![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আড়ষ্টতায় পিছু হটে বৃথা সংলাপ
দালালেরা দলিত হয় দালানের ওপারে।
সব জল্পনা কল্পনার অবসান ঘটে।
অবসাদে শরীর এলিয়ে দিয়ে তৃপ্তির ঢেঁকুর তুলে
ঘুম আসে ,
আমি ও চন্দ্রালোকের ভেতরে পিদিম জ্বালি
মর্তের পৃথিবীতে নামাই রোগ জরা ব্যধি খরা।
অসুস্থ দেশ, অসুস্থ সমাজ
কানাইয়ের দোকানে তাই অসুস্থ সব সংলাপ।
২| ২৭ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৫
কলমের কালি শেষ বলেছেন: ভালো লাগলো কবিতায় ।
©somewhere in net ltd.
১|
২৬ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:৩৫
তাশমিন নূর বলেছেন: কানাইয়ের দোকানে তাই অসুস্থ সব সংলাপ।
আল্লাহ আমাদের দ্রুত এই অসুস্থতার হাত থেকে রক্ষা করুন, আমিন।