নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"আমি শুধুই মানুষ অন্য কিছু নয়\"

এম এস আরেফীন ভুঁইয়া

সমস্ত ভালোবাসা কবি এবং কবিতার জন্য

এম এস আরেফীন ভুঁইয়া › বিস্তারিত পোস্টঃ

সমবয়সীদের মধ্যে বিয়ে স্থায়ী না হওয়ার কারণ এবং কিছু কথা।। এম এস আরেফীন ভুঁইয়া।।

২৫ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৩



দেখাশুনা ভালোলাগা ভালোবাসা প্রেম প্রীতি অতঃপর বিয়ে।এই ভালোলাগা ভালোবাসার বিয়ের খারাপ দিক অনেক।
সবায় বুঝার জন্য কিছু কথা বলাঃ

সাধারণত সমবয়সীদের বিয়ে দীর্ঘ সময় স্থায়ী হয় না।তার কারন একজন অন্যজনকে ভালো ভাবে বুঝতে পারেনা, বুঝে নেয় না মানতে চায় না সহজে।দুইজনে বেশি বুঝে আর বিয়ের পূর্বে একজন অন্যজনকে খুব কাছ থেকে বুঝে নেয়,এই বুঝে নেয়ার ফারাকটা শুধু দুজনে জানেন এই জানার কারণে সমস্যার সৃষ্টি।কিছু সময় পর শুরু হয় খুব অশান্তি।
...

ছেলে মেয়েরা প্রেম ভালোবাসা আবেগ এই শব্দ গুলোর গুরুত্ব বিয়ের পূর্বে হারিয়ে পেলে বলে বিয়ের পর এই শব্দগুলো অচল আর দুর্বল হয়ে পড়ে।আর এই কারনে আবেগের প্রভাব থাকেনা উভয়ের মাঝে, ফেলে আসা দিনগুলোর কথা আর দুইজনেই অনুশোচনায় ভোগে দারুণ ভাবে। তখন বিশ্বাস হারায় উভয়ে সন্দেহ করতে থাকে উভয়কে। সন্দেহের বীজ তারাই রোপন করেছিল বিয়ের আগে অতি আবেগে।দুই জনেই প্রতারিত হন দুই জন থেকে। তখন শুরু হয় যত অশান্তি, আর বিশৃঙ্খল জীবন।
...

বেশি চেনা জানার কারনে একজন অন্যজনকে স্বাভাবিক ভাবে মেনে নেয় না,মানতে পারে না।একজন আরেক জনের কাছে গুরুত্বহীন হয়ে পড়ে।শুরু হয় অস্বাভাবিক আচারণ।তারপর শুরু হয় সংসার জীবনে অশান্তি ঝগডা হাতাহাতি।তখন দুইজনে অসহায়।ভালোবাসার বিয়ের কারনে দুই জনে দুই পরিবার থেকে বিচ্ছিন্ন।পরিবারকেও তাদের সমস্যার কথা বলতে পারেনা।

পদটিকাঃ আমার লেখার উদ্দেশ্য সবায় বুঝে শুনে সম্পর্কে জড়াবে। দাম্পত্য জীবন পুতুল খেলা নয়।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:২৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: দাম্পত্য জীবন পুতুল খেলা নয়।

সত্য কথা।

২| ২৫ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩৯

কল্লোল পথিক বলেছেন: বেশি চেনা জানার কারনে একজন অন্যজনকে স্বাভাবিক ভাবে মেনে নেয় না,মানতে পারে না।একজন আরেক জনের কাছে গুরুত্বহীন হয়ে পড়ে।শুরু হয় অস্বাভাবিক আচারণ।তারপর শুরু হয় সংসার জীবনে অশান্তি ঝগডা হাতাহাতি।



সহমত।

৩| ২৫ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৯

এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম ভাই, প্রথমে সহমত প্রকাশের জন্য ধন্যবাদ। খুব ভাল লাগল আপনাকে দেখে। সাথে পেয়ে ধন্য হলাম। ভাল থাকবেন। শুভ কামনা।

৪| ২৫ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৭

এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: প্রিয় কল্লোল পথিক ভাই, সব সময় সাথে আছেন বলে ধন্য মনে হয়। অনেক অনেক ভালোবাসা আপনার জন্য।সহমত প্রকাশের জন্য ধন্যবাদ। পাশে থাকবেন সব সময়। শুভ কামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.