নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Three words, eight letters, and I'm yours.

God's rules for traveling the road of life: STOP at least once a day, LOOK for the beauty around you, LISTEN to what your heart is saying.

একান্ত কথা

হাত বাড়িয়ে দিলাম...। ধরো, নয়তো ফিরিয়ে দাও। অপেক্ষায় রেখনা...।

একান্ত কথা › বিস্তারিত পোস্টঃ

** টাঙ্গুয়ার হাওরঃ এক অপূর্ব নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি ** (ছবি ব্লগ, পর্ব - ০১)

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২০

অনেক দিনের ইচ্ছা ছিল টাঙ্গুয়ার হাওর টা দেখবার। অবশেষে সময় আর সু্যোগ মতো ৩জনের গ্রুপ নিয়ে বেরিয়ে পরলাম টাঙ্গুয়ার হাওর দেখবার উদ্দেশে।:)



ভারতের মেঘলয়ের পাহাড় আর হাওর এর এক অপূর্ব সম্মিলন...টাঙ্গুয়ার হাওর, তাহিরপুর, সুনামগঞ্জ । সুনামগঞ্জ জেলা শহর থেকে প্রায় ৩২ কিলোমিটার দূরে তাঁর অবস্তান। টাঙ্গুয়ার হাওর যেতে হলে আপনাকে ঢাকা থেকে সুনামগঞ্জের বাস এ সুনামগঞ্জ নুতুন বাস টারমিনালে নামতে হবে। ঢাকা থেকে সুনামগঞ্জ শ্যামলী পরিবহনে ৫৫০ টাকা ভাড়া লাগবে। তারপর আপনাকে রিক্সায় সুনামগঞ্জের হাসন রাজার বাড়ির পাশেই সাহেব বাড়ি ঘাট এ ট্রলারে করে অপর পাড়ে মনিপুর ঘাঁটে যেতে হবে। মনিপুর ঘাট থেকে আপনি সরাসরি টাঙ্গুয়ার হাওরে যেতে পারেন অথবা তাহিরপুর গিয়ে ওই খানকার ডাক বাংলাতে বিশ্রাম নিয়ে তারপর যেতে পারেন। আমার মনে হয় সরাসরি যাওয়াটায় ভাল কারন আপনি ওই খানে মোটর সাইকেল ভাড়া নিয়ে সরাসরি টাঙ্গুয়ার হাওর যেতে পারেন। প্রত্যেকটা মোটর সাইকেল রিজাভ সারা দিন মোটামুটি ১০০০/১২০০ টাকায় হয়ে যাবে। টাঙ্গুয়ার হাওর এ ঘুরতে হলে আপনাকে ট্রলার ভাড়া করতে হবে, সেখানে আপনার মোটামুটি ৬০০/৭০০ টাকায় হয়ে যাবে। তাঁর পর ইচ্ছা মতো উপভোগ করুন অপূর্ব নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি টাঙ্গুয়ার হাওর।

নিচে আমার আনাড়ি হাতে উঠানো কিছু ছবি দিলাম...





তাহিরপুর ডাকবাংলার সামনে আমরা কয়জন। যাবার আগে বুক করে যেতে হয়। ডাকবাংলোর কেয়ারটেকার কৃপেশ দাস: 01724968161





হাওরে যাবার পথে এমন অনেক সুন্দর দৃশ্য চোখে পড়বে।



অবশেষে টাঙ্গুয়ার হাওরঃ



ট্রলার ঘাট। যেখান থেকে মুল টাঙ্গুয়ার হাওরে যেতে হয়।









মুল টাঙ্গুয়ার হাওরে যেতে এমন অনেক নৈসর্গিক সৌন্দর্য আপানার ভরিয়ে দিবে।



হাওরে যাবার পথে ট্রলারে আমরা কয়জন...



প্রায় ৩০ মিনিট পর মুল হাওর এর দেখা পাইলাম...যেটাকে হাওর গেট ও বলা যায়;)











মনে হবে যেন কোন পাখির রাজ্যে চলে আসলাম।















হাওড় মানুষের জীবন যাত্রা...







ওই যে দূরে ভারতের মেঘালয়ের পাহাড় দেখা যায়...





আমরা অবশ্য দুপুরের মধ্যে টাঙ্গুয়ার হাওর দেখা শেষ করে আর এক নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি বারিকটিলা ও যাদুকাটা নদী দেখতে চলে যাই। আগামী পর্বে থাকবে "বারিকটিলা ও যাদুকাটা নদী" ।

মন্তব্য ২২ টি রেটিং +১০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৭

মেহেরুন বলেছেন: ভালোলাগা রইলো। অনেক সুন্দর।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৬

একান্ত কথা বলেছেন: আসলেই সুন্দর। অবশ্যই যাবেন।ধন্যবাদ আপনাকে।

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৭

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: বারিকটিলা ও যাদুকাটা নদীর ছবি ও বিস্তারিত তথ্যচিত্রের অপেক্ষায়!

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০২

একান্ত কথা বলেছেন: সমায়ের অভাবে আজ পোস্ট করতে পারলাম না। অন্য কোন দিন বারিকটিলা ও যাদুকাটা নদীর ছবি ও বিস্তারিত তথ্যচিত্র পোস্ট করব।ধন্যবাদ আপনাকে।

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১১

কাউসার রুশো বলেছেন: এই সময়ে হাওড়ের পানি অনেক কম থাকে। তারপরও অনেক সুন্দর

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

একান্ত কথা বলেছেন: বর্ষাকালটাকে আমি ও সুবিধা বলে মনে করি। কিন্তু এই সময়ে হাওড়ের পানি অনেক কম হলেও আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে।

৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২২

মনিরা সুলতানা বলেছেন: অনেক সুন্দর :)
ধন্যবাদ

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

একান্ত কথা বলেছেন: আসলেই খুবেই সুন্দর জায়গাটা । ভালো লাগতে বাধ্য...ধন্যবাদ আপনাকেও।

৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

মাক্স বলেছেন: সুন্দর!!!

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

একান্ত কথা বলেছেন: আপনার সুন্দর লেগেছে জেনে আনন্দিত হলাম। ধন্যবাদ আপনাকে।

৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮

আমি তুমি আমরা বলেছেন: ভাল লাগল। পরের পর্বের অপেক্ষায় :)

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০০

একান্ত কথা বলেছেন: সমায়ের অভাবে আজ পোস্ট করতে পারলাম না। অন্য কোন দিন পরের পর্ব "বারিকটিলা ও যাদুকাটা" নদীর ছবি ও বিস্তারিত তথ্যচিত্র পোস্ট করব।ধন্যবাদ আপনাকে।

৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০০

আমি তুমি আমরা বলেছেন: ভাল লাগল। পরের পর্বের অপেক্ষায় :)

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

একান্ত কথা বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৮| ২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৬

মিত্রাক্ষর বলেছেন: পোস্টে ++++++++

৯| ১৯ শে জুন, ২০১৩ রাত ১১:৩১

আরমিন বলেছেন: বাহ! চমৎকার!

১০| ১৯ শে জুন, ২০১৩ রাত ১১:৪২

সায়েদা সোহেলী বলেছেন: ।অপূর্ব! ! আমাদের দেশটা আসলেই অনেক সবুজ শ্যামল সুন্দর


।ধন্যবাদ আপনাকে

১১| ২০ শে জুন, ২০১৩ রাত ১২:১৮

বোকামানুষ বলেছেন: সুন্দর পোস্ট

যাওয়ার ইচ্ছা আছে

১২| ২১ শে জুন, ২০১৩ বিকাল ৩:১১

মহামহোপাধ্যায় বলেছেন: গতবছর শীতকালে একটা প্রজেক্টের কাজে গিয়েছিলাম টাঙ্গুয়ার হাওড়, দশদিন ছিলাম। মজার কথা হচ্ছে ঐ ডাকবাংলোতেও ছিলাম যেটার ছবি আপনি দিয়েছেন। টাঙ্গুয়ার হাওড়ের সৌন্দর্য্য তো বলে বোঝানো সম্ভব নয়, সেই চেষ্টাতেও যাব না। একটা আফসোস থেকে গেছে অতিথি পাখিগুলো খুব কাছ থেকে দেখতে পাইনি। নৌকার মাঝি বলেছিলেন আমরা আগে আগে কাজ শেষ করতে পারলে নিয়ে যাবেন, কিন্তু আমাদের কাজ শেষ করে ফিরতে ফিরতে প্রায়ই সন্ধ্যা হয়ে যেত। তবে ওখানকার মানুষজন অর্থনৈতিকভাবে খুব দূর্বল।

খুব ভালো লাগলো আপনার এই ছবি ব্লগ। প্লাস দিলাম। বারিকটিলার নাম শুনেছি কিন্তু যাওয়া হয়নি। শুনেছি এই টিলায় নাকি খুব খাঁড়া রাস্তা বেয়ে উঠতে হয়। পরের পর্বের অপেক্ষায় থাকলাম।

১৩| ২১ শে জুন, ২০১৩ বিকাল ৩:২২

মহামহোপাধ্যায় বলেছেন: ও আরেকটা কথা। টাঙ্গুয়ার হাওড় নিয়ে সবচেয়ে বেশি যে কথাটা শুনেছিলাম সেটা শেয়ার করার লোভ সামলাতে পারলাম না।

"ছয় কুড়ি বিল, নয় কুড়ি কান্দা
টাঙ্গুয়ার হাওড়ে সবার জীবন বান্ধা"

১৪| ২২ শে জুন, ২০১৩ দুপুর ২:৩১

এহসান সাবির বলেছেন: পোস্ট দেখে যেতে মন চায়।

১৫| ১০ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৫৯

শ।মসীর বলেছেন: অনেক সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.