ছে না, কত মানুষ না খেয়ে ঈদ উদযাপন করছে আর কত মানুষ ঈদ কি জিনিস তা উপলব্ধিই করতে পারছে না । তাদেরকে সাহায্য করার মত কোনো লোক আমাদের দেশে নাই তবে পরিমনিদের পৌনে দুই লক্ষ টাকা সেলামী দেয়ার মত লোক ঠিকই আমাদের দেশে আছে ।
জাতি এখন সব বুঝে...
কথা বাড়ালা শুধুই কিছু প্রশ্ন থেকে যায়...
#ফেইসবুকে আমি
২৩ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:১৯
মোঃ আরাফাত রহমান বলেছেন: হুম, তাইতো বল্লাম জাতী এখন সব বুঝে...
২| ২২ শে জুলাই, ২০১৫ রাত ৯:৫১
মোঃ ছিদ্দিকুর রহমান বলেছেন: আল্লাহু আকবার, হায়রে মুসলমান, হায়রে ঈমান, আপনাকে ধন্যবাদ।
২৩ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:২০
মোঃ আরাফাত রহমান বলেছেন: আমাদের এই সবকর্মকাণ্ডের জন্যই তো এই জাতীর এই দশা ।
৩| ২২ শে জুলাই, ২০১৫ রাত ৯:৫১
রূপক বিধৌত সাধু বলেছেন: ভাই কি ঈদে সেলামী পাননি? ঈর্ষাকাতর হয়ে পড়লেন নাকি?
২৩ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:২১
মোঃ আরাফাত রহমান বলেছেন: হুম, পেয়েছি । না ঈর্ষা হয়নি জাস্ট মনের আক্ষেপটা প্রকাশ করলাম ।
৪| ২২ শে জুলাই, ২০১৫ রাত ১১:২০
অলস শরীফ বলেছেন: ভাই পরিমনির কাছে মানুষ যা পাই তা আমার আপনার কাছে নাই তাই পরিমনির ঈদ সেলামী বেশী। আর মো: আশিকুজ্জামান ভাই ঠিক বলেছেন এগুলো ঈদ সেলামী নয় রাতের ইনভেষ্টমেন্ট।
২৩ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:২২
মোঃ আরাফাত রহমান বলেছেন: আপনার সাথে একমত আর মো: আশিকুজ্জামান ভাই ও ঠিক বলেছেন । - আপনাকে অসংখ্য ধন্যবাদ
৫| ২৩ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:২২
অাইকা বলেছেন: সব কি আত্মীয়-স্বজনরা দিয়েছে নাকি পরিচালক ও নামী-দামী ব্যবসায়ীরাও দিয়েছে?
২৩ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:২৩
মোঃ আরাফাত রহমান বলেছেন: সেটা কি বলতে হয় নাকি ? বাকিটা বুঝে নেনে...
©somewhere in net ltd.
১|
২২ শে জুলাই, ২০১৫ রাত ৯:৩৬
মো: আশিকুজ্জামান বলেছেন: এটা আসলে ঈদ সেলামী নয় যিনি দিচ্ছেন তার পরিকল্পনা অনুযায়ী ইনভেস্ট। পরে সুদে আসলে উসুল হবে।