![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাত বাড়িয়ে দিলাম...। ধরো, নয়তো ফিরিয়ে দাও। অপেক্ষায় রেখনা...।
আই বি বি (ইন্সিটিউট অফ ব্যাংকারস, বাংলাদেশ) যে উদ্দেশ্য আর আশা নিয়ে প্রতিষ্ঠা করা হয়েছিল, তা থেকে ওই ইন্সিটিউট টি সম্পূর্ণ রুপে ছিটকে পরে গেসে।
এখন এই প্রতিষ্ঠান টি একটি নামে মাত্র ব্যাংকারসদের কাছে সার্টিফিকেট বিক্রির প্রতিষ্ঠানে পরিনিত হয়ে গেছে। সব ব্যাংকিং প্রতিষ্ঠান গুলো তাদের এমপ্লয়ীদের অনেকটা বাধ্য করছে এদের সার্টিফিকেট নিতে। কোন চৌকস ব্যাংকার এই এক্সাম দিয়ে বা পাস করে কিছু শিখে বলে আমার মনে হয় না, এমনকি কেউই এইটা মনে করে না। শুধু মাত্র ব্যাংকারস দের পদ উন্নিতির জন্য কিছু পয়েন্ট বরাদ্ধ থাকার দরুন ব্যাংকার রা এই সার্টিফিকেট নিতে অনেকটা বাধ্য। ওই পয়েন্ট টা এই সার্টিফিকেট বরাদ্ধ না দিয়ে অন্য কোথাও দিলে ব্যাংকার রা অনেক বেশি লাভবান হতো। আজ ব্যাংক জবে আসার জন্য আই বি বি এর পরীক্ষা ও ফলাফলে যে কতটা সীমাহীন হয়রানির শিকার হতে হয় টা বুঝতে পারছি।
১। প্রথমতঃ রেজিস্ট্রেশান ফি নিতে। কেউ যদি ১ম পার্ট বা ২য় পার্টের একটা সাবজেক্ট এক্সাম দেয় তাঁর ফি ১০০০ টাকা, আবার ৬ সাবজেক্ট এক্সাম দিলেও ১০০০ টাকা !!! অদ্ভুত রুলস....
২। এক্সাম গুলোতে কেউ প্রশ্নর সবচাইতে সঠিক উত্তর দিলে এক্সামিনার মনে করে বই দেখে লিখসে, তাই সে নিশ্চিত ফেল করবে এইখানে কোন সন্দেহ নাই !!! পুরা ২ বছরের অভিজ্ঞতা...
৩। ২জন স্টুডেন্ট প্রায় কাছাকাছি লিখা লিখলে নিশ্চিত থাকবেন একজন পাস করবে আর একজন ফেল করবে। সে ক্ষেত্রে ১ন জনের পাস নিশ্চিত...
৪। আমার দেখা অনেক ব্যাংকার আছে যারা ১টা মাত্র সাবজেক্টে আটকায় গেসে, যা ১৫/২০ এক্সাম দিয়েও পাস হয় না কিন্তু কেন? আমি যত দূর শুনেছি তারা ভাল প্রস্তুতি নিয়েই এক্সাম দেয়। আর এই জন্য অনেকের পদ উন্নিতি আটকাই আছে।
৫। সবচাইতে হাস্যকর ব্যাপার টা হচ্ছে একজন ব্যাংকার যে সাবজেক্ট এ ইউনিভার্সিটি তে অনাস, মাস্তাস করেছেন, অথচ ওই ব্যাংকার ওই সাবজেক্ট এ ফেল করে বসে। শুধু একবার না, কয়েক বার এক্সাম দিয়েও সে পাস করতে পারে না !!!
৬। আরও অনেক আছে...কত গুলো বলবো...
অনেকে আবার দাবি তুলেছেন যে এই ফালতু এক্সাম টা তুলে দেয়া হক। নিচে এফ।বি। থেকে পাওয়া রিসেন্ট কিছু কমেন্ট দেয়া হলঃ
প্রতিষ্ঠানের ওয়েব লিঙ্ক
১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৭
একান্ত কথা বলেছেন: এগুলোর বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ দরকার।পুরাই ফালতু একটা এক্সাম...শুধু হয়রানি ছাড়া আর কিছুই নয়...
২| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২৬
২০১৩ বলেছেন: কি বলব ভাই ভয়ে পরীক্ষা দেইনা।
১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৮
একান্ত কথা বলেছেন: ভয় পাইলে ক্যামনে জয় করবেন আই বি বি কে??? সো এক্সাম দেন তাড়াতাড়ি...ফালতু জিনিস যত তাড়াতাড়ি শেষ করা যায় ততই মঙ্গল।
৩| ১১ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩৮
আশীষ কুমার বলেছেন: আমি এবার এক চান্সেই পার্ট-১ শেষ করলাম। তবে আপনার কথা সত্য বলে মনে হচ্ছে। অনেকেরই দেখলাম এ অবস্থা। দোয়া করবেন পার্ট-২ এর জন্য।
১১ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৩
একান্ত কথা বলেছেন: আপনার কপাল অনেক ভালো। আসেন ভাই আপনার কপালের সাথে কপালটা ঘষা দেই...
৪| ১১ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৮
কক্ষচ্যুত বলেছেন: যেখানে বাংলাদেশ ব্যাংক আছে সেইখানে এস এস সি পরীক্ষার মত, মাথা ঘুরাতেও দেয়না । অথচ আমার অনেক জানাশোনা অন্য জায়গা থেকে পরীক্ষা দিয়ে আরামে ২ পার্ট পাস করে বসে আছে ।
১১ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৫
একান্ত কথা বলেছেন: হুম, ঠিক কথা বলসেন...ধন্নবাদ আপনাকে।।
©somewhere in net ltd.
১|
১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪২
ব্যাংকার বলেছেন: ভালো প্রিপারেশন আর ভালো পরীক্ষা দিয়ে যেখানে ৮০ এর উপরে নম্বর পাওয়ার কথা সেখানে করলাম ফেল। তাও পরপর দুইবার। বিআইবিএম এর এমবিএম এ যেখানে আমার মার্কস ৭০% এর উপরে সেখানে ফেল খুব দুঃখজনক। যাই হোক পরীক্ষার খাতা স্ক্রুটিনি করতে দিছি। তবে এই স্ক্রুটিনি নিয়ে লোকজন যা বলে তাতে আইবিবির উপর আর কোন ভরসা নাই।