নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Three words, eight letters, and I'm yours.

God's rules for traveling the road of life: STOP at least once a day, LOOK for the beauty around you, LISTEN to what your heart is saying.

একান্ত কথা

হাত বাড়িয়ে দিলাম...। ধরো, নয়তো ফিরিয়ে দাও। অপেক্ষায় রেখনা...।

একান্ত কথা › বিস্তারিত পোস্টঃ

** বারিক্কা টিলাঃ পাহাড় আর নদীর সম্মিলনের এক অপূর্ব নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি ** (ছবি ব্লগ, পর্ব - ০২)

২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪

বারিক্কা টিলা সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার অন্তর্গত। এখানে বাংলাদেশের সীমান্ত, ওপাশে ভারতের মেঘালয়, খাসিয়া পাহাড়।





বারিক্কা টিলাটিতে রয়েছে ৪০ ঘর মত আদিবাসীদের বসবাস। ঘন সবুজে পূর্ণ টিলাটির মাঝখান দিয়ে নির্মিত হয়েছে একটি পাকা রাস্তা যেটি দিয়ে মোটর সাইকেল যোগে যাওয়া যায় টেকেরঘাট।





টেকের ঘাট পরিতাক্ত চুনাপাথর খনি প্রকল্প, যা আপনাকে পুরান দিনের পরিবেশে কিছু ক্ষণের জন্য নিয়ে যাবে।









সবার অনুরোধে সেইরাম একটা পোশ দিলাম ;)B-)



দুপুরে খাবারের জন্য এর চাইতে ভালো কোন হোটেল পাবেন না, তবে খাবার টা খারাপ ছিল না...পেট পুরে খাইসি...:D





সারা টা পথ এই রকম অপূর্ব নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর...





বারিক্কা টিলায় উঠবার একমাত্র রাস্তা...আক্টু রিস্কি।





বারিক্কা টিলার উপর থেকে ওপাশে ভারতের মেঘালয়, খাসিয়া পাহাড়ের অভূতপূর্ব দৃশ্য অবলোকন, যা কোন দিনও ভুলবো না !!!



বারিক্কা টিলার উপরে আমরা কয়জন...





মোটর সাইকেলে বারিক্কা টিলার উপর ঘোরাঘুরি...





ভারতের সীমানা তে গিয়ে বাংলাদেশ সীমানা পিলারের ছবি তোলা !



এইবার বাংলাদেশ সীমানা তে গিয়ে ভারতের সীমানা পিলারের ছবি তোলা !

উফ !!! কি মজাটাই না করছি...ভোলবার মতো না !:)



বারিক্কা টিলার পাশে রয়েছে যাদুকাটা নদী যা ভারতের খাসিয়া পাহাড় হতে বাংলাদেশে প্রবেশ করেছে।







নদীর অপর পাড়ে রয়েছে লাউয়ের গড় বি.ডি.আর ক্যাম্প। বর্ষার ঢলে ভারতের পাহাড় হতে বাংলাদেশে প্রবেশ করে বালু আর পাথর আর গাছের ডালপালা যা উত্তোলন করা হয় এই মৌসুমে।





বালু-পাথর ও গাছের শাখা-প্রশাখা (স্থানীয় লোকেরা জ্বালানীর জন্য সংগ্রহ করে) তোলার জন্য শত শত নৌকা জড় হয় এখানে।











দূরে পাহাড়, এক পাশে টিলা, তার পাশ দিয়ে নদী, সে এক অভূতপূর্ব দৃশ্য।





এছাড়া ভারতের পাহাড়ে রয়েছে একটি তীর্থস্থান ও একটি মাজার যেখানে বছরের নির্দিষ্ট ভিন্ন ভিন্ন দিনে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের হাজার হাজার লোক জড় হয় পূণ্য স্নান ও উরসে, তখন বিডিআর ও বিএসএফের সমঝোতায় ২-১ দিনের জন্য সীমান্ত উন্মুক্ত করা হয় (সেই সময় উভয় দেশের লোক উৎসবে জড় হয়)।



বারিক্কা টিলার উপর থেকে ভারতের মেঘালয়ের পাহাড় গুলোকে ধরবার চেষ্টা !!! হাহাহাহহা:D





অবশেষে সন্ধায় জাদু কাটা নদী পার হয়ে সুনামগঞ্জের উদ্দেশে...:|



সুনামগঞ্জ থেকে নৌকা(নাব্যতা যতদিন থাকে) কিংবা মোটর সাইকেলযোগে যাওয়া যায় এখানে। সময় লাগে ৩-৪ ঘন্টা মত। আমরা অবশ্য সেখানে গিয়েসিলাম ২টা সাইকেলযোগে।



যারা আগের পর্ব মিস করছেন তাদের জন্যঃ

** টাঙ্গুয়ার হাওরঃ এক অপূর্ব নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি ** (ছবি ব্লগ, পর্ব - ০১)

মন্তব্য ৩১ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭

মনিরা সুলতানা বলেছেন: বাহ অপূর্ব সব ছবি...
অনেক ভাল লাগলো ...

ধন্যবাদ আপনাকে :)

২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

একান্ত কথা বলেছেন: আপু ওই খানে গেলে আমি সিউর আপনার আরও অনেক ভালো লাগবে।

২| ২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭

বোকামন বলেছেন: অভূতপূর্ব দৃশ্য ......
ধন্যবাদ

২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

একান্ত কথা বলেছেন: সত্যিই অভূতপূর্ব দৃশ্য ......না গেলে রেয়াল ফীলিংস টা পাবেন না !

৩| ২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

বাংলাদেশের আইডল বলেছেন: ভালো লাগলো ।

২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

একান্ত কথা বলেছেন: ধন্যবাদ আপনাকে...

৪| ২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

সেলিম আনোয়ার বলেছেন: কোমরে ব্যথা অনুভব করছি।মোটর বাইক ভাড়া করে পাথর কোয়েরি পরিদর্শনে গিয়েছিলাম বলতে পারেন জান শেষ......উঠলাম টিলায় হাজার খানেক নৌকা একসঙ্গে দারুণ সে ভুলবার নয়......কষ্টে কেষ্ট মিলেগো

২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১০

একান্ত কথা বলেছেন: কষ্ট তো একটু আছেই...তারপর ও আমার কাছে ভালোই লাগসে...

৫| ২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

মনিরা সুলতানা বলেছেন: যাব ভাইয়া , ইনশাল্লাহ এক সময় ।। আপনার লেখাটা সংগ্রহে রাখতে হবে মনে রাখার জন্য ।। :)

২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

একান্ত কথা বলেছেন: আপু, যাবার আগে যদি পারেন যোগাযোগ করিয়েন...সঠিক দিক নির্দেশনা দিতে পারব...!

৬| ২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

মাক্স বলেছেন: সুন্দর্স!!!

২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

একান্ত কথা বলেছেন: আসলেই সুন্দর ! ধন্যবাদ আপনাকে...

৭| ২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

শান্তা273 বলেছেন: অসম্ভব সুন্দর!

২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

একান্ত কথা বলেছেন: হুম...অসম্ভব সুন্দর! সমায় পেলে একবার ঘুরে আসতে পারেন...

৮| ২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

ফাঁটা বাশ বলেছেন: অপূর্ব !!!
শেয়ার করার জন্য ধন্যবাদ ।

২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

একান্ত কথা বলেছেন: আপনাকেও ধন্যবাদ...

৯| ২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

বাংলার হাসান বলেছেন: আমাদের দেশটা অনেক অনেক সুন্দর

২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

একান্ত কথা বলেছেন: আসলেই তাই...শুধু দরকার চোখ মেলে দেখা !

১০| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫০

ফ।ম।হাসান বলেছেন: সুনামগঞ্জ থেকে বজরা নিয়ে গিয়েছিলাম।রাতে টেকের ঘাট এ নোঙ্গর করে বজরাতেই ছিলাম।আসাধারন অনুভুতি।কিন্তু বারিক টিলা যাওয়া হয়নাই :(

২৪ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫২

একান্ত কথা বলেছেন: আসল জায়গাটাই তো মিস করসেন...

২৪ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৯

একান্ত কথা বলেছেন: আসল জায়গাটাই তো মিস করসেন...

১১| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৩

স্বপ্নখুঁজি বলেছেন: অসাধারণ...

২৫ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩৪

একান্ত কথা বলেছেন: সত্যিই অসাধারণ...

১২| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪২

বাংলার পিথক বলেছেন: গত নভেম্বরে সিলেটের জাফলং থেকে আরম্ভ করে ৬ দিনে বিছানাকান্দি, ভোলাগঞ্জ, বাংলা বাজার, বাশতলা, বোগলা বাজার, দলুরা নারায়ন তলা, লাউরের গড়, বারিক্কের টিলা, টেকের হাট, বাগলি, মহেশখোলা হাট হয়ে নেত্রকনার কলমাকান্দা দিয়ে বের হয়েছিলাম। সিলেট বিভাগের উত্তর পূর্ব দিক দিয়ে ডুকে বর্ডার ধরে উত্তর পশ্চিম দিক দিয়ে বের হয়ে নেত্রকনার কলমাকান্দা এসে ট্রেকিং/ ভ্রমণ শেষ করলাম। খুব, খুবই সুন্দর সব জায়গা। আপনার ছবিগুলো আবার পাগল করে দিল। আবার যেতে হবে।

২৫ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩৩

একান্ত কথা বলেছেন: ভাই আপনি তো দারুন ভ্রমণ পিপাসু মানুষ...

১৩| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১:১৫

আরজু পনি বলেছেন:

ওরররে চোখ জুরানো সব ছবি!

+++++++++++

২৫ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩৪

একান্ত কথা বলেছেন: হুম...চোখ জুরানো সব ছবি !

১৪| ২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৫

সঞ্জয় নিপু বলেছেন: খুব সুন্দর হয়েছে ।

১৫| ২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৪

মিত্রাক্ষর বলেছেন: ছবিগুলো দেখে খুব ভাল লেগেছে। ++++
প্রায় ১২ বছর আগে টেকেরহাটে গিয়েছিলাম। কিন্তু বারিক্কা টিলায় যাওয়া হয়নি। এইবার যাব ইনশাল্লাহ।

১৬| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৬

হাসান রাজু বলেছেন: আমি ওই চুনা পাথর খনীতে অডিটে গিয়েছিলাম, তা ও বর্ষায়। যেতে কষ্ট হয়েছে, ৪-৫ ঘণ্টা মোটরবাইকে। কাদায়-পানিতে একাকার। যতই মেঘালয়ের কাছে গিয়েছি ততই মুগ্ধ হয়েছি। ডান দিকে তাকিয়ে তাকিয়ে ঘাড়ে ব্যথা।
যারা জাফলং গিয়েছেন তারা এই নদীতে গিয়ে দেখতে পারেন। অসাধারন।
ভাই একান্ত কথা, আপনি কি সেখানে মুক্তিযুদ্ধের শহিদদের গণকবরটি মিস করে ফেলেছেন ? খনির আবাসিক ভবনগুলোর পেছনেই ছিল।

১৭| ২১ শে জুন, ২০১৩ বিকাল ৩:৩৫

মহামহোপাধ্যায় বলেছেন: ভালো লাগলো ভাইয়া, অনেক সুন্দর। সিলেটের ভোলাগঞ্জ আর জাফলং এর সাথে কিছুটা মিল আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.