নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্যিক নামঃ নিসার আহমেদ। ডাকনামঃ পারভেজ। নিসার আহমেদ পারভেজ ১৯৯৭ সালের ২৫ ডিসেম্বর চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন। তার মায়ের নামঃ রেহানা বেগম। তার বাবার নামঃ সোহরাব খাঁন। একটি মধ্যবিত্ত পরিবারে তার বেড়ে উঠা! প্রকৃতির প্রতি ভালোবাসা থেকেই তার কবিতা লেখার

আরবান

আরবান › বিস্তারিত পোস্টঃ

বর্ষার আগমন

১০ ই আগস্ট, ২০২২ রাত ২:৩১

বর্ষার আগমন
নিসার আহমেদ


আকাশ জুড়ে আছে কালো জলধর,
তমসায় ঢেকে গেছে আসবে বলে ঝড়।
বিস্তর হাওয়া বইছে চারিপাশে,
গাছ গুলো ক্রমাগত দোল খাচ্ছে।


নেমে এলো সহসা বাদল ধারা,
নিঝুম হয়ে গেছে উত্তাল পাড়া।
উষ্ণতা ভরা ছিলো এই প্রান্ত,
অমনি সব হয়ে গেলো শান্ত।


নেই কোলাহল শুধু শুনছি মেঘের শব্দ,
পথ গুলো ফাঁকা হয়ে গেছে নিস্তব্ধ।
পাখিরা ছুটছে নীড়ের সন্ধানে
অবাক নয়নে চেয়ে আছি গগনে।


নেমে এলো প্রশান্তি অবশেষে,
ক্লান্তি তাই বহুদূরে হারিয়েছে!
শীতল হাওয়া বইছে অবিরত,
যাচ্ছে চলে মন খারাপ আছে যত।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.