নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্থপতি শিহাব

স্থপতি

স্থপতি শিহাব › বিস্তারিত পোস্টঃ

আপনিও পড়তে পারেন ফাঁদে / খুব খিয়াল /

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২৩

আচ্ছা আপনি ফেসবুকে আপাতত লেখালেখি বন্ধ করেন / কে আপনি প্রশ্ন করাতেই উত্তর এলো আমি ক্যাপ্টেন ফয়সাল র‍্যাব ৭ / স্বভাবতই একটু ঘাবড়ে গিয়েছিলাম / উনি আসলেই সামরিক কর্মকর্তা কিনা এনশিওর হতে নক করেছিলাম দুইজন ফেসবুক সেলিব্রেটিকে / একজন সাথে সাথেই উত্তর দিল তার অনেক ডাই হার্ড ফ্যান এবং সে ক্যাপ্টেন / অন্যজন একটু সময় নিয়ে পরে জানালো সে আসলেই আর্মির কেউ / সুতরাং সন্দেহ দানা বাঁধবার কোন অবকাশই শুরুতে ছিলনা / এরপর বেশকিছুক্ষণ আলাপচারিতা এবং অতপর ঘনিষ্ঠতা এবং একটা পর্যায়ে সে আমাকে তার ভাই বলেও সম্বোধন করেন / একদিন সে আমাকে ফোন করে বলল আপনার নাম তো ১৮ জন ব্লগারের লিস্টে আছে আপনে একটু সাবধানে থাকেন / অতপর সে নিজ দায়িত্তে আমার নাম কাটানোর ব্যবস্থা করে তার প্রভাবশালী শ্বশুর গাজিপুরের এমপি সাহেবের রেফারেন্স দিয়ে / বাট সে স্টিল আনম্যারিড / ইতমধ্যে ক্যাপ্টেন ইশতিয়াক রেজা নামের একজন র‍্যাবের আইটি হেড পরিচয়ে আমাকে ইনবক্স করে প্রশ্ন করে আপনি ফয়সালের কি হন / ? / ফয়সাল আগেই আমাকে ইশতিয়াকের কথা বলেছিল এবং বলেছিল যদি নক করে তবে যেন বলি আমি ফয়সালের ভাই / ওকে ভালো কথা / ক্যাপ্টেন ইশতিয়াক আমাকে নক করলো এবং আমি আসলেই ফয়সালের ভাই কিনা শিওর হতে ফয়সালের আসল নাম জানতে চাইল / আমি সাথে সাথে ফয়সালকে ফোন করলাম এবং জেনে ইশতিয়াক রেজাকে বললাম রেহানুর রহমান ফয়সাল / ইশতিয়াক এরপর বলল আমি আমার কর্মজীবনে কারও জন্য ফয়সালকে দেখিনাই সুপারিশ করতে আর সে ব্লগার লিস্ট থেকে আপনার নাম কাটানোর জন্য আমাকে কম করে হলেও ২০ বার ফোন দিয়েছে / স্বভাবতই এরকম স্ক্রিন প্লে রোল করতে থাকলে আপনি বা আমি কি ফয়সালকে সন্দেহ করবো নাকি ফয়সালের প্রতি বিশ্বাস আরও দ্বিগুণ করবো / ? / ফয়সাল নাম কাটানো শেষে আমাকে সুখবর জানালো এবং বলল প্রায় ৫০ হাজার টাকার মতন খরচ হয়েছে তবে সেটা আমার দেয়া লাগবেনা কারন সে আসলেই আমাকে পছন্দ করে ভাইয়ের স্থান দিয়েছে / তার কোন বড় ভাই নাই আমিই তার ভাই / এখানে বলে রাখি ইশতিয়াক রেজা হল প্রতারক ফয়সালের আরেকটা আইডি / কি বুঝলেন / ? /



এরপর ধীরে ধীরে ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতর / সাভারের রানা প্লাজার ভিক্টিমদের জন্য যখন কাজ শুরু করলাম তখন দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে সাহায্য পাঠাবার আবেদন আসলেও আমি গ্রহন করিনি কারন একটু গুছিয়ে স্বচ্ছতা নিশ্চিত করেই আর্থিক লেনদেন শুরু করতে চেয়েছিলাম / সে মুহূর্তে ইংল্যান্ড থেকে একজন আমাকে ফোন করলো / সে ফয়সালের ফেসবুক বন্ধু এবং আমারও / সে আমাকে প্রশ্ন করলো সাভারের প্রজেক্টে কি ফয়সাল আমার সাথে জড়িত কিনা এবং সে কি টাকা পাঠাবে সাহায্যের জন্য / ? / আমার উত্তর ছিল স্ট্রেট না / আমরা কোন টাকা আপাতত নিচ্ছিনা / নিলে পরে জানাবো / ব্যাপারটা ফয়সাল ভালভাবে গ্রহন করেনি কারন যে ইংল্যান্ড থেকে টাকা পাঠাবে সে মুলত আমাকে বিশ্বাস করেই টাকাটা পাঠাতো / আমি না বলাতে ফয়সাল মনক্ষুন্ন হয়ে ইনবক্স করলো আমি কেন তার একটা ডোনার নিয়ে যাচ্ছি / ফয়সাল নাকি আর্মির কোন গ্রুপের সাথে মিলে সাভারের ব্যাপারে আরেকটা প্রজেক্ট হাতে নিয়েছিল / এরপর ইংল্যান্ড প্রবাসীকে জানালাম দেখেন আপনি ফয়সালকে টাকা পাঠালে সেটা আপনার দায়িত্তে পাঠাতে পারেন সে যদি আসলেই আর্মিদের কোন গ্রুপে সাহায্যের জন্য কাজ করে থাকে / এখানে আমার কিছুই বলার নাই / অতপর সে ১৩০০০ টাকা পাঠায় এবং ফয়সাল তা গ্রহন করে কি কাজে ব্যয় করেছে কেউ জানেনা /



এরপর প্রায়ই ফয়সাল চিটাগং থেকে ঢাকায় আসে আমাদের সাথে দেখা করতে / স্বভাবতই জিনিসটা আন্তরিকভাবে গ্রহন করি / আমাদের গ্রুপের সবার সাথেই সখ্যতা ক্রমান্বয়ে বাড়তে থাকে / এরমাঝে ফয়সালের কিছু চালচলনে এবং প্রচণ্ড আওয়ামীবিরোধী লিখার কারনে সন্দেহের দানা গ্রুপের অন্যান্যের মধ্যে বিজ বপন করলেও তা প্রকাশ করা হয়নি সম্পর্ক ফাটলের ভয়ে / তবে সে বীজ মহীরুহে রুপান্তর হতে বেশি সময় লাগেনি যখন ফয়সাল আমাদের গ্রুপের সাথে ব্যবসায়িক লেনদেন এর ফাদ পাততে শুরু করে / আর্মি এবং র‍্যাবে আইটির যন্ত্রপাতি সরবরাহ এবং বিলবোর্ড এর ব্যবসার টোপ ফেলে সে গ্রুপের সবার কাছ থেকে সর্বমোট ৭০ হাজার টাকা নগদ গ্রহন করে / ক্যাপ্টেন থেকে মেজর অতপর কঙ্গোতে মিশন অতপর সেটা বাদ দিয়ে মেজর সাহেবকে পররাষ্ট্র মন্ত্রনালয়ে ন্যস্ত বিশেষ দূত হিসেবে জাতিসংঘে / তার এই অতিমাত্রায় চঞ্চলতা এবং অস্থিরতা আসলে তার চরিত্র ফাঁস হবার অন্যতম একটা কারন / আমরা যে যার স্থান থেকে তখনই যাচাই শুরি করি ফয়সালের ব্যাপারে এবং প্রত্যেকটা রেফারেন্স থেকে রেসপন্স আসতে শুরু করে নেগেটিভ এন্ড নেগেটিভ / ফয়সাল খুব দ্রুত চঞ্চলতার সাথে তার অবস্থান এবং ইমশন ডাইভারট করে ফেলে তাই তাকে আমাদের টোপে ফেলতে একটা মাইন্ড গেম প্রয়োজন আর সেটাই আমরা শুরু করি সম্বিলিতভাবে / আমাদের নিজেদের মাঝে নিজেদের কোন্দল শুরু করি মাইন্ড গেমের অংশ হিসেবে / গ্রুপের একটা অংশ হয়ে যায় ফয়সালের অন্তরঙ্গ এবং আমি আর আমার স্ত্রী হয়ে যাই শত্রু /



যেদিন ফয়সাল ধরা পরে সেদিন সে মুলত আমার উপর শত্রুতামূলক প্রতিশোধ নিতেই ঢাকা আসে গেমপ্লানের অংশ হিসেবে / তার সহচর ছিল আমাদের গ্রুপের অন্য একটা অংশ যাদের ফয়সাল নিজের লোক বলেই অগাধ বিশ্বাস অলরেডি করে ফেলেছে / ফয়সাল খুবই দ্রুত চিটাগং থেকে ঢাকায় আসে এবং পুরান ঢাকা অবস্থান করে লোকবল জড়ো করবার জন্য আমার অফিসে হামলা করতে / তার আগেরদিন সে আমাকে এসএমএস করেছিল ২৪ ঘন্টা বেধে দিয়ে / কিন্তু সে নিজেও জানেনা ২৪ ঘণ্টার মাঝে সেই তার নিজের জালে আটকাতে যাচ্ছে /



পরিশেষে আমাদের অনেকদিনের নাটকীয় প্লটের সিকোয়েন্স অনুযায়ী সে ঠিক ফাদে পা দিয়ে আটকা পরেছে / এখানে মুল ক্রেডিট অবশ্যই আমার একার না / তবে দায়িত্ত আমার বিশাল ছিল কারন এক আমার ওপর বিশ্বাস করেই অনেকেই ফয়সালকে বিশ্বাস করেছে / আমার গুরু দায়িত্ত ছিল এ প্রতারকের মুখোশ উম্মচন করা / টানা ৭ - ১০ টা দিন একসাথে ছিলাম আমরা সব প্রয়োজনীয় কাজ ফেলে এ নাটকের যবনিকা টানতে / ধন্যবাদ জানাই Jasnim T. Enam / Manik / Syed Jafor Ahamad Rajib / Fahimuzzaman Fahim / Zobaer Bin Liaquot / Farzana Yesmin Mitu / ধন্যবাদ জানাই র‍্যাব ১০ কে / আইন আসলে এখনও মরে যায়নি / কিছু সৎ মানুষ আইনের হাত ধরে আছে বলেই এখনো আমরা টিকে আছি সমাজে /



শুধু একটাই শিক্ষা এখান থেকে আমাদের সবাইকে নিতে হবে / ফেসবুকে ছেলে মেয়ে সংক্রান্ত ফাঁদ কিংবা অর্থ সংক্রান্ত ফাঁদ যে কোনটাতেই আপনিও পরতে পারেন / তাই যতই মনমুগ্ধকর হোক না কেন অবয়ব যতই আকর্ষণীয় হোক না কেন বচন আপনি মুগ্ধ হবেন না / আর ১০০% যাচাই না করে কাউকে আপনার ফোন নং দিবেন না কিংবা দেখা করবেন না / ইনবক্সে যতদূর সম্ভব দুরত্ত বজায় রেখে কথা বলুন অথবা ইগনোর করুন /



আপনিও পড়তে পারেন ফাঁদে / খুব খিয়াল /





Click This Link

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২৫

স্থপতি শিহাব বলেছেন: Click This Link

২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

নীলমেঘ আমি বলেছেন: এই হলো সেই প্রতারক এর আইডি। যাদের বন্ধু তালিকায় আছে, তারা বাদ দিয়ে দেন। একে চিনে রাখুন।

৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

কালবৈশাখীর ঝড় বলেছেন:
যেখানে অর্থ জরিত সেখানেই সাবধান হতে হয়।

৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৩

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: কল্পনাকেও হার মানায় এই সব ঠগ , বদমাইশেরা ! অথচ , লোকদেখানো ভড়ং এতোটাই পিচ্ছিল হয় , যে বোঝাই যায় না !!

৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২২

শান্তির দেবদূত বলেছেন: খাইছে !! পুরাই কস কি মমিন হয়া গেলাম!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.