| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একান্ত কথা
হাত বাড়িয়ে দিলাম...। ধরো, নয়তো ফিরিয়ে দাও। অপেক্ষায় রেখনা...।
![]()
রংপুরের ইতিহাস, ঐতিহ্য এবং সাহিত্যকর্ম, ভাষা ও সংস্কৃতি সুপ্রাচীন ও বিভাসিত। প্রাকৃতিক বৈচিত্র্য ও সৌন্দর্যের লীলা নিকেতন এই রংপুর। বলা যায় প্রকৃতির রহস্যময়তায় নান্দনিক সৌন্দর্যে প্রকৃতির আদরণীয় হিল্লোলে ও প্রাণময়তায় ভরপুর রংপুর। অর্থাৎ
‘‘রঙ্গঁরসে ভরপুর
এই রঙ্গঁপুর’’
এই রঙ্গঁরস শিক্ষা-সাহিত্য, সঙ্গীত, সংস্কৃতি, ইতিহাস ঐতিহ্য বিশেষ করে লোকসংস্কৃতি মিলিয়ে অনবদ্য। রঙ্গঁপুরের পরিবর্তিত রূপ রংপুর (অমপুর)।
আঞ্চলিক ভাষা, যখন এ গ্রামাঞ্চলের জনপদে উদ্ভব হয়েছে নিঃসন্দেহে সে সময় হতে গ্রামীণ জনপদ আঞ্চলিক ভাষায় কথা বলে আসছে। এ ভাষার উচ্চারণগত সহজবোধ্যতা, সাবলীলতা ও শ্রুতিমাধুর্য অসামান্য। বেগম রোকেয়ার রচনায় রংপুরের আঞ্চলিক ভাষার শব্দাবলীও আছে ।
এ ভাষার বৈশিষ্ট্যঃ
1) আনুনাসিক বর্ণ রক্ষিত,
2) শ্বাসাঘাতের নির্দিষ্ট সহান নেই,
3) শব্দের আদিকে ‘ র ’ এর আগয় লোপ,
যথাঃ রস= অস, রামবাবু= আমবাবু, রংপুর= অমপুর, রক্ত = অক্ত,
‘‘ আমবাবুর রামবাগানে অনেক রাম পেকেছে ’’।
4) অধিকরণ কারকে ‘‘ ত ’’ বিভক্তির প্রয়োগ ।
‘‘ বাবা বাড়িত নাই’’।
5) অপিনিহিতর ব্যবহারঃ অদ্য>অহিজ, কাল্য>কাইল
6) শব্দের মধ্যবর্তী ব্যঞ্জনবর্ণ লোপ ঃ কহিল>কইল,
7) ‘‘ ছ’’ এর ব্যবহার ‘ চ ’ রূপেঃ মাছ>মাচ
8) শব্দের মধ্যবর্তী সহানে অতিরিক্ত স্বরবর্ণের ব্যবহার যেমনঃ গেলে>গেইলে, বোন>বইন,
9) ‘ল’ এর সহলে ‘ন’ এর আগম ঃ লাট>নাট, লাগে>নাগে
কতিপয় শব্দঃ
অকে, অমপুর, অক্ত, আঙা, আন্দন, উদিনকা, আইগন্যা, ক্যাংকা, ফ্যাদলা, এইংকা, উন্দাও, বাইগন, বাহে, সুন্দরী, তাংকু, দলান, ঢ্যানা, বাড়ুন, গাবরু, কাপাট, কইনা, এইকনা, ছাওয়া ইত্যাদি ।
অনেকে মনে করেন চর্যাপদের কবিদের অনেকের পদচারনা হয়তো ঘটেছিল রংপুরে । ফলে চর্যাপদের ভাষা’. অনেক রংপুরের আঞ্চলিক ভাষার শব্দও বিশেষতব দেখতে পাওয়া যায় যেমন. "টলিত মোর ঘর/নাহি পরবেসী হাড়িত ভাত নাই নিতি আবেসী"।
‘তে’ বিভক্তির স্থলে ‘ত’ বিভক্তির প্রয়োগ রংপুরের ভাষার বৈশিষ্ট্য। তেমনি নঞক অব্যয়ের ব্যবহার ব্যবহার ক্রিয়াপদের আগে, যেমন, গাছের তেস্তুল কুম্ভীরে নক্ষত্র, রংপুরের উদাহরণ।
না যাও, না খাও।
শব্দ মোর, তোর, সুতি, পোহাই, ঘিন, খাল, ইত্যাদি শব্দ রংপুরেও ব্যবহৃত হয়।
তথ্যসূএ ইন্টারনেট থেকে।
রংপুর জেলা তথ্য বাতায়ন
০৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:৩৫
একান্ত কথা বলেছেন:
হাকাউ!....কে বলসে???
ভাইজান তোমাক বাহে ব্যাকরণ দেহি শেকা নাকবে
ম নে হওছে....
২|
০৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:২৫
সায়েম মুন বলেছেন:
হামরা অমপুরী ভাষায় কথা কবার পাই![]()
হামাক আর কি শিকাইমেন তোমরা
০৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:৩১
একান্ত কথা বলেছেন:
বাহে , তোমরা দেহি ভালই পারেন...খিক খিক খিক
৩|
০৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:৩৩
সিউল রায়হান বলেছেন: ক্যাঙ্কা আচো বাহে ??? ![]()
০৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:৩৮
একান্ত কথা বলেছেন:
তোরা বাহে ভালো ক রি চেস্তা করো। কামত নাগবে.....
৪|
০৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:৩৫
আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন: মুই দিনাজপুরের পোলা ,
রংপুরী বোজবার পারি, কোবা পারি না,
তোরা মুক শিকান দেকি ক্যাম্বা করি কয়!!
০৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:৪০
একান্ত কথা বলেছেন:
তোরা বাহে ভালো ক রি বইলব্যার চেস্তা করো। কামত নাগবে.....
৫|
০৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:৩৬
তায়েফ আহমাদ বলেছেন: ব্যাপক গবেষনাধর্মী পোষ্ট........
০৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:৪০
একান্ত কথা বলেছেন:
হ... হ...........
৬|
০৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:৩৮
শয়তান বলেছেন:
‘‘ আমবাবুর রামবাগানে অনেক রাম পেকেছে ’’
-- অর্থটাই বদলে গেছে
০৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:৪৩
একান্ত কথা বলেছেন:
হয় বাহে ....
৭|
০৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:৩৯
সিউল রায়হান বলেছেন: কুশার = আখ
গড়াই মাছ = টাকি মাছ
- রংপুর স্পেশাল দুইটা শব্দ ![]()
০৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:৪৪
একান্ত কথা বলেছেন:
মুইও জানো বাহে ....
৮|
০৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:৪০
নিউরনটেক বলেছেন: বাহে মুই ও কিন্তূ কবার পাও । হামরা যে অই পাকের লোক ।
০৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:৪২
একান্ত কথা বলেছেন:
হয় বাহে, মুই বুচছো .....
৯|
০৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:০০
তাবাসসুম ফেরদৌস বলেছেন: Thank you so much for you wonderful post. Enjoyed it thoroughly!
Rangpuree is the sweet dialect in all the local dialect of Bangladesh I believe.
I didn’t born there neither my father. I spent a very significant period of time there in Rangpur because of my father’s Govt. posting.
I have been 23 counties but I consider Rangpur is the ever best place to me in the world.
I love all the people of Rangpur, I adore it’s dialect, fond of it’s vegetable, keen on it’s every thing….. I just LOVE Rangpur with all whatever it holds .
I wish I can fly to Rangpur Now... Mok nia jao bahe, tomra gulak dekper chaw!!!
০৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:৩৫
একান্ত কথা বলেছেন:
ভালো লাগলো জেনে। ভালো থাকবেন।
অনেক ধন্যবাদ আপনাকে।
১০|
০৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:০২
শয়তান বলেছেন: কুশার নাকি কুইশর ? @ সিউল রায়হান । কুইশর শব্দটার সাথে পরিচয় আছে ।
১১|
০৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:১৫
অণুসন্ধানী বলেছেন: my sweet hometown. speacial thnx to writer & miss তাবাসসুম ফেরদৌস
০৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:৩৩
একান্ত কথা বলেছেন:
অনেক ধন্য হলাম ...
১২|
০৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:৩৮
সায়েম মুন বলেছেন: তাবাসসুম ফেরদৌস আপা দেখোচোল ইংরেজী কওয়া শুরু করিল
কোনটে কোনা হামরা কবার চাইচোল অমপুরী ভাষা![]()
এই জন্যে মুরুব্বীর ঘর কয়, ছাওয়া পোয়াক বেশী নেকাপড়া করা ভালো নোয়ায়। কথায় কথায় ইংরেজী কইবে হামার সামনোত-এটা হামার সহ্য হবার নেয়![]()
সিউল রায়হান ভাই দেখোচোল ভালো অমপুরী শব্দ কবার পায়![]()
ডাইরকা, চেং মাছ, পঁয়া- গচি মাছও কিন্তুক আছে
এগল্যার নাম কেনবা কনে নাই![]()
অমপুরের নাপা শাগের যে স্বাদ। আলু ভত্তা দিয়া মাখো আর খাও
এই শাগটা ঢাকাত কেনবা চোখোতে পড়ে না
০৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:৪২
একান্ত কথা বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে।
১৩|
০৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:৪৮
সায়েম মুন বলেছেন: অমপুরী ভাষাত কি এলা হামাক পাশ নম্বর দেওয়া যায়?![]()
১৪|
০৭ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:১২
সমর্পণ বলেছেন: তোমাক তো বাহে অস্কার দিবার নাগবে......
০৭ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:৪৮
একান্ত কথা বলেছেন:
মোক অস্কার দেমেন????...দেও
হা হা প গে
১৫|
০৭ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:২৩
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: সবচেয়ে মজা লাগে যখন তুমি আর আপনি দু'টোই একসাথে বলে। ![]()
১৬|
০৭ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:৩০
বোহেমিয়ান কথকতা বলেছেন: আমার শুনতে মজা লাগে।
বলতে পারি না ![]()
বইলব্যার চেস্তা করবো ?
০৭ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:৪৬
একান্ত কথা বলেছেন:
ভাইজান তোমাক বাহে ব্যাকরণ দেহি শেকা নাকবে
ম নে হওছে....
১৭|
০৭ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:৩৮
সিউল রায়হান বলেছেন: @ শয়তান ভাইয়া:
কুশার বলে......
কুশইর শুনি নি.... কাছাকাছি কোন এলাকার হতে পারে
আরো আছে: কোষ্টা শাক = পাট শাক ![]()
@ তাবাসসুম ফেরদৌস:
রংপুরবাসীর পক্ষ থেকে আপনার এই রংপুরের প্রতি ভালবাসাকে অনেক অনেক স্যালুট
বিশেষ করে ভেজিটেবলের কথা যে লিখলেন ওটা খুব ভাল লাগলো......আপনি খুব ভাল করে রংপুরকে অনুভব করেছেন....একেবার হৃদয় দিয়ে যাকে বলে.... ধন্যবাদ আপনাকে..... বারবার আপনাকে আমন্ত্রণ আমাদের রংপুরে
@ সায়ম মুন:
বাই বর্ন রংপুর না হয়ে থাকলে লেটার মার্ক সহ পাশ
নয়তো ১০০ তে ১০০ পেয়ে পাশ
@ লেখক:
আপনাকে অনেক ধন্যবাদ পোস্টের জন্যে ![]()
০৭ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:৪৫
একান্ত কথা বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে।
১৮|
০৮ ই জানুয়ারি, ২০১০ রাত ১:১৪
সায়েম মুন বলেছেন: @সিউল রায়হান ভাই----------১০০ দেয়ার জন্য ধইন্য![]()
@লেখক: স্যার আপনি তো কিছু বললেন না![]()
১৯|
২২ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:০৪
সুলতানা শিরীন সাজি বলেছেন:
মুই অংপুরের ছাওয়া।
নালমুনি মোর বাড়ি।
মুই কোনদিনও অংপুরিয়া ভাষাত আও করোনাই......
কায়ো অংপুরিয়া কতা কইলে মুই বোঝো কিন্তুক কবার না পাও........
কেমন হইল্ মোর নেকা?
মাঝত মাঝত আও করমো.....![]()
ঠিকাছে?
(আচ্ছা আও মানে তো কথা বলা তাইনা?
আরো কত কি যে আছে.....ভাল্লাগলো)
ধন্যবাদ মজার পোষ্ট টার জন্য......
হাকাউ কথাটা কিন্তু মাঝে মাঝে বলি.......আঞ্চলিক অনেক শব্দ বলি ,ভালো লাগে.........
লালমনিরহাটে রংপুরের ভাষাটা ঠিক বলেনা.......
চলতি একটা কথন আছে......
মেশানো...
২৫ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:১৬
একান্ত কথা বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে।
২০|
২৫ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৪৮
কৌশিক বলেছেন: ওরে খোদাগো!
২১|
২৫ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:২৭
দূর্ভাষী বলেছেন: হ বাহে মুই ও কবার পারি নে, বুজবার পারি।
২২|
২৫ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৫৬
হু-কেয়ারস বলেছেন: রানী : একি রাজা তোমার মাথায় অক্ত !!!
রাজা: অক্ত নয় রানী অং, অং !!!!
২৩|
২৫ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:২৬
ত্রিশোনকু বলেছেন: আপনি বুঝি আগেই জানতেন রংপুর বিভাগ হচ্ছে? তাই এই পাঠের আয়োজন!
২৪|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৩৮
অসমাপ্ত কবিতা বলেছেন: তোমার লেখাখান পড়ি এনা বুঝুনু তুমি অংপুরের ভাষা নিয়া ভালই গবেষণা করেছেন... মুই কবার পাও , কি বুঝুলু??
২৫|
১১ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:১৩
স্পেলবাইন্ডার বলেছেন: এইলা পড়ি মোক নজ্জা নাগোছে!
২৬|
১১ ই মার্চ, ২০১০ রাত ৮:১০
স্পেলবাইন্ডার বলেছেন:
সুলতানা শিরীন সাজি আপাকে ধন্যবাদ আও শব্দটা মনে করিয়ে দেয়ার জন্য......
২৭|
১২ ই মার্চ, ২০১০ রাত ১২:৫০
অবিরাম বলেছেন: হামার বাড়ী নীলফামারী। ছাওয়ায় ছোটয় ভত্তি বাড়ী।
২৮|
৩১ শে মার্চ, ২০১০ রাত ১:৩৯
সৌম্য বলেছেন: আমিও নীলফামারীর। কিন্তু ভাষাটা আর পারি না। নতুন করে শিখতে ইচ্ছা করে। একটা জিনিস মনে আছে। রংপুরের ভাষায় তুই আর আপনির ব্যাবহার নাই বললেই চলে। গনহারে তুমি (তোমাক, তোমরাগুলা, তোমরার এই রকম)
২৯|
২৯ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:৫২
'লেনিন' বলেছেন: হামি ঢাকার ছাও কিন্তুক হামিও অমপুরী ভাষা কবার পাঁও ![]()
@শয়তান: বিক্রমপুর/ঢাকার গ্রামাঞ্চলে আখ/ইক্ষু কে গ্যান্ডারি বা কুশাইর/কুইশোর/কুশোইর এভাবে বলে।
আরো একটি তথ্য এমনকি ঢাকার চরাঞ্চলের চাষীরাও 'আপনি' বলতে জানে না।
এ প্রসঙ্গে আমার একটি বিখ্যাত ডায়ালগ মনে পড়ে,
'তুমারে আমার আপনে কইতে শরম করে'
৩০|
২৯ শে জুন, ২০১০ দুপুর ২:১৮
শিক কাবাব বলেছেন: ঢাকাইয়া কুত্তি (কুট্টি), চিটাইঙ্গা, সিলেইট্টা, বরিশাইল্লা ...... নোয়াখাইল্লা ... সবই হচ্ছে বাংলাদেশের আঞ্চলিক ভাষা। যার যার ভাষা তার তার কাছে সুন্দর। স্বাভাবিক, যেহেতু আঞ্চলিকতার ব্যাপার তাই, এই ভাষাগুলো সকলের নিকট তেমন শ্রুতিমধুর মনে হবে না।
যে ভাষা আমার কাছে (হয়ত সবার কাছে) শ্রুতি মধুর লাগে তা হচ্ছে অরিজিনাল বাংলা ভাষা। যেটা রাষ্ট্রিয়, তথা সাহিত্যের ভাষা।
৩১|
২১ শে জুলাই, ২০১০ সকাল ৯:৫৭
বিহঙ্গী বলেছেন: মুইও দিনাজপুরের , হামারও আঞ্চলিক ভাষা রংপুরের মতন।
হামরা টাকি মাছকে বলি শাটি মাছ এবং কুশারকে কুশাইর।
৩২|
২১ শে জুলাই, ২০১০ সকাল ১০:১০
ধুম্রজ্বাল বলেছেন: আহ্ .........ঠাকুরগা আমার বাড়ি আর রংপুর শ্বশুড়বাড়ী।
দুর থেকে এই দুজায়গা খুব মিস করি
৩৩|
০২ রা জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:০৯
অবস্িকউর বলেছেন: বাহে মুই ও অমপুরের সাওয়াল
তুই সবাকই পুছ করি দেক সব্বাই কইবে তোমার নেকা সেইঙ্কা হইচে
)
৩৪|
০১ লা ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:০৭
খালিদ ভাইরাস বলেছেন: Amar jibonar sobchaya Modhur Sriti guli sob Rongpurar, Rongpur amaka onak kisu diyasa ja ami kunodin vulta parbona. ami rongpur kotobar giyasi ami nijau bolta parbona..Rongpur ar kauka dakhla khuv apon mona hoy,sobchaya basi katiyasi DHAP a, Jibonar sobchaya Boro kosto tau Rongpur thakay payasi, Tarporou akhono Rongpur ar Jonno amar Onak onak valobasha...........
৩৫|
০৮ ই আগস্ট, ২০১১ সকাল ১১:০৭
শ।মসীর বলেছেন: ![]()
![]()
![]()
৩৬|
১৩ ই মার্চ, ২০১২ রাত ১:২৬
অক্টোপাস পল বলেছেন: মুই অমপুরের চ্যাংড়া।
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:২৪
হাসান মাহবুব বলেছেন: হাকাউ!