নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্থপতি শিহাব

স্থপতি

স্থপতি শিহাব › বিস্তারিত পোস্টঃ

শান্তি ! ওম শান্তি ! !

২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৪

শান্তি ! ওম শান্তি ! !

বাজারে যদি এমন কোন লিপস্টিক পাওয়া যাইত যেইটা মুখ ঘণ্টাখানিক সুপার গ্লু এর মতন চিপিয়া ধরিবে । দেশ-সংসারে বিবাদ-ফ্যাসাদ তবে অর্ধেক কমিয়া আসিত সন্দেহ নাই !



পরানুক্রমিক নেত্রীদ্বয় একে অপরকে গালাগালিও কম কম দিতেন নিশ্চিত । দেশ সংসারে কোন্দল ও কমিয়া আসিত । স্বামীর অনর্থক ভ্রু-কুঞ্চনে ওপার থেকে স্ত্রীর কোকিল কণ্ঠে 'কুত্তা' গালিও ভাসিয়া আসিত না :পি



আহ ! কি পরম শান্তি ! !

নম ! নম ! লিপলাঠি তোমারে ! !



কিন্তু প্রশ্ন হল - নেত্রীদ্বয় স্তুতি করিতেন কিভাবে যদি মুখ চিপানোই থাকে ? ( যদিও উনারা প্রশংসা একটু কম কম ই করেন, ভিটামিন এর স্বল্পতা :পি )



যেহেতু লিপলাঠির ইলাস্টিসিটি বেশী থাকিবে তাই চামচিকাগণ কোন ভালো কথা বলা মাত্রই উনারা বদন প্রসারিত করিয়া নৌকা / বাঁকা ধান মার্কা হাঁসি দিবেন । ২ মিনিট আগে হাসি সংকুচিত হইবার কোনই সমভাবিলিটি নাই । ইলাস্টিক স্মাইল বলিয়া কথা ! !

ভাবিতেই চোখে জল এসে যায় :(



আক্রমনাত্তক প্রশ্নবিদ্ধ হইবে লিপলাঠির মহান আবিষ্কারক ! !

নারীই কি সব গণ্ডগোল এর মূল ? পুরুষদের কোন দোষ নাই ?

অবশ্যই আছে !

তবে একটাবার ভাবিয়া দেখুন শুধুমাত্র এক লিপলাঠির গুনে দেশ-সংসারে শান্তির হাওয়া বহিছে :) :)



বিবি হাওয়া একবার ভুল করিয়াছেন বলিয়া আজ আমরা মর্তে নিক্ষিপ্ত আর এতো বিবাদে লিপ্ত ! সেটা মাথায় রাখিয়াও যদি আপনারা এক পা আগাইয়া দিতেন ............... আর লেডিস ফাস্ট বলিয়া একটা প্রবাদ আছেনা ! ? !



আর ছেলেরা কি লিপস্টিক দেয় নাকি বলেন ! ! ! ? ! ! ? ! ! ?



( মরাল অব দ্যা স্টোরি কি ? !

আওয়াজ নিচে ! !

নারীপুরুষ - বাচ্চা কাচ্চা - পশু পাখি - যন্ত্র পাতি - যান বাহন নির্বিশেষে )

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৩

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: হা হা হা হা :) :D মজা পেলুম !! ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.