![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেউ আর ভাতের জন্য মরে না।। মরে সুখের অভাবে, মরে ভালোবাসার অভাবে। মরে ইয়াবা অথবা ডালের অভাবে।মরে শিক্ষকের যৌন নিপীড়নে অথবা বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিকের একের পর এক শারীরিক সম্পর্ক স্থাপনের পরে প্রেমিকাকে বিয়ে না করার কারণে। অথবা ক্রোধে। অথবা কেন পৃথিবীতে আমি বেঁচে থাকব এই তত্ত্বের সন্ধান না পেয়ে। কেউ কেউ আবার মরে অথবা কাউকে মেরে ফেলা হয় রানা প্লাজার মত বিল্ডিঙে ঝাঁকুনি দিয়ে, কাঁপুনি দিয়ে। কিংবা রাস্তার রাজা ট্রাক ড্রাইভার এর বিলাসিতায়। এখন " Absolute Poverty" বলতে কিছুই নেই। একজন ফকিরের ও মাস গেলে পকেটে ১০ হাজার টাকা জমে ( আমি ফকিরের থেকে ও অধম ১০০০০ টাকা আমার কাছে স্বপ্ন), ঠিক তেমনি বস্তির বাসিন্দারা ও পেট ভরে অন্তত ভাত খেতে পারে। "Relative Poverty" ধীরে ধীরে আমাদের সত্ত্বাকে ভেঙ্গে তছনছ করে দিচ্ছে। আর তাই আজকে বসুন্ধরা শপিং মল থেকে প্রেমিকার ভালবাসা না পেয়ে সুইছাইড করে মরেছে এক প্রেমিক।... সমাজ ও সমাজ কাঠামোর কোথায় যেন গলদ থেকে যাচ্ছে প্রতিনিয়ত...
হে সুকান্ত শুনতে কি পাউ???............।। তুমি ছিলে ক্লাসিকাল কবি, এই যুগের খ্যাঁত কবি।তোমার এই কবিতা প্রত্যাহার করে নাউ কবি...। ।
"খুদার রাজ্যে পৃথিবী গদ্যময়
পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি"
©somewhere in net ltd.
১|
০৫ ই মে, ২০১৪ সকাল ৭:২৪
ডাবলার বলেছেন: আউটস্ট্যান্ডিং ভাই